মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল ২৬৮১ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ৬০ বছরের মধ্যে মরক্কোয় হওয়া সবথেকে বিধ্বংসী ভূমিকম্প ছিল এটি। এর ফলে কম বেশি তিন লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সব তিক্ততার অবসান ঘটিয়ে ভিয়েতনাম সফরে হ্যানয়ে পৌছলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন।
ঘূর্ণিঝড় ‘ড্যানিয়েল’ আছড়ে পড়ল উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায়। এই ঘূর্ণিঝড়ে অন্তত দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে লিবিয়ায়।
মার্কিন যুক্তরাষ্ট্রে কুখ্যাত জঙ্গিহানা ৯/১১ কান্ডের বাইশ বছর পূর্ণ হল। এদিন নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে বহু মানুষ সমবেত হয়ে নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা অর্পণ করেন।
জাতীয়
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ওশান টেকনোলজি সমুদ্রের গভীরে অভিযান চালানোর জন্য একটি সমুদ্র যান নির্মাণ করেছে। ৪০৭৭ কোটি টাকা খরচে ২.১ মিটার ব্যাসের এই গোলাকার সমুদ্র যানটির নাম মৎস্য ৬০০০। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০০ মিটার গভীর পর্যন্ত নামতে সক্ষম। তিনজন অভিযাত্রী এতে চড়ে সমুদ্র গবেষণায় অংশ নেবেন বলে জানা গেছে।
ভারতে এসে জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমান। তাঁর সঙ্গে বিপাক্ষিক আলোচনায় অংশ নিল ভারত। তাঁর সঙ্গে বৈঠক হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই বৈঠকের বিষয় ছিল বাণিজ্য, নিরাপত্তা এবং জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা।
দেশে জি ২০ শীর্ষ সম্মেলনের জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছিল ৯৯০ কোটি টাকা। কিন্তু বাস্তবে ব্যয় হয়েছে ৪১০০ কোটি টাকা। এ নিয়ে প্রশ্ন তুলল দেশের বিরোধী দলগুলি। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে, স্থায়ী পরিকাঠামো নির্মাণের জন্যই বেশি ব্যয় হয়েছে।
খেলা
ইউ এস ওপেন পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ। এই নিয়ে তিনি চতুর্থ বার ইউএস ওপেন চ্যাম্পিয়ন হলে।ন সব মিলিয়ে এটি নোভাকের ২৪ তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব।এদিন তিনি ৬৩,৭-৬(৫),৬-৩ ব্যবধানে হারিয়ে দিলেন দানিল মেদভেদেভকে। পুরুষদের সর্বোচ্চ সংখ্যক গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড এখন নোভাকের। মহিলাদের মধ্যেও মার্গারেট কোর্টের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড এদিন স্পর্শ করলেন তিনি।
এশিয়া কাপের ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২২৮ রানে পরাজিত করল। এশিয়া কাপের সুপার ফোর-এ প্রথম দিনের ম্যাচ বৃষ্টিতে বিঘ্নিত হয়েছি,ল এদিন তার পর থেকে বাকি ম্যাচ শুরু হয়। এদিন শতরান করলেন ভারতের বিরাট কোহলি এবং কেএল রাহুল। একইসঙ্গে একদিনের ক্রিকেটে ১৩০০০ রান পূর্ণ করে ফেললেন বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটে দ্রুততম মানব হিসাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১৩ হাজার রান পূর্ণ করলেন। এই রান করতে তিনি নিয়েছেন ২৬৭ ইনিংস। অন্যদিকে শচীন তেন্ডুলকর ১৩০০০ রান করতে নিয়েছিলেন ৩২১ ইনিংস।তিনি এবং বিরাট কোহলি ছাড়া একদিনের ক্রিকেটে ১৩ হাজারের বেশি রান রয়েছে রিকি পন্টিং, কুমার সঙ্গকারা, সনৎ জয়সূর্যের। একদিনের ক্রিকেটে এটি কোহলির ৪৭ তম শত রান। বিরাট কোহলি এবং রাহুল মিলে এদিন তৃতীয় উইকেট জুটিতে ২৩৩ রান তুললেন যা এশিয়া কাপের ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। এই দুজনে ভেঙে দিলেন ২০১২ সালে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ এবং নাসির জামশিদের ওপেনিং জুটিতে ২২৪ রানের রেকর্ড। এদিন রাহুল ১০৬ বলে অপরাজিত ১১১ রান করেন এবং বিরাট কোহলি ৯৪ বলে অপরাজিত ১২২ রান করেন।
বিবিধ
বিজ্ঞান চর্চা ও গবেষণায় দেশে সবথেকে খ্যাতনামা পুরস্কার হল শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। ২০২২ সালের এই পুরস্কার দেওয়া হচ্ছে সাতটি বিভাগে ১২ জন বিজ্ঞানীকে। তাঁদের মধ্যে চারজন বাঙালি। তাঁরা হলেন রসায়নে আইআইটি বোম্বের অধ্যাপক দেবব্রত মাইতি, পদার্থবিদ্যায় বেঙ্গালুরুর আইআইএসসি-এর পদার্থবিদ অনিন্দ্য দাস এবং টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ -এর বাসুদেব দাশগুপ্ত এবং চিকিৎসা বিজ্ঞানে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির চিকিৎসক দীপ্যমান গঙ্গোপাধ্যায়।