আন্তর্জাতিক
- অবশেষে ২০১৮ সালের বিতর্কিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ বাতিল করার ঘোষণা করল বাংলাদেশ সরকার। এই আইনটি ব্যবহার করে ভিন্নমতের রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চালানো হয়েছে বলে অভিযোগ। বিদেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনও এই আইন বাতিলের জন্য বাংলাদেশের ওপর চাপ তৈরি করেছিল। এরপরই ‘সাইবার নিরাপত্তা আইন ২০২৩’ প্রণয়নের ঘোষণা করা হলো।
- মহিলাদের পোশাক পরা নিয়ে নিয়ন্ত্রণ আনতে আরো কঠোর আইন আনছে ইরান। ইতিমধ্যেই ইরানের সংসদে ‘নারী স্বাধীনতা ও হিজাব’ নামের নতুন একটি বিল পেশ হয়েছে বলে জানা গেছে। গত কয়েক মাসে হিজাব না পড়ার কারণে যে মহিলাদের নীতি পুলিশ ধরেছে তাদের কড়া শাস্তি দিচ্ছে ইরানের আদালতগুলি। প্রায় সব ক্ষেত্রেই হিজাব না পরলে মানসিক চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এমনকি ছাত্রীরাও বাদ যাচ্ছে না। একটি ক্ষেত্রে এক মহিলাকে হিজাব না পড়ায় টানা একমাস মর্গের মৃতদেহ পরিষ্কার করার শাস্তি দিয়েছে আদালত। আবার বিশিষ্ট অভিনেত্রী আজাদে সামাদি হিজাব না পড়ায় দু বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। তিনি গাড়ি চালানোর সময় হিজাবের বদলে টুপি পড়েছিলেন। অভিনেত্রী আফসানে বায়োগানের ক্ষেত্রেও একই শাস্তির ঘটনা ঘটেছে।
জাতীয়
- মনিপুর নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি তৈরি করল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের অবসরপ্রাপ্ত তিনজন প্রাক্তন মহিলা বিচারপতিকে নিয়ে ওই কমিটি তৈরি করা হবে। মনিপুরের বিভিন্ন হিংসাত্মক ঘটনার তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ নিয়ে নজরদারি চালাবে এই কমিটি। তাছাড়া মনিপুর নিয়ে যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তারও প্রকৃতি বলে দিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছে অন্য রাজ্যের ডেপুটি সুপার স্তরের পাঁচ জন অফিসার এই তদন্তে নেতৃত্ব দেবেন। মনিপুরের বিভিন্ন ঘটনা নিয়ে যে ৪২ টি সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করা হয়েছে তার উপরে এই অফিসাররা নজরদারি চালাবেন।
- দিল্লিতে আমলাদের উপর নিয়ন্ত্রণ সংক্রান্ত বিল লোকসভার পর রাজ্যসভাতেও পাস হলো। শাসক এনডিএ জোটের সদস্যরা ছাড়াও ওয়াই এস আর কংগ্রেস এবং বিজেডি এই বিলকে সমর্থন জানিয়েছে।
- সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধির সাংসদ পদ ফিরিয়ে দিল লোকসভার সচিবালয়। ১৩৫ দিন পর পুনরায় ওয়েনারের সাংসদ হিসাবে লোকসভায় প্রবেশ করলেন তিনি।
- নতুন শিক্ষানীতি অনুমোদন করল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা। জাতীয় শিক্ষানীতির কিছু বিধি এ রাজ্যে পালন করা হবে না, এমন সংস্থান রয়েছে এই নতুন নীতিতে। অন্য রাজ্যে যেমন জাতীয় শিক্ষানীতি মেনে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা তুলে দেওয়া হচ্ছে এখানে সেই পথে না হেঁটে মাধ্যমিক পরীক্ষা বজায় রাখা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষাও থাকছে যথারীতি। তাছাড়া পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে বাংলা পড়ায় জোর দেওয়া হচ্ছে, স্কুল স্তরে বাংলা পড়া বাধ্যতামূলক করা হচ্ছে। পুরনো নিয়মেই ৪+৪+২+২ মডেলে স্কুল শিক্ষা পরিচালিত হবে। জাতীয় শিক্ষানীতিতে তা ৫+৩+৩+৪ মডেলে করার প্রস্তাব রয়েছে।
খেলা
- মেয়েদের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড টাইব্রেকারে নাইজেরিয়াকে ৪-২ গোলে হারিয়ে দিল। অন্য প্রি কোয়ার্টার ফাইনালে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে দিল অস্ট্রেলিয়া।
- এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগিতায় ভারত দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিল। এর আগে চিন, মালয়েশিয়াকে হারিয়েছে ভারত। ফলে প্রতিযোগিতার সেমিফাইনাল খেলা নিশ্চিত হল ভারতের।
বিবিধ
- বাংলাদেশের বিশিষ্ট কবি, প্রাবন্ধিক তথা বামপন্থী রাজনৈতিক নেতা মোহাম্মদ রফিক (৮০) প্রয়াত হলেন। তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, আবার ১৯৮৭ সালে এইচ এম এরশাদের একনায়কতন্ত্রের সময়ও শাসকের বিরুদ্ধে কবিতা লিখে রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের শিকার হন। তাঁর কয়েকটি কাব্যগ্রন্থ হল ‘ খোলা কবিতা ‘, ‘কালাপানি’ , ‘ নোনা ঝাউ ‘ প্রভৃতি।
- ২০১৪ সালের ১ এপ্রিল থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি মোট ১৪ লক্ষ ৫৬ হাজার ২২৬ কোটি টাকার অনাদায়ী ঋণ মকুব করেছে। ২০২৩ সালের ৩১ মার্চ দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির অনাদায়ী ঋণের পরিমাণ কমে হয়েছে ৪ লক্ষ ২৮ হাজার কোটি টাকা। সংসদে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভাগবত করাদ এক লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন।