পাকিস্থানে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩৩ জনের মৃত্যু হল। করাচি থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে হাজারা এক্সপ্রেসের দশটি কামরা বেলাইন হয়। সিন্ধু প্রদেশের নবাবসাইয়ে সারাহারি স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে।
জুলাই মাসে করনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে ব্রিটেনে। সেখানে নতুন একটি প্রজাতি সক্রিয় হয়েছে বলে জানা গেছে। কোভিড ভাইরাসের এই প্রজাতির নামকরণ করা হয়েছে এরিস বা অজি ৫.১। সেখানে কোভিড ভাইরাসে সংক্রমিত প্রতি সাতজনের মধ্যে একজন এই নতুন ভ্যারিয়েয়েন্টের শিকার বলে জানিয়েছে ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সি।
আফগানিস্তানে উচ্চশিক্ষায় মহিলাদের অংশগ্রহণ আগেই নিষিদ্ধ করেছিল তালিবান সরকার। এখন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর যে, ১০ বছরের বেশি বয়সী মেয়েদের অথবা তৃতীয় শ্রেণীর পর মেয়েদের আর ভর্তিই নেওয়া হচ্ছে না স্কুলে।
জাতীয়
‘অমৃত ভারত’ স্টেশন প্রকল্পে গোটা দেশের ১৩০৯ টি রেল স্টেশনকে আদর্শ স্টেশন হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। এর মধ্যে এদিন ৫০৮টি রেল স্টেশনকে পুনর্গঠনে ভার্চুয়াল মাধ্যমে শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে বাংলার ৩৭ টি স্টেশন রয়েছে। সব মিলিয়ে দেশে যে ১৩০৯ টি রেল স্টেশনকে আদর্শ স্টেশন করা হবে তার মধ্যে বাংলার স্টেশন রয়েছে ৯৮ টি।
কুকি-মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে পুনরায় উত্তপ্ত হয়ে পড়ল মণিপুর। এবারের সংঘর্ষে সেখানে মর্টার, গ্রেনেড পর্যন্ত ব্যবহৃত হয়েছে। এদিন এই সংঘর্ষে প্রাণ গেছে ছয়জনের।এদিকে বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করল কুকি পিপলস অ্যাসোসিয়েশন। বিধানসভায় তাদের দুজন বিধায়ক ছিলেন।
হরিয়ানার নুহ তে আরো দু-দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো প্রশাসন। এদিনও সেখানে জারি ছিল বিভিন্ন অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কাজ। তার মধ্যে সোহানা এলাকায় সাহারা নামের একটি হোটেল বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো। ঘটনার দিন এই হোটেল থেকেই ধর্মীয় শোভাযাত্রায় পাথর ছোড়া হয়েছিল বলে অভিযোগ। এই হোটেলটি নয় বছর আগে অবৈধভাবে নির্মিত হয়েছিল বলে প্রশাসন জানিয়েছে।
খেলা
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারত ৫-০ গোলে হারিয়ে দিল শক্তিশালী প্রতিপক্ষ মালয়েশিয়াকে। অন্য ম্যাচে জাপান ও পাকিস্তান-এর মধ্যে খেলা ড্র হয়েছে। চিন এবং দক্ষিণ কোরিয়ার ম্যাচও ১-১ গোলে অমীমাংসিত ছিল।
কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন হল আর্সেনাল। এদিন ফাইনালে তারা হারিয়ে দিল ম্যানচেস্টার সিটি কে। খেলার নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
গায়ানায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হলো ভারত। এর আগে প্রথম ম্যাচেও হেরেছিল তারা। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে পাঁচ ম্যাচের এই সিরিজ খেলছে ভারত।
অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন ফাইনালে রানার আপ হলেন ভারতের এইচএস প্রণয়। ছেলেদের সিঙ্গেলসে তিনি ফাইনালে হার মানলেন চিনের ওয়েং হং ইয়াং এর কাছে।
মহিলাদের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন দল মার্কিন যুক্তরাষ্ট্র। চার চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন মার্কিন মহিলা ফুটবল দলকে প্রি কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিল সুইডেন। তারা সাডেন ডেথে ম্যাচ জিতল। এই প্রথম বার বিশ্বকাপ ফাইনালে সেমিফাইনালে না উঠে বিদায় নিল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে গতবারের রানার আপ দল নেদারল্যান্ডস প্রি কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে।
এক সময় হতাশা গ্রাস করেছিল মার্কিন জিমন্যাস্ট সিমোনে বাইলসকে। চারটি অলিম্পিক সোনাসহ মোট সাতটি অলিম্পিক পদক ও বিশ্বচ্যাম্পিয়নশিপে ২৫ টি পদকের মালিক বাইলস টোকিও অলিম্পিকে নিজের সেরাটা দিতে ব্যর্থ হন। এরপর প্রায় দু’বছর পর প্রতিযোগিতামূলক জিমন্যাস্টিকসে প্রত্যাবর্তন ঘটল বাইলসের। এবং তিনি অনায়াসে ইউএস ক্লাসিক খেতাব জিতে নিলেন।
ভারতের প্রথম বাইকার হিসেবে গত মে মাসে স্পেনের বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন ১৩ বছরের বালক শ্রেয়স হরিশ। চেন্নাইয়ে জাতীয় মোটরসাইকেল প্রতিযোগিতা চলাকালীন একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
বিবিধ
৭ই আগস্ট দেশে পালিত হয় জাতীয় হ্যান্ডলুম দিবস। লন্ডনে তার আগেই ছুটির দিনে জাতীয় হ্যান্ডলুম দিবস অভিনব ভাবে পালন করলেন প্রবাসী ভারতীয় মহিলারা। তাঁরা সেন্ট্রাল লন্ডনে শাড়ি ওয়াকথনে অংশ নিলেন হ্যান্ডলুম শাড়ি পড়ে। ট্রাফালগার স্কোয়ার থেকে পার্লামেন্ট স্কোয়ার পর্যন্ত ১১০০ মিটার পথ হাঁটলেন প্রায় ৬০০ ভারতীয় মহিলা। গরদ, জামদানি, তাঁত, বালুচরি প্রভৃতি শাড়ি পরেছিলেন তাঁরা ।
তেলেঙ্গানার জনপ্রিয় কবি তথা গণসংগীত শিল্পী গুম্মাদি ভিত্তল রাও (৭৭) প্রয়াত হলেন। তিনি গদর নামেই বেশি পরিচিত ছিলেন। সাহিত্যচর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক আন্দোলনেও জড়িয়ে ছিলেন গদর। মাওবাদী আন্দোলনের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল।