কারেন্ট অ্যাফেয়ার্স ২১ আগস্ট ২০২৩

332
0
21st August Current Affairs
Courtesy: Times of India

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঞ্চল মূলত শুষ্ক এলাকা। কিন্তু এবার সেখানে পরিস্থিতি বদলে দিল একটি ক্রান্তীয় ঝড়। তার নাম দেওয়া হয়েছে হ্যারিকেন হিলারি। ১৯৯৭ সালের পর পুনরায় কোন ক্রান্তীয় ঝড় দেখা দিল মার্কিন যুক্তরাষ্ট্রে। এই ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৯৫ কিলোমিটার। এর ফলে ক্যালিফোর্নিয়া এবং মেক্সিকোয় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ঐতিহাসিক বৃষ্টিপাত শুরু হয়েছে ক্যালিফোর্নিয়ায়। বন্ধ করে দেওয়া হয়েছে ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সকল সমুদ্র সৈকত। বন্ধ স্কুল কলেজ অফিস আদালত হড়পা বান দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়।
  • ম্যানচেস্টারের একটি আদালতে আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন লুসি লেটবি, সাতটি শিশুকে খুন করা এবং আরো অন্তত ছটি শিশুকে খুনের পরিকল্পনা করার জন্য অভিযুক্ত হয়েছিলেন কাউনটেস্ অব চেষ্টার হাসপাতালের এই নার্স। শেষ পর্যন্ত তাকে ইংল্যান্ডের সবথেকে কঠোর ও বিরলতম শাস্তি অর্থাৎ আজীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হলো। নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ব্যক্তিগত কারণে রাগ বা জীবনে উত্তেজনা সৃষ্টির কারণে লুসি ওই সদ্যজাত শিশুদের হত্যা করেছিল।
জাতীয়
  • সাধারণত রাজ্যসভার অধিবেশন বন্ধ থাকলে উপরাষ্ট্রপতির কক্ষে শপথ গ্রহণ করেন নতুন রাজ্যসভার নতুন সদস্যরা এদিন প্রথা ভেঙে শূন্য অধিবেশন কক্ষে শপথ গ্রহণ করলেন রাজ্যসভার নয় জন নতুন সদস্য তাদের মধ্যে ছিলেন বিদেশ মন্ত্রী এস জয় শংকর সেখানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রীর জাপানি স্ত্রী কিওকো সামকাওয়া। এদিন বাংলা থেকে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, সামিরুল ইসলাম, দোলা সেন, নগেন্দ্র রায়, চিক বড়াইক।
  • ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম, মুয়াজ্জিনদের সম্মেলন মঞ্চ থেকে এই ঘোষণা করেন তিনি। এর ফলে ইমামদের ভাতা বেড়ে হল ৩০০০ টাকা, পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা বেড়ে হল দেড় হাজার টাকা। রাজ্যে প্রায় ৫০০০০ ইমাম মুয়াজ্জিন এবং তিরিশ হাজার পুরোহিত এই ভাতা পান।
  • দিল্লির মহিলা ও শিশু দপ্তরের প্রাক্তন সহ অধিকর্তা প্রেমোদয় খাখাকে গ্রেপ্তার করলো দিল্লী পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে প্রেমোদয়ের স্ত্রী সীমা রানিকেও। এক কিশোরী কন্যার সঙ্গে গুরুতর যৌন লাঞ্ছনা করার অভিযোগে এই ব্যবস্থা নিল প্রশাসন।
  • সুপ্রিম কোর্টের নির্দেশ অন্য কোন আদালতই খারিজ করতে পারে না। এটা সাংবিধানিক নীতি রীতির বিরোধী। এই ভাষায় কঠোরভাবে গুজরাট হাইকোর্টের সমালোচনা করলো সুপ্রিম কোর্ট। একটি নির্দিষ্ট মামলা নিয়েই সর্বোচ্চ আদালতের ভর্ৎসনার মুখে পড়ল গুজরাট হাইকোর্ট।
খেলা
  • ইতিহাস গড়লেন ভারতের নবীন দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ফিল্ডে বিশ্বকাপ দাবার সেমিফাইনালে জিতে ফাইনালে উঠলেন তিনি। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় কোন ভারতীয় দাবা বিশ্বকাপের ফাইনালে উঠলেন। অবশ্য ২০০৫ সালে নকআউট পদ্ধতিতে নতুনভাবে ফিডে বিশ্বকাপ শুরু হওয়ার পর প্রথম ভারতীয় হিসেবে ফাইনালে খেলবেন প্রজ্ঞানন্দ। তাঁর বয়স মাত্র ১৮ বছর। বিশ্ব দাবার ইতিহাসে তিনি তৃতীয় কনিষ্ঠ হিসেবে ফাইনাল খেলবেন। এর আগে এই নজির স্থাপন করেছেন ববি ফিসার এবং ম্যাগনাস কার্লসেন। সেমিফাইনালে প্রজ্ঞানন্দের সঙ্গে লড়াই হল বিশ্বের দু নম্বর দাবাড়ু ফ্যাবিয়ানো কারুয়ানার। ক্লাসিকাল সিরিজে দুজনের লড়াই ড্র হয় ১-১ ফলে। এরপর টাইব্রেকারে র‍্যাপিড দাবায় ৩.৫- ২.৫ ব্যবধানে মার্কিন দাবারু কারুয়ানাকে হারিয়ে দিলেন প্রজ্ঞানন্দ।
বিবিধ
  • একের পর এক নির্মাণ আদপে দুর্বল করে দিচ্ছে না কি হিমালয়কে? তার জন্যই কি যোশীমঠ সহ বিভিন্ন স্থানে ধস নামার প্রবণতা বেড়ে গিয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে পূর্ণাঙ্গ ও সামগ্রিক সমীক্ষার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বিশেষজ্ঞদের একটি কমিটি তৈরি করে তাদের হিমালয়ের ধারণ ক্ষমতা খতিয়ে দেখতে নির্দেশ দিল।
  • ১২ সপ্তাহের মধ্যে দার্জিলিঙে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের বাড়ি সংস্কার করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একটি জনস্বার্থ মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। দার্জিলিংয়ে চিত্তরঞ্জন দাশের স্মৃতিবিজড়িত বাড়িটি আগেই হেরিটেজ হিসেবে ঘোষিত হয়েছিল।
  • দেশের সবথেকে বরিষ্ঠ গৃহপালিত হাতি বিজলী প্রসাদের মৃত্যু হল। অসমের শোনিতপুরে বেহালি চা বাগানে মৃত্যুর সময় বিজলী প্রসাদের বয়স হয়েছিল ৮৯ বছর। ব্রিটিশ আমলে তার নামকরণ করেছিলেন ব্রিটিশ মাস্টার অলিভার।