কারেন্ট অ্যাফেয়ার্স ২২ ডিসেম্বর ২০২৩

183
0
Current Affairs 22nd December
Courtesy: ICC Cricket

আন্তর্জাতিক
  • গাজায় গত ৪৮ ঘন্টায় ইজরায়েলের হামলায় প্রাণ হারালেন ৩৯০ জন। গাজায় প্রাণহানি ২০ হাজার পেরিয়ে গিয়েছে বলে জানিয়েছে হামাস।
  • ভারতীয় ছাত্রী মায়ুষি ভগৎ সম্পর্কে কোন তথ্য দিতে পারলে ১০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। উচ্চ শিক্ষার জন্য হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু গত তিন বছর ধরে তিনি নিখোঁজ।
 জাতীয়
  • আগামী ২৬ জানুয়ারি দেশে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকর। প্রথমে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি আসতে না পারায় ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরকে আমন্ত্রণ জানানো হয়।
  • আইএসএল এ ইস্টবেঙ্গল ওড়িশা এফসি ম্যাচ ড্র হল।
খেলা
  • মুম্বইয়ে মহিলাদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে ভারত ৭ উইকেট হারিয়ে ৩৭৬ রান করল। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করেছে ২১৯ রান। বাংলার রিচা ঘোষ তাঁর অভিষেক টেস্টে অর্ধশত রান (৫২) করলেন।
  • রাজধানীর কর্তব্য পথ এ পথেই নিজের পদ্মশ্রী পুরস্কার রেখে এলেন কুস্তিগির বজরং পুনিয়া। জাতীয় কুস্তি সংস্থায় প্রাক্তন সভাপতি বিতর্কিত ব্রিজ ভূষণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং নির্বাচিত হওয়ার পর এই পদক্ষেপ নিয়েছেন তিনি।
বিবিধ
  • আগামী ৪/৫ বছরের মধ্যে ভারতের মোট ঋণের পরিমাণ দেশের জিডিপি – র থেকে বেশি হয়ে যেতে পারে। আন্তর্জাতিক অর্থ ভান্ডার তাদের রিপোর্টে এই আশঙ্কার কথা প্রকাশ করেছে। ২০১৯/২০ সালে কেন্দ্র – রাজ্য মিলিয়ে মোট ঋণ ছিল জিডিপির ৮৮শতাংশ।