কারেন্ট অ্যাফেয়ার্স ১২ অক্টোবর ২০২৩

326
0
Current Affairs 12th October

আন্তর্জাতিক
  • গাজা ভূখণ্ডে হামাস জঙ্গি গোষ্ঠী এবং ইজরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা আড়াই হাজার অতিক্রম করে গেল। গাজায় রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন ৩ লক্ষ ৩৯ হাজার মানুষ। সেখানকার সাড়ে ৬  লক্ষ মানুষের কাছে এখন খাবার ও পানীয় জলের অভাব দেখা দিয়েছে। গাজায় মৃত্যু হয়েছে ৩২৬ টি শিশুর। এদিনও দফায় দফায় ইজরায়েলের বিমান বাহিনী গাজায় বোমাবর্ষণ করেছে। অন্যদিকে ইজরায়েলে পৌঁছেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন। এই যুদ্ধে হামাসের হামলায় ১৭ জন মার্কিন নাগরিকের নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে ।  হামাস জঙ্গিরা এদিনও দক্ষিণ ইজরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। ইজরায়েল  দাবি করেছে, হামাস জঙ্গিরা ইজরায়েলের থেকে পণ বন্দি করে আনা শিশুদের মাথা কেটে হত্যা করছে। তাদের নৃশংস হামলার ছবি প্রকাশ করেছে ইজরায়েল। অন্যদিকে ইজরায়েল জানিয়েছে, যতক্ষণ না পণবন্দিদের হামাস ছেড়ে দিচ্ছে ততক্ষণ গাজার একটি বিদ্যুতের স্যুইচও কাজ করবে না, একটি কল থেকেও জল পড়বে না, জ্বালানি তেলের একটি ট্রাকও ঢুকবে না।
জাতীয়
  • গাজা ভূখণ্ডে ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় সন্ত্রাসবাদি হামাস গোষ্ঠীর নিন্দা করেছিল ভারত। কিন্তু তার জন্য ভারতের দীর্ঘদিনের প্যালেস্টাইন নীতির কোন পরিবর্তন হয়নি বলে এদিন স্পষ্ট করলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি বলেছেন, ভারতের প্যালেস্টাইন নীতি আগে যা ছিল এখনও তাই রয়েছে। ভারত ‘স্বাধীন, সার্বভৌম ও শান্তিপূর্ণ প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে। একইসঙ্গে ইজরায়েলের সঙ্গে তাদের শান্তিপূর্ণ সহাবস্থান থাকবে বলে ভারত আশা করে।’ অন্যদিকে ইউক্রেন যুদ্ধের সময় ভারত অধিবাসীদের ফেরাতে ‘অপারেশন গঙ্গা’ অভিযান চালিয়েছিল। ইজরায়েল থেকে অবরুদ্ধ নাগরিকদের দেশে ফেরাতে ‘অপারেশন অজয়’ এর অধীনে প্রথম উড়ানে ২৩০ জনকে নিয়ে আসা হচ্ছে বলে জানানো হলো।
  • মণিপুরে পুনরায় মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ায় আগামী ১৬ অক্টোবর পর্যন্ত ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা বাড়ানো হলো। মণিপুরে হিংসার যেকোনো ভিডিও চিত্র বা সাধারণ ছবি প্রচার করা কঠোরভাবে নিষিদ্ধ বলে ঘোষণা করল রাজ্য সরকার।
  • ২০০৮ সালে দিল্লির বাটলা হাউজ সংঘর্ষ মামলায় দোষী সাব্যস্ত ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি আরিজ খানকে ২০২১ সালে মৃত্যুদণ্ড দিয়েছিল দিল্লির নিম্ন আদালত। এই ঘটনায় তার মৃত্যুদণ্ড রোধ করে আমৃত্যু সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।
খেলা
  • বিশ্বকাপ ক্রিকেটে পরপর দুটি ম্যাচে পরাজয়ের মুখে পড়ল অস্ট্রেলিয়া। এ দিন তারা দক্ষিণ আফ্রিকার কাছে ১৩৪ রানে পরাজিত হলো। এদিন শতরান করলেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (১০৬ বলে ১০৯ রান)। আগের ম্যাচেও তিনি শতরান করেছিলেন। অস্ট্রেলিয়া আগের ম্যাচে ভারতের কাছে পরাস্ত হয়েছিল।
বিবিধ
  • ২০২৪ সালের ১৬ এপ্রিল প্রকাশিত হবে সলমন রুশদির লেখা নতুন বই। এদিন তার প্রচ্ছদ উন্মোচিত হলো। বইটির নাম ‘নাইফ : মেডিটেশনস আফটার অ্যান্ অ্যাটেমপটেড মার্ডার’। ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে সলমনের ওপর ছুরি নিয়ে এক মৌলবাদীর হামলার জবাব এই বইতে দেওয়া হয়েছে বলে জানা গেছে। বইটির প্রচ্ছদে নাইফ -এর ‘আই’ অক্ষরটি এমনভাবে রয়েছে যেন তা ছুরিকাঘাতেরই চিহ্ন। এই প্রচ্ছদের শিল্পী আরাস রাজিউদ্দিন।
  • ২০২৩ সালে ভারতে সবথেকে ধনী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল বিখ্যাত মার্কিন পত্রিকা ফোবর্স। তাদের সমীক্ষা অনুযায়ী, ভারতের সবথেকে ধনী ব্যক্তির নাম মুকেশ আম্বানি। তাঁর সম্পদের পরিমাণ ৯২০০ কোটি মার্কিন ডলার। মহিলাদের মধ্যে সবথেকে ধনী সাবিত্রী জিন্দাল। ভারতের মোট ১০০ জন ধনী ব্যক্তির সম্পদের পরিমাণ ৭৯ হাজার ৯৩২ কোটি ডলার।