কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ জানুয়ারি ২০২৪

344
0
Current Affairs 17th January

আন্তর্জাতিক
  • পুনরায় পাকিস্তানের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বালুচিস্তানে গভীর রাতে এই ক্ষেপণাস্ত্র হানায় দুটি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ২০১২ সাল থেকেই এই অঞ্চলে সক্রিয় একটি জঙ্গিগোষ্ঠী জৈশ আল আদাল। তারা মাঝে মাঝেই ইরানে সশস্ত্র হামলা চালায়। এদিন গভীর রাতের অভিযানে জঙ্গিদের দুটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। এদিকে পাকিস্তানের মাটিতে হামলা চালানোর তীব্র প্রতিবাদ করেছে ইসলামাবাদ। তারা ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছে।
জাতীয়
  • সামরিক বাহিনীর শক্তির বিচারে বিশ্বে ভারতের স্থান চতুর্থ। প্রথম তিনটি স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিন । ভারতের পড়ে রয়েছে দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, জাপান, তুরস্ক, পাকিস্তান ও ইতালির নাম।  বিশ্বের ১৪৫ টি দেশের সামরিক বাহিনীকে সাতটি মাপকাঠিতে বিচার করে এই সমীক্ষা চালানো হয়েছিল। ২০০৬ সাল থেকে প্রতি বছরই এই সমীক্ষা চালিয়ে আসা হচ্ছে। এই সাতটি মাপকাঠি ধরে বিচার করে প্রকাশ করা হয় ‘গ্লোবাল ফায়ার পাওয়ার মিলিটারি স্ট্রেংথ রেংকিং’। এই তালিকায় সব থেকে নিচে রয়েছে ভুটানের নাম।
  • কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতির জর পড়েছে শিক্ষা ক্ষেত্রে। গতবছরে শেষ ত্রৈমাসিকে কানাডায় ভারতীয় পড়ুয়াদের ভর্তির হার কমেছে ৮৬ শতাংশ। কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার এই তথ্য জানিয়েছেন।
খেলা
  • নেদারল্যান্ডয়ে টাটা স্টিল দাবায় ভারতের প্রজ্ঞানন্দ বাবু হারিয়ে দিলেন বিশ্বচ্যাম্পিয়ন চিনের ডিং লিরেনকে। এটি ছিল প্রতিযোগিতার চতুর্থ ম্যাচ। এই ম্যাচের পর প্রজ্ঞানন্দ বাবুর ফিডে এলো রেটিং বেড়ে হল ২৭৪৮.৩, এই পয়েন্টের বিচারে তিনি ছাপিয়ে গেলেন ভারতের শ্রেষ্ঠ দাবাড়ু বিশ্বনাথন আনন্দকে। ক্লাসিকাল দাবায় আনন্দ ছাড়া এই নিয়ে দ্বিতীয় কোন ভারতীয় দাবাড়ু কোন বিশ্বচ্যাম্পিয়ন কে পরাজিত করলেন। আনন্দকে টপকে পয়েন্টের বিচারে এই মুহূর্তে ভারতের দাবাড়ুদের মধ্যে সব থেকে এগিয়ে গেলেন ১৮ বছরের বিস্ময় বালক প্রজ্ঞানন্দ।
  • আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতে গিয়েছিল ভারত। কিন্তু বেঙ্গালুরুতে নিয়ম রক্ষার ম্যাচ হয়ে উঠল টানটান উত্তেজনার । ভারত প্রথমে ব্যাট করে চার উইকেটে ২১২ রান তুলেছিল। এরপর আফগানিস্তান ২১২ রান তোলায় ম্যাচ টাই হয়ে যায়। ম্যাচের নিষ্পত্তির জন্য সুপার ওভার খেলা হলে দু’দলই ১৬ রান  করে। তখন দ্বিতীয় সুপার ওভার খেলা হয়। সেখানে ভারত ম্যাচ জিতে নেয়। একইসঙ্গে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ৬৯ বলে ১২১ রান করেন।
  • বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। এদিন ডিন্ডিনে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে তিনি এক ইনিংসে ১৬ টি ওভার বাউন্ডারি মারার রেকর্ড করেছেন। এর আগে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের হজোরতুল্লা জাজাই এক ইনিংসে ১৬টি ওভার বাউন্ডারি মেরেছিলেন। এই ম্যাচে ৪৫ রানে জয়ী হয়েছে নিউজিল্যান্ড। একইসঙ্গে তারা সিরিজও জিতে নিয়েছে।
বিবিধ
  • প্রথম অসর রিপোর্ট ২০২৩ প্রকাশ্যে আসতেই শিক্ষা ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারের বিপদজনক দিকটি সামনে প্রকট হয়ে পড়ল। শিক্ষা বিষয়ক সংস্থা প্রথম ২৬ টি রাজ্যের ২৮ টি জেলায় ১৪ থেকে ১৮ বছর বয়সি ৩৪৭৪৫ জন কিশোর কিশোরীর মধ্যে সমীক্ষা চালিয়েছিল। এখানে দেখা যাচ্ছে ৮৩.৮% ছেলেমেয়ে স্মার্টফোন ব্যবহার করছে সোশ্যাল মিডিয়ার জন্য। যদিও লেখাপড়ার কাজে স্মার্ট ফোন তারা ব্যবহার করে না বললেই চলে। মূলত গ্রাম প্রধান অঞ্চলেই এই সমীক্ষা চালানো হয়েছে।
  • টানা কয়েকদিন ধরে শেয়ার সূচক সেনসেক্স এবং নিফটি অভূতপূর্ব উচ্চতায় উঠেছিল। তৈরি হয়েছিল নিত্যনতুন নজির। কিন্তু এদিন অভূতপূর্ব পতন হলো শেয়ার বাজারে। একদিনে শেয়ার সূচক সেনসেক্স নেমে গেল ১৬২৮ পয়েন্ট  এবং শেয়ার সূচক নিফটি কমলো ৪৬০ পয়েন্ট। একদিনেই এই পতন গত ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এর ফলে একদিন এই বাজার থেকে উড়ে গেল লগ্নিকারীদের সাড়ে ৪ লক্ষ কোটি টাকার সম্পদ।
  • বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রাগুলির সমকক্ষতা নিয়ে একটি তালিকা প্রকাশ করল ফোবর্স। সেখানে সবথেকে শক্তিশালী মুদ্রা হিসেবে নাম রয়েছে কুয়েতি দিনারের। ভারতের টাকা রয়েছে পঞ্চদশ স্থানে। অন্যদিকে মার্কিং ডলার নেমে এসেছে শীর্ষস্থান থেকে।