স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের অধীন দুর্গপুর স্টিল প্ল্যান্টে ৮৪টি শূন্যপদে কনসালটেন্ট (চেস্ট মেডিসিন, গাইনোকোলজিস্ট, অর্থোপেডিক্স, রেডিওলজি, (SAIL Recruitment 2024)
সার্জারি, ব্লাড ব্যাঙ্ক, জেনারেল মেডিসিন, পেডিয়াট্রিক্স), ম্যানেজার (মেটালার্জি, কেমিক্যাল, সেরামিক্স, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, সিভিল), মেডিক্যাল অফিসার,
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেফটি), অপারেটর কাম টেকনিশিয়ান (বয়েলার অপারেটর), অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান (ট্রেনি) নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি নম্বর: DSP/PErs/Rectt/2023-24/DR (det).
বয়স: কনসালটেন্ট পদে বয়সের ঊর্ধ্বসীমা ৪১ বছর, ম্যানেজার পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর, মেডিক্যাল অফিসার পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩৪ বছর,
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অপারেটর কাম টেকনিশিয়ান পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর এবং অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান পদে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর।
সবক্ষেত্রেই ৩০ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা: কনসালটেন্ট: এমবিবিএস সঙ্গে সংস্লিষ্ট ডিসিপ্লিনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিএনবি। এবং শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর তিন বছরের কাজের অভিজ্ঞতা।
ম্যানেজার: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পূর্ণ সময়ের বিই/বিটেক সঙ্গে অন্তত ৭ বছরের কাজের অভিজ্ঞতা।
মেডিক্যাল অফিসার: এনএমসি/ এমসিআই স্বীকৃত কোনো মেডিক্যাল ইনস্টিটিউট বা কলেজ থেকে এমবিবিএস সঙ্গে এক বছরের কাজের অভিজ্ঞতা।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি সঙ্গে দু বছরের কাজের অভিজ্ঞতা।
অপারেটর কাম টেকনিশিয়ান: ম্যাট্রিকুলেশন সঙ্গে মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ কেমিক্যাল/ পাওয়ার প্ল্যান্ট/ প্রোডাকশন/ ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা এবং ফার্স্ট ক্লাস বয়েলার অ্যাটেন্ড্যান্ট সার্টিফিকেট থাকতে হবে।
অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান (ট্রেনি): ম্যাট্রিকুলেশন সঙ্গে ইলেক্ট্রিশিয়ান/ ফিটার/ মেশিনিস্ট ট্রেডে পূর্ণ সময়ের আইটিআই।
আবেদনের ফি: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, মেডিক্যাল অফিসার এবং কনসালটেন্ট পদে আবেদনের ফি ৭০০ টাকা (আবেদনের ফি+ প্রসেসিং ফি)। তপশিলি জাতি/ উপজাতি,
শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না, প্রসেসিং ফি বাবদ ২০০ টাকা দিতে হবে।
অপারেটর কাম টেকনিশিয়ান (বয়েলার অপারেটর) পদে ৫০০ টাকা (আবেদনের ফি+ প্রসেসিং ফি)। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে ১৫০ টাকা।
অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান (ট্রেনি) পদে ৩০০ টাকা, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ১০০ টাকা।
আবেদনের পদ্ধতি: www.sail.co.in অথবা http://sailcareers.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন করা যাবে ৩০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। (SAIL Recruitment 2024)