কারেন্ট অ্যাফেয়ার্স ২১ জানুয়ারি ২০২৪

284
0
Current Affairs 21st January
Courtesy: Times of India

আন্তর্জাতিক
  • প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে যোগ্য জবাব দিলেন ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি। ২০২৪ সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হওয়ার লড়াইয়ে রয়েছেন রিপাবলিকান পার্টির নেতৃস্থানীয় এই দুই জনই। আগেই নিকির  অভিবাসী বংশ পরিচয় নিয়ে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। এদিন নিকি ডোনাল্ড ট্রাম্পকে ‘বৃদ্ধ ও মানসিকভাবে অসুস্থ’ বলে আক্রমণ করলেন।
  • আফগানিস্তানের দুর্গম পার্বত্য অঞ্চলে ভেঙে পড়ল রাশিয়ার একটি চার্টার বিমান ডিএফ ১০। বাস্তবে সেটি একটি এয়ার অ্যাম্বুলেন্স। থাইল্যান্ড থেকে বিমানটি উজবেকিস্তান হয়ে মস্কো যাচ্ছিল।
জাতীয়
  • তামিলনাড়ুর ধানুষ্কটিতে  আরিচল মুনাই পয়েন্ট ভ্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথিত আছে যে এই বিন্দু থেকেই রাম সেতু নির্মাণ করা হয়েছিল। প্রসঙ্গত, পরপর কয়েক দিন ধরে দক্ষিণ ভারতের রামায়ণ প্রসিদ্ধ স্থানগুলি দর্শন করলেন প্রধানমন্ত্রী। কথিত আছে যে এই জনবিরল স্থানে রামের সঙ্গে দেখা করে আশ্রয় চেয়েছিলেন রাবণের ভাই বিভীষণ।
খেলা
  • প্রথম শ্রেণীর ক্রিকেটে কুড়ি হাজার রান সম্পূর্ণ করে ফেললেন চেতেশ্বর পুজারা। এদিন সৌরাষ্ট্রের হয়ে নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে এই নজির গড়লেন তিনি। এই ম্যাচে সৌরাষ্ট্রের হয়ে ২ ইনিংসে তিনি করেন যথাক্রমে ৪৩ এবং ৬৬ রান। এর ফলে প্রথম শ্রেণীর ক্রিকেটে কুড়ি হাজার রান হয়ে গেল তাঁর । প্রথম শ্রেণীর ক্রিকেটে সব থেকে বেশি রান করেছেন সুনীল গাভাসকার। ৩৫৮ ম্যাচে গাভাসকারের সংগ্রহ ২৫৮৩৪ রান। শচীন তেন্ডুলকর প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩১০ ম্যাচে করেছেন ২৫৩৯৬ রান। গাভাসকার, শচীন ও রাহুল দ্রাবিড়ের পর চতুর্থ ভারতীয় হিসেবে এই নজির স্থাপন করলেন তিনি।
  • সুপার কাপের সেমিফাইনালে উঠল মুম্বই সিটি এফসি। তারা চেন্নাইয়ান এফসিকে ১-০ গোলে হারিয়ে দিল।
  • ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানার আপ হল সাত্ত্বিক সাইরাজ রানকি রেড্ডি, চিরাগ শেট্টি জুটি।
  • অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ। এই নিয়ে তিনি ৫৮ বার গ্র্যান্ড স্ল্যাম-এর কোয়ার্টার ফাইনালে উঠলেন। এটি একটি রেকর্ড। রাজার ফেডেরারও মোট ৫৮ বার গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। অন্যদিকে রাফায়েল নাদাল ও জন নিউকাম্বের রেকর্ড ছুঁয়ে ১৪ বার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ।
বিবিধ
  • মলদ্বীপ প্রশাসনের ভারত বিদ্বেষী মানসিকতার জন্য প্রাণ গেল একটি কিশোরের। এই অভিযোগ করেছে মলদ্বীপের ভিলিঙ্গিলি দ্বীপের বাসিন্দা ১৪ বছর বয়সি একটি কিশোরের পরিবার। গুরুতর অসুস্থ কিশোরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর মালেতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। অ্যাম্বুলেন্স প্রস্তুতও ছিল। কিন্তু ভারতের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহারে প্রশাসনের সায় মেলেনি। বিকল্প ব্যবস্থা যতক্ষণে হয় ততক্ষণে প্রাণ হারিয়েছিল কিশোরটি।
  • বাটার চিকেন এবং ডাল মাখনির উদ্ভাবক কে তা নিয়ে মামলা গড়ালো দিল্লি হাইকোর্টে। ঘটনার সূত্রপাত হয়েছিল কোন এক সময়ে পেশোয়ারে মতি মহল নামে একটি রেস্তোরাঁ নিয়ে। সেখানকার দুই মালিক এই দুটি খাবার আবিষ্কার করেছিলেন বলে দাবি করা হয়। দেশভাগ হওয়ার পর দিল্লির দরিয়াগঞ্জে ‘মোতি মহল’ নামে একজন এবং ‘দরিয়াগঞ্জ’ নামে অপরজন দুটি আলাদা রেস্তোরাঁ খোলেন। দুটি রেস্টুরেন্টে দাবি করে এই খাবার তাদেরই আবিষ্কার। এবার সেই মামলাই পৌঁছল আদালতে।
  • ২০২৩ সালে ভারতের সামগ্রিক রপ্তানি যৎসামান্য বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের তুলনায় তা ০.৪ শতাংশ বেড়ে হয়েছে ৭৬৫৬০ কোটি ডলার।