কেন্দ্রীয় ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ১৬৭ চাকরি

839
0
UPSC Recruitment 2024

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এগজামিনেশন-এর মাধ্যমে ভারত সরকারের বিভিন্ন সার্ভিস ও বিভাগে ১৬৭ ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে৷ UPSC ESE 2024 Notification out

যে সমস্ত বিভাগে নিয়োগ হবে সেগুলি হল: ক্যাটেগরি ১ সিভিল ইঞ্জিনিয়ারিং, ক্যাটেগরি ২ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং,

ক্যাটেগরি ৩ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ক্যাটেগরি ৪ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।

এগজামিনেশন নোটিস নম্বর: 01/2024 ENGG. অনলাইন আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

ওএনজিসিতে ২৫০০ অ্যাপ্রেন্টিস

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমতুল কোর্স পাশ।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসাবে বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

অর্থাৎ জন্মতারিখ ২ জানুয়ারি ১৯৯৪ থেকে ১ জানুয়ারি, ২০০৩-এর মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা যথারীতি বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

স্টেট ব্যাঙ্কে ৬১৬০ অ্যাপ্রেন্টিস

ক্যাটেগরি-১-এ সিভিল ইঞ্জিনিয়ারিং সার্ভিসে/পদে নিয়োগ হবে এই সব বিভাগে: ১) সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস (রোডস) গ্রুপ-এ (সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টস),

২) এইই (সিভিল) ইন বর্ডার রোডস ইঞ্জিনিয়ারিং সার্ভিস

৩) ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিস অব ইঞ্জিনিয়ার্স

৪) এইই (কিউএসঅ্যান্ডসি) ইন এমইএস সার্ভেয়র ক্যাডার

৫) সেন্ট্রাল ওয়াটার ইঞ্জিনিয়ারিং (গ্রুপ এ) সার্ভিস

৬) ইন্ডিয়ান স্কিল ডেভলপমেন্ট সার্ভিস।

ক্যাটেগরি-২-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্ভিসে/পদে নিয়োগ হবে এই সব বিভাগে: ১) এইই জিএসআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস গ্রেড এ

২) ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিস ইঞ্জিনিয়ার্স ৩) ইন্ডিয়ান ন্যাভাল আর্মামেন্ট সার্ভিস (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট)

৪) সেন্ট্রাল ওয়াটার ইঞ্জিনিয়ারিং (গ্রুপ এ) সার্ভিস ৫) ডিফেন্স অ্যারোনটিক্যাল কোয়ালিটি অ্যাশিওরেন্স সার্ভিস

ক্যাটেগরি-৩-এ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্ভিসে/পদে নিয়োগ হবে এই সব বিভাগে: ১) ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিস অব ইঞ্জিনিয়ারস

২) সেন্টাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং সার্ভিস গ্রেড এ ৩) ইন্ডিয়ান ন্যাভাল আর্মামেন্ট সার্ভিস

৪) ডিফেন্স অ্যারোনটিক্যাল কোয়ালিটি অ্যাসুরেন্স সার্ভিস ৫) সেন্ট্রাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং সার্ভিস গ্রেড বি।

ক্যাটেগরি-৪ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সার্ভিসে/পদে নিয়োগ হবে এই সব বিভাগে: ১) ইন্ডিয়ান রেডিও রেগুলেটরি সার্ভিস গ্রেড এ

২) ইন্ডিয়াম টেলিকমিউনিকেশন সার্ভিস গ্রেড এ ৩) ইন্ডিয়ান ন্যাভাল আর্মামেন্ট সার্ভিস

৪) ইন্ডিয়ান ন্যাভাল মেটেরিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস ৫) ডিফেন্স অ্যারোনটিক্যাল কোয়ালিটি অ্যাসুরেন্স সার্ভিস ৬) জুনিয়র টেলিকম অফিসার।

আবেদনের ফি: ২০০ টাকা। অনলাইনে বা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে-কোনও শাখায় এই টাকা জমা দিতে হবে।

দিল্লি পুলিশে ৭৫৪৭ কনস্টেবল নিয়োগ

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নেট ব্যাঙ্কিং, মাস্টার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করেও এই টাকা দেওয়া যেতে পারে।

তপশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি লাগবে না।

রেলে ২৪০৯ অ্যাপ্রেন্টিস

আবেদনের পদ্ধতি: www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

UPSC ESE 2024 Notification out

নোটিসটি দেখতে ক্লিক করুন