কারেন্ট অ্যাফেয়ার্স ৬ নভেম্বর ২০২৩

248
0
Current Affairs 6th November

আন্তর্জাতিক
  • ইজরায়েল সেনার বোমাবর্ষণে গাজায় নিহতের সংখ্যা দশ হাজারের মাইলফলক পার করেছে বলে জানালো প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক। গত সাত অক্টোবর হামাস জঙ্গিরা ইজরায়েলে ক্ষেপণাস্ত্র ছোঁড়া থেকে যে যুদ্ধ শুরু হয়েছিল তা এখনো সমান তালে চলছে। ইতিমধ্যে উত্তর গাঁজা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে বলে দাবি করেছে ইজরায়েল সংঘর্ষ বিরতির দাবিও তারা উড়িয়ে দিয়েছে।
  • পুনরায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল নেপালে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৬। গত তিন দিনে এই নিয়ে কয়েকশো বার অনুকম্প অনুভূত হয়েছে পশ্চিম নেপালে। শুক্রবার সবথেকে বড় ভূমিকম্পটি অনুভূত হয়, রিখটার স্কেল অনুযায়ী তার তীব্রতা ছিল ৬.৪। এই কম্পনে মৃতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। প্রসঙ্গত ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী এখনো টাটকা, ওই ভূমিকম্পে নয় হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল নেপালে।
  • ফিলিপ ম্যাথিউ নামে একজন ভারতীয় বংশোদ্ভূত যুবককে আজীবন কারাদণ্ড দিল মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত। ২০২০ সালে ফ্লরিডায় একটি হাসপাতালের পার্কিং লটে নিজের স্ত্রী মেরিন জয়কে কুপিয়ে খুন করে ম্যাথিউ। ফ্লোরিডার হেলথ কোরাল স্প্রিং হাসপাতালে নার্সের কাজ করতেন মেরিন জয়।
জাতীয়
  • দেশের মুখ্য তথ্য কমিশনার পদে দায়িত্ব নিলেন হীরালাল সামারিয়া। রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি ওয়াই কে সিনহার স্থলাভিষিক্ত হলেন।
  • পরিবেশ দূষণে কাবু দিল্লি, এই পরিস্থিতিতে ১৩ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত গড়িয়ে নম্বর প্লেট – এর জোড় সংখ্যা এবং পরের দিন বিজোড় সংখ্যা মিলিয়ে গাড়ি চালানোর সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই জানিয়েছেন আপাতত স্কুলগুলিতেও ক্লাস বন্ধ থাকছে।
  • তেলেঙ্গানা বিধানসভায় নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে নতুন নজির গড়লেন কে পদ্মরাজন। তিনি তামিলনাড়ুর বাসিন্দা। কর্ণাটক, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, দিল্লি প্রভৃতি রাজ্যের বিধানসভা ভোট এবং দেশের সাধারণ নির্বাচন, স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করা তাঁর নেশা। সব মিলিয়ে ২৩৭ বার তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খেলা
  • ফিরোজ শাহ কোটলায় বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে টাইমড আউট হলেন শ্রীলংকার ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। এই প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোন ব্যাটার টাইমড আউট হলেন। একজন ব্যাটার আউট হওয়ার দু মিনিটের মধ্যে পরবর্তী ব্যাটারকে প্রস্তুত হতে হয় কিন্তু হেলমেট বিভ্রাট এর ফলে ম্যাথিউস ওই সময়ের মধ্যে প্রস্তুত হতে পারেননি। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান আবেদন জানানোয় ম্যাথিউস কে টাইমড আউট বলে ঘোষণা করেন আম্পায়ার মারাকাশ ইয়ার্মাস। বিশ্বকাপ ক্রিকেটের এই ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন দল শ্রীলংকা। এই প্রথম একদিনের বিশ্বকাপ ক্রিকেটে তারা বাংলাদেশের কাছে পরাস্ত হলো। এই ম্যাচে হেরে সেমিফাইনালে ওঠার আশা হারালো শ্রীলংকা। এই নিয়ে আটটির মধ্যে ছটি ম্যাচে তারা হারলো। এদিকে এর  ফলে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সকল সদস্যকে বরখাস্ত করল সে দেশের ক্রীড়া দপ্তর। অর্জুন রণতুঙ্গার নেতৃত্বে একটি অন্তর্বর্তী ক্রিকেট বোর্ড গঠন করলো তারা।
  • সৈয়দ মুস্তাক আলি ট্রফি চ্যাম্পিয়ন হল পাঞ্জাব। এদিন মোহালিতে ফাইনাল ম্যাচে তারা ২০ রানে হারিয়ে দিল বারোদাকে।
বিবিধ
  • ভারতে ২০২২ সালে ৮৯ কোটি ২০ লক্ষ টন কয়লা উৎপাদিত হয়েছে। ২০২৩ সালে ১০১ কোটি ২০ লক্ষ টন কয়লা উৎপাদিত হবে। তবে এখনো ভারতের বিদ্যুৎ ক্ষেত্র সচল রাখতে বিদেশ থেকে কয়লা আমদানি করতে হয়। ২০১৯-২০ সালে মোট চাহিদার ২৬ শতাংশ কয়লা আমদানি করা হয়েছিল। পরের বছরগুলিতে তা আরো কমেছে এই তথ্য জানালেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের সচিব অমৃতলাল মিনার। কলকাতায় এশিয়ান মাইনিং কংগ্রেস এবং ইন্টারন্যাশনাল মাইনিং ইকুইপমেন্ট মিনারেলস অ্যান্ড মেটাল প্রদর্শনীর উদ্বোধন করে একথা বলেন তিনি।
  • মার্কিন অভিনেতা মাইকেল ডগলাস পাচ্ছেন এবারের সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। গোয়ায় চলতি মাসে অনুষ্ঠিতব্য ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁকে এই সম্মানে ভূষিত করা হবে।