কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ জুলাই ২০২৩

330
0
Current Affairs 21st January
Courtesy: Times of India

আন্তর্জাতিক
  • রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে বেসরকারি ওয়াগনার সেনাদের আর একজন শীর্ষস্থানীয় নেতা এবার মস্কোর বিরুদ্ধে মুখ খুললেন। তিনি দক্ষিণ জাফরিজিয়া অঞ্চলে বাহিনীর নেতৃত্বে ছিলেন। মেজর জেনারেল ইভান পোপোভ অভিযোগ জানিয়ে বললেন, যুদ্ধক্ষেত্রে ইউরোপীয় সেনা তাদের তলাতে পারেনি। রাশিয়াই তাদের শেষ করে দিচ্ছে। সেনাবাহিনীতে পোপোভের কল সাইন স্পার্টাকাস নামে।
  • পাকিস্তানে সে দেশের সংখ্যালঘুদের একটি মন্দির ভাঙ্গা নিয়ে বিতর্ক তৈরি হলো। করাচির সৈনিক বাজারে দেড়শ বছরের পুরনো ওই মন্দিরটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের দাবি, মন্দিরটিকে আগেই বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল। স্থানীয় মানুষের অভিযোগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় ওই মন্দিরের জায়গাটি দখল করতে জমি মাফিয়ারা ব্যস্ত হয়ে পড়েছে। করাচির মাদ্রাজি হিন্দু সম্প্রদায় এই মন্দিরের দায়িত্বে ছিল।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় তীব্র ভূমিকম্প অনুভূত হল। রিখটার স্কেল অনুযায়ী এই কম্পনের তীব্রতা ছিল ৭.৪।
জাতীয়
  • ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী তাদের নিজের নিজের মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্যে লেনদেন করতে পারবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমির শাহী সফরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন আবু ধাবিতে নরেন্দ্র মোদী এবং আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহানের উপস্থিতিতে এই মর্মে সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়, যেখানে সই করেন ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তি কান্ত দাস ও আরবের শীর্ষ ব্যাংক সি বি ইউ এ ই-এর গভর্নর খালেদ মোঃ বালামার।
  • আসিয়ান ভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের শীর্ষ বৈঠকে যোগ দিতে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড সফরে গিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এদিন থাইল্যান্ডে প্রবাসী ভারতীয়দের সঙ্গে একটি অনুষ্ঠানে আলাপচারিতায় তিনি বলেন, তাঁর চোখে সব থেকে সেরা কূটনীতিক হলেন বীর হনুমান। কারণ কোন দেশ সম্পর্কে বিন্দুমাত্র ধারণাও না নিয়ে তাঁকে লঙ্কায় পৌঁছাতে হয়েছিল। এবং সেখানে নিজের বুদ্ধিমত্তার সাহায্যে তিনি অশোক বনে সীতার খোঁজ পেয়েছিলেন।
খেলা
  • গত ১০ বছর ধরে সেন্টার কোর্টে অপরাজিত ছিলেন নোভাক জোকোভিচ। উইম্বলডনে গত চার বছর ধরে পরপর পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। রজারের মোট ৮বার উইম্বলডন জয়ের নজির স্পর্শ করতে পারতেন। আর একবার খেতাব জিতলে পারতেন মার্গারেট কোর্টের ২৪ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছুঁতে। সেই নোভাক জোকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন কার্লোস আলকারাজ। মাত্র কুড়ি বছর বয়স কার্লোসের। ঘটনাচক্রে তিনি টেনিস খেলা শিখেছেন নোভাকের খেলা দেখেই। এদিন ফাইনালে তিনি ১-৬, ৭-৬, (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে জয়ী হলেন।
  • দলীপ ট্রফিতে চ্যাম্পিয়ন হল দক্ষিণাঞ্চল। হনুমা বিহারী নেতৃত্বাধীন দক্ষিণাঞ্চল ফাইনালে ৭৫ রানে হারিয়ে দিল চেতেশ্বর পুজারার পশ্চিমাঞ্চলকে।
  • ইউ এস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমি ফাইনালে ভারতের লক্ষ্য সেন হেরে গেলেন চিনের লি সি ফেংয়ের এর কাছে। সম্প্রতি লি সি-কে হারিয়েই কানাডা ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন লক্ষ্য।
  • বাংলাদেশের মিরপুরে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত বাংলাদেশের কাছে চল্লিশ রানে পরাজিত হল। মেয়েদের একদিনের ক্রিকেটে এই প্রথমবার ভারত বাংলাদেশের কাছে পরাস্ত হলো।
বিবিধ
  • গোটা বিশ্বেই গত জুন মাস ছিল উষ্ণতম। এ বছর গত ১৭৪ বছরের মধ্যে উষ্ণতম জুন মাসের দেখা মিলেছে বলে জানালো মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার  অ্যাডমিনিস্ট্রেশন।
  • বিশ্বের উচ্চতম অক্সিজেন কাফে নির্মিত হল লাদাখে। এটি ইতিমধ্যেই বিশ্ব রেকর্ড এর স্বীকৃতি  পেয়েছে। লাদাখের উমলিং লা তে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯০২৪ ফুট উচ্চতায় এই কাফে তৈরি হয়েছে। এখানে রাস্তা তৈরি করা ছিল প্রায় অসম্ভব। সেখানেই মোটর চলাচলের রাস্তা নির্মাণ করেছে ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশন।