কারেন্ট অ্যাফেয়ার্স ১০ জানুয়ারি ২০২৪

273
0
Current Affairs 10th January

আন্তর্জাতিক
  • বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের নির্দেশ দিয়েছেন। এই নিয়ে পঞ্চম বার প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন শেখ হাসিনা। এদিন তিনি ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। পুরনো মন্ত্রিসভা থেকে বাদ গেছে ২৮ জনের নাম।  এদিন ঢাকার সোহরাবরদী উদ্যানে নির্বাচন উত্তর বিজয় সমাবেশে ভাষণ দেন  শেখ হাসিনা। প্রসঙ্গত, এই দিনে, ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে স্বাধীন বাংলাদেশে পা রেখেছিলেন তাঁর  বাবা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
  • পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মোশারফের মৃত্যুদণ্ড বহাল রাখল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ২০১৯ সালের ১৭ ডিসেম্বর তাঁকে ফাঁসির সাজা দিয়েছিল বিশেষ আদালত। ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি দুবাইয়ে মৃত্যু হয় পারভেজ মোশারফের ।তথাপি রাষ্ট্রদ্রোহিতা মামলায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের শাস্তি বহাল রাখা হলো।
জাতীয়
  • ২০২২ সালের জুন মাসে ১৫ জন বিধায়ক নিয়ে শিবসেনা ভেঙে মহারাষ্ট্র বিধানসভায় ক্ষমতাসীন সরকার পক্ষে যোগ দেন শিবসেনা নেতা একনাথ শিন্দে। এই ঘটনায় একনাথ শিন্দেসহ ১৬ জন বিক্ষুদ্ধ  বিধায়ককে বহিষ্কার করেন শিবসেনা প্রধান উদ্ভব  থ্যাকারে। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়।  বিষয়টি নিয়ে মহারাষ্ট্রের স্পিকারকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেয় সুপ্রিমকোর্ট। এদিন মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নারবেকার  ওই ১৬ জন বিধায়ককেই প্রকৃত শিবসেনা বলে রায় দিলেন। উদ্ভব  থ্যাকারে এই সিদ্ধান্তের বিরুদ্ধে পুনরায় সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন।
  • উত্তরপ্রদেশের কোনও  এক জায়গায় স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত গবেষণার ক্ষেত্র বেছে নিয়েছেন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি দেখা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে।
  • গুজরাটে বিনিয়োগ আনতে ‘ভাইব্রান্ট গুজরাট’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে।
খেলা
  • অঘটন একেই বলে। লন্ডনে লিগ কাপের সেমিফাইনালে চেলসি ০-১ গোলে হেরে গেল দ্বিতীয় ডিভিশনের ক্লাব মিডিলসবরোর কাছে। চেলসির দলগড়ার খরচ ১০০ মিলিয়ন ইউরোর বেশি। অন্যদিকে  মিডিলসবরোর দল গড়তে সাকুল্যে ছয় ইউরো খরচ হয়। ১৯৯৯ সালের পর লিগ কাপে কোন অনামি দলের কাছে হার মানলো চেলসি।
বিবিধ
  • ২০৩০ সালের মধ্যে কলকাতা বন্দরের পণ্য পরিবহন ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে। বর্তমানে বছরে ৮.৮ কোটি টন পণ্য পরিবহনে সক্ষম কলকাতা বন্দর। ১২টি পরিকাঠামো ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। এজন্য ব্যয় করা হচ্ছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা। এই কাজ সম্পূর্ণ হলে ৬ বছরের মধ্যে কলকাতা বন্দরের ক্ষমতা বেড়ে হবে বছরে ১১.৫ কোটি টন। এদিন কলকাতা বন্দর সূত্রে এই তথ্য জানা গেছে।
  • স্কুলে যেতে হবে কিন্তু বই নিতে হবে না। বছরে এইরকম ১০ দিন ‘ব্যাগ ফ্রি ডে’ হিসেবে পালন করার সিদ্ধান্ত জানালো উত্তরাখন্ড সরকার। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের প্রতি মাসের শেষ শনিবার ‘ব্যাগ ফ্রি ডে’ পালন করা হবে।