কারেন্ট অ্যাফেয়ার্স ২০ সেপ্টেম্বর ২০২৩

305
0
20th September Current Affairs
Picture Courtesy: Freepik

আন্তর্জাতিক
  • ভারত ও কানাডার সম্পর্ক একই রকম উত্তেজনার আবহে রয়েছে। ভারতে বিশেষত জম্মু-কাশ্মীরে ভ্রমণে আসা পর্যটকদের জন্য সতর্কবার্তা প্রকাশ করেছিল জাস্টিন ট্রুডো সরকার। তারপরই কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিক, পর্যটক ও পড়ুয়াদের সতর্ক থাকার জন্য বার্তা প্রকাশ করল ভারতের বিদেশ মন্ত্রক। এদিকে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা  ৪৪ জন সন্ত্রাসবাদী ও কুখ্যাত অপরাধীর ছবি প্রকাশ করল যারা হয় কানাডায় লুকিয়ে রয়েছে নয় সেখানকার নাগরিক।
  • ত্রয়োদশ ইন্দ্র প্রশান্ত মহাসাগরীয় সেনাপ্রধান সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ভারতে। ১৯৭৭ সালে হনলুলুতে প্রথম এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেবার যোগ দিয়েছিল নটি দেশ। এই সম্মেলন দু’বছর অন্তর অনুষ্ঠিত হয়।
জাতীয়
  • লোকসভায় পাস হল মহিলা সংরক্ষণ বিল। ৪৫৪ -২ ভোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই বিল পাস হলো। মুসলিম মহিলাদের জন্য সংরক্ষণ দাবি করে এই বিলের বিরোধিতা করেছেন হায়দারাবাদের এম আই এম সাংসদ আসাদ্দুদিন ওইয়াইস এবং তাঁর দলের এক সাংসদ। ২০২৬ সালের পরে যে জনগণনা হবে তার তথ্যের উপর ভিত্তি করে লোকসভার আসন পুনর্বিন্যাস করা হবে এবং তারপরে এই বিল কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে বিধানসভা ও লোকসভাগুলিতে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের সুবিধা পেতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। প্রসঙ্গত ২৭ বছর আগে সংসদে প্রথমবার মহিলাদের জন্য আসন সংরক্ষণের বিল পেশ করা হয়েছিল। তবে সেটি ছিল ব্যক্তিগত বিল। পশ্চিমবঙ্গের সিপিআই নেত্রী তথা পাঁশকুড়ার সাতবারের সাংসদ গীতা মুখোপাধ্যায় ওই বিল পেশ করেছিলেন। ১৯৯৬ সালে এইচডি দেবেগৌড়া সরকার এই বিল সংসদে পেশ করলে তা পাঠানো হয় যৌথ সংসদীয় কমিটির কাছে। এই কমিটির চেয়ারপারসনও ছিলেন গীতা মুখোপাধ্যায়।
খেলা
  • এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের হয়ে পতাকা বহন করবেন ভারতের হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং কুস্তিগীর লাভলিনা বড়গোঁহাই। এবার ভারতীয় দলে রয়েছেন মোট ৬৫৫ জন প্রতিযোগী। এই প্রথম এশিয়ান গেমসে এত বড় দল পাঠালো ভারত। এদিন ভলিবলে ভারতের পুরুষ দল দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নকআউট পর্বে পৌঁছল।
  • বেলগ্রেডে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠলেন ভারতের অন্তিম পাঙ্গাল। মহিলাদের ৫৩ কেজি বিভাগে অংশ নিয়েছেন ১৯ বছরের পাঙ্গাল। এর আগে তিনি অনূর্ধ্ব কুড়ি বিভাগে দুবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন।
বিবিধ
  • ২০২৪ সালে ভারতে সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হবেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। সম্প্রতি জি ২০ সম্মেলনে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের সময় এই আমন্ত্রণ জানানো হয়েছিল। এদিন নয়া দিল্লিতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি একথা জানিয়েছেন। প্রসঙ্গত ২০১৫ সালে ভারতে সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে এসেছিলেন তখনকার মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। ২০০৭ সালে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং ২০০৮ সালে ফ্রান্সের রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি প্রধান অতিথি হয়েছিলেন।
  • সিবিএসসি বা আই সি এস ই এর মত দশম, দ্বাদশ শ্রেণীর শিক্ষা বোর্ড হিসাবে স্বীকৃতি পেল ভারতীয় শিক্ষা বোর্ড। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তাদের অনুমোদন করেছে।