কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ অক্টোবর ২০২৩

274
0
Current Affairs 1st February

আন্তর্জাতিক
  • হামাস জঙ্গিদের হাতে পণবন্দি ২৩ বছরের তরুণী সানি লিওক -এর মৃতদেহ উদ্ধার করল ইজরায়েল সেনা। গাজায় অভিযান চালানোর সময় তারা এই মৃতদেহটি উদ্ধার করেছে। সানি জার্মান তরুণী। তিনি ছুটিতে বেড়াতে গিয়েছিলেন ইজরায়েল। সেই সময়ই গত ৭ অক্টোবর তাকে অপহরণ করা হয়। এদিকে উত্তর গাজায় টহল দিচ্ছে ইজরায়েলের সেনাবাহিনী। সেখানে গত ২৪ ঘন্টায় অন্তত ৬০০ বার বিমান হানা চালিয়েছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সেখানে সংঘর্ষ বিরতির কোন সম্ভাবনা নেই বলে জানিয়ে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
জাতীয়
  • অন্ধ্রপ্রদেশে দুটি প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হল ১৪। আহত হয়েছেন ৫০ জন। ২৯ অক্টোবর অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলায় দুটি প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
  • পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে টাটার গাড়ি কারখানার জন্য রাজ্য সরকার যে জমি অধিগ্রহণ করেছিল তাকে অবৈধ বলে আগেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সিঙ্গুরে গাড়ি কারখানার জন্য টাটা মোটরসকে পশ্চিমবঙ্গ সরকার ৭৬৫ কোটি ৭৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে বলে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে নির্দেশ দিল অরবিটাল ট্রাইবুনাল। ক্ষতিপূরণের এই অংকের সঙ্গে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ১১ শতাংশ সুদও দাবি করেছে টাটা মোটরস।
  • ১৯৫১ সালের জনপ্রতিনিধি আইন অনুযায়ী রাজনৈতিক দলগুলিকে বা তাদের নাম বাছাইয়ের ক্ষেত্রে নির্দিষ্ট ক্ষমতা রয়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশনের। কিন্তু কোন রাজনৈতিক জোটের নামকরণে বাধা দেওয়ার এক্তিয়ার তাদের নেই। দিল্লি হাইকোর্টে একটি মামলায় জানালো নির্বাচন কমিশন। বিরোধী রাজনৈতিক জোটের নাম ইন্ডিয়া রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হওয়া একটি মামলায় তাদের বক্তব্য জানতে চেয়েছিল আদালত।
খেলা
  • এ বছরের ব্যালন ডি’ওর পুরস্কার পেলেন লিওনেল মেসি। প্যারিসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হল। এই নিয়ে অষ্টমবার ব্যালন ডি’ওর খেতাব জিতলেন তিনি। মেসি গত মরশুমে ৫৫টি ম্যাচ খেলে ৩২ টি গোল করেছেন। তবে তার সবথেকে বড় সাফল্য অধিনায়ক হিসাবে নিজের দেশ আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফুটবলের খেতাব এনে দেওয়া। ব্যালন ডি’ওর এর অন্য দুই প্রতিযোগী ছিলেন আর্নিং হালান্ড এবং কিলিয়ান এমবাপে। হালান্ড ৫৩ ম্যাচে করেছেন ৫২ টি গোল। উয়েফা চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ জেতার নজির রয়েছে তাঁর। অপরদিকে এমবাপে ৪৩ ম্যাচে করেছেন ৪১ টি গোল।
  • বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তান ৭ উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। এই নিয়ে ছয় ম্যাচে তারা তৃতীয় জয় পেল।
বিবিধ
  • পুরো নাম পার্সি আবেশখরা। তিনি পরিচিত ছিলেন আঙ্কেল পার্সি নামে। বয়স ৮৭ বছর। একটা সময় যেখানেই শ্রীলঙ্কা ক্রিকেট দলের খেলা থাকতো বিশ্বের সেই প্রান্তেই জাতীয় পতাকা নিয়ে পৌঁছে যেতেন তিনি। সম্প্রতি তাঁর প্রয়াণ হয়েছে বলে জানা গেছে।
  • দেশে কোভিড পরিস্থিতির সময় আই সি এম আর থেকে কোভিড পরীক্ষা করিয়েছিলেন যারা তাদের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়ে গেছে। সবমিলিয়ে সাড়ে ৮১ কোটি ভারতবাসীর আধার কার্ড ও পাসপোর্ট এর তথ্য রীতিমতো নিলামে বিক্রি হয়েছে। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে ওঠা দাবি ও অভিযোগ প্রকাশ্যে এসেছে।