এয়ারপোর্টস অথরিটিতে কর্মী নিয়োগ

747
0
AAI Apprentice 2024

এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ায় ৪৯৬টি শূন্যপদে জুনিয়র এগজিকিউটিভ (এয়ার ট্রাফিক কন্ট্রোল) পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ০৫/ ২০২৩। AAI Junior Executive Recruitment

শূন্যপদের বিন্যাস: ৪৯৬ (অসংরক্ষিত ১৯৯, ইডব্লুএস ৪৯, ওবিসি এনসিএল ১৪০, তপশিলি জাতি ৭৫, তপশিলি উপজাতি ৩৩)।

যোগ্যতা: ফিজিক্স এবং ম্যাথমেটিক্স সহ সায়েন্সে তিন বছরের পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি অথবা যে কোনো ডিসিপ্লিনে পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর ডিগ্রি। দশম বা দ্বাদশ শ্রেণি স্তরে ইংরেজি একটি বিষয় হিসেবে পড়ে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩০ নভেম্বর ২০২৩ তারিখের হিসেবে।

  সিটেট-এর অনলাইন আবেদন শুরু

বয়স: ৩০ নভেম্বর ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতন: ৪০০০০-১৪০০০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা, মেডিকেল টেস্ট, নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

বর্ধমানে স্বাস্থ্যকর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতি: www.aai.aero ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করার আগে সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে, অনলাইন আবেদনের সময় নির্দিষ্ট স্থানে স্ক্যান করা ডকুমেন্ট আপলোড করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৩০ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। AAI Junior Executive Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন