গাজায় ইজরায়েলের সেনা প্রবেশ করবে বলে অনুমান করা হচ্ছে। গাজা সীমান্তে অপেক্ষা করছে ইজরাইলের বিশাল সাজোয়া বাহিনী। এরই মধ্যে ইজরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার মানুষদের ঘরবাড়ি ছেড়ে যেতে বলেছেন। রাষ্ট্রসঙ্ঘের মুখপাত্র জারিক এই প্রস্তাবকে অবাস্তব বলেছেন। কারণ এমনিতেই গাজায় এখন না আছে জল, না আছে খাবার না আছে ওষুধ বা বিদ্যুৎ। এরপর যদি ১০ লক্ষ মানুষ গণহারে পলায়ন শুরু করেন তাহলে বিপর্যয় নেমে আসতে বাধ্য। ইতিমধ্যেই হামাস ও ইজরায়েলের সংঘর্ষে ২৮০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ইজরায়েল প্যালেস্টাইনের দ্বন্দ্বের উত্তাপ ছড়িয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এদিন চিনে ইজরায়েল দূতাবাসের এক কর্মী স্থানীয় এক ব্যক্তির আক্রমণে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
এল সালভাদরে অনুষ্ঠিত হতে চলেছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনাল। এবারই প্রথম পাকিস্তানের হয়ে কেউ অংশগ্রহণ করছেন। করাচির বাসিন্দা এরিকা রবিন মিস পাকিস্তান হয়েছেন। যদিও সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কট্টরপন্থীদের রোষে পড়েছেন তিনি। পাকিস্তান সরকারও তাঁর প্রতিনিধিত্ব অনুমোদন করছে না।
জাতীয়
‘অপারেশন অজয়’ অভিযানে ইজরায়েল থেকে প্রথম বিমান ফিরল ভারতে। দেশে ফিরলেন ২১৩ জন। প্রসঙ্গত, ইজরায়েলে প্রায় ১৮ হাজার ভারতীয় নাগরিক রয়েছেন। সম্প্রতি গাজা ভূখণ্ড নিয়ে ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে সংঘর্ষের কারণে প্রায় ছয় হাজার ভারতীয় নাগরিক দেশে ফিরতে চেয়েছেন।
দ্বারকায় নতুন আন্তর্জাতিক কনভেনশন সেন্টার যশোভূমিতে উদ্বোধন হলো জি কুড়ি গোষ্ঠী ভুক্ত দেশগুলির আইনসভার স্পিকারদের শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে সভাপতিত্ব করছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এদিন এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
খেলা
মারডেকা কাপ ফুটবল প্রতিযোগিতা থেকে ছিটকে গেল ভারত। ত্রিদেশীয় এই প্রতিযোগিতায় এদিন মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে পরাস্ত হয়েছে ভারত।
সন্তোষ ট্রফির বাছাই পর্বের খেলায় বাংলা হরিয়ানার সঙ্গে ড্র করল।বাংলার প্রথম ম্যাচও অমীমাংসিতভাবে শেষ হয়েছিল।
বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জনের ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে দিল আর্জেন্টিনা। অন্য ম্যাচে ব্রাজিল ও ভেনিজুয়েলার মধ্যে অপর ম্যাচ ১-১ গোলে ড্র হলো।
বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে চেন্নাইয়ে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে দিল নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে এটি তাদের তৃতীয় জয়।
বিবিধ
ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাওয়ার্ড পুরস্কার পেলেন বাংলার অভিজ্ঞান কিশোর দাস। হুগলি জেলার চুঁচুড়ার বাসিন্দা অভিজ্ঞান কিশোরের বয়স মাত্র ১৬ বছর। তিনি স্বয়ংক্রিয় স্যানিটাইজার ব্যবস্থা এবং গাড়ি দূষণমুক্ত করার যন্ত্র আবিষ্কার করেছেন। গোটা দেশে জাতীয় মেধা সম্পদ পুরস্কার প্রাপকদের মধ্যে অভিজ্ঞান কিশোর কনিষ্ঠত।বাংলাা থেকে এই প্রথম ব্যক্তিগতভাবে কেউ জাতীয় মেধা সম্পদ পুরস্কার পেলেন। ২০১৬ সালে আইআইটি খড়গপুর এই পুরস্কার পেয়েছিল।