কারেন্ট অ্যাফেয়ার্স ৯ আগস্ট ২০২৩

421
0
Current Affairs 28th May
PORTO, PORTUGAL - JUNE 05: Cristiano Ronaldo of Portugal looks on during the UEFA Nations League Semi-Final match between Portugal and Switzerland at Estadio do Dragao on June 05, 2019 in Porto, Portugal. (Photo by TF-Images/Getty Images)

আন্তর্জাতিক
  • রাশিয়ার একাধিক স্থানে ড্রোন হামলা চালালো ইউক্রেন। তবে রাশিয়ার দাবি, সব ড্রোনই গুলি করে নামানো হয়েছে। সেগুলি কোন ক্ষয়ক্ষতি করতে পারেনি। এর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে দোমদেদোবো জেলায় রাশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলা চালানোয়। রাশিয়ার দাবি, মাঝ আকাশেই সেটিকে নিষ্ক্রিয় করা হয়েছে। এর আগে কৃষ্ণসাগরে রাশিয়ার জাহাজে হামলা চালিয়েছিল ইউক্রেন। সেখানে মানবশূন্য নৌকায় বিস্ফোরক রেখে আক্রমণ করা হয়েছিল। ইউক্রেনের তরফে মার্কিন যুদ্ধবিমান এফ ১৬ যুদ্ধক্ষেত্রে ব্যবহারের ইঙ্গিত দেওয়া হয়েছে।
  • ‘তালিসম্যান সাবরে’ – এই নামে একটি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে ২২ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত। এই মহড়ার উদ্যোগ নিয়েছিল অস্ট্রেলিয়া। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের আধিপত্যের বিরুদ্ধে বিভিন্ন দেশের সেনাকে নিয়ে এই মহড়া চালানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মানি প্রভৃতি ১৩ টি দেশের ৩৪ হাজার সেনা এই মহড়ায় যোগ দিয়েছিল। তবে আমন্ত্রণ পেলেও ভারত এই নৌ মহড়ায় অংশগ্রহণ করেনি।
  • মেয়াদ শেষ হওয়ায় ভেঙে দেওয়া হলো পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি। এরপরে অন্তর্বর্তী সরকার সাধারণ নির্বাচনের ব্যবস্থা করবে। বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, ভোটে জিতলে তাঁর সরকারের নেতৃত্ব দেবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
জাতীয়
  • কেরল নয় কেরলম। রাজ্যেরর নাম বদলে নতুন নাম কেরলম রাখার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত নিল কেরল বিধানসভা। এই মর্মে তারা কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠালো। প্রসঙ্গত, অন্যান্য ভাষায় কেরল হলেও মালায়ালম ভাষায় এই রাজ্যের নাম কেরালম।
  • ২০২৪ সালে যারা একাদশে ভর্তি হবে তাদের সময় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খোল নলচে বদলে যাচ্ছে। ২০২৬ সাল থেকে উচ্চমাধ্যমিকে চালু হবে সেমিস্টার। পরীক্ষা হবে দুবার, নভেম্বরে এবং মার্চ মাসে। প্রথম পরীক্ষায় থাকবে এমসিকিউ ধর্মী প্রশ্ন। এর উত্তর দিতে হবে ওএমআর সিটে। আর পরের পরীক্ষা সাধারণ প্রথাগত পদ্ধতিতে ছোট ও বড় প্রশ্নের মাধ্যমে নেওয়া হবে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই সিদ্ধান্ত জানালো। একাদশ শ্রেণিতেও সেমিস্টার থাকবে তবে তার নম্বর উচ্চমাধ্যমিকে যোগ করা হবে না। অন্যদিকে মাধ্যমিক পুরনো নিয়মেই চলবে বলে জানানো হলো।
খেলা
  • এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগিতায় গ্রুপ পর্বে নিয়ম রক্ষার ম্যাচে ভারত পাকিস্তানকে হারিয়ে দিল ৪-০ ব্যবধানে। এই নিয়ে গত ১৬ ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত রয়েছে ভারতীয় হকি দল।
  • দাবায় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিলেন জার্মানির ১৮ বছরের কিশোর ভিনসেন্ট কেমার। ফিডে বিশ্বকাপ দাবায় এই অঘটন ঘটিয়েছেন তিনি। অন্যদিকে অঘটন ঘটালেন ভারতের বিস্ময় দাবারু আর প্রজ্ঞানন্দ। তিনি মার্কিন দাবারু হিকারু নাকামুরার সঙ্গে ম্যাচ ড্র করলেন। ভারতের ডি গুকেশ এবং নিহাল সারিন আলাদা আলাদা ম্যাচে ড্র করেছেন।
  • গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর করা একমাত্র গোলে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে ফাইনালে উঠল আল নাসের।
  • হোয়ান গ্যাম্পার ট্রফি জিতল বার্সেলোনা। এই নিয়ে ১১ বার এই খেতাব জিতল তারা। ফাইনালে তারা ৪-২ ব্যবধানে হারিয়ে দিল টটেনহ্যামকে।
বিবিধ
  • দিনটি ছিল বিশ্ব আদিবাসী দিবস এই দিনে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন তিনি বলেছেন ছত্রিশগড় গুজরাট রাজস্থান তামিলনাড়ু মনিপুর ইত্যাদি সব রাজ্যেই আদিবাসী সম্প্রদায় অস্তিত্বের সংকটে রয়েছেন কারণ আদিবাসীরা বিচ্ছিন্ন ও অসংগঠিত।
  • সন্তানের দেখভালের জন্য ওই সন্তানের ১৮ বছর বয়স পর্যন্ত ৭৩০ দিনের চাইল্ড কেয়ার লিভ পাবেন মহিলা কর্মী অথবা একক পুরুষ অভিভাবকরা। সংসদে এই কথা জানালেন কেন্দ্রীয় কর্মী বর্গ মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।