কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ জানুয়ারি ২০২৪

286
0
Current Affairs 26th January

আন্তর্জাতিক
  • গাজায় ইজরায়েলের অভিযান বন্ধের কোন নির্দেশ দিল না আন্তর্জাতিক আদালত। তারা গাজায় গণহত্যা বন্ধের জন্য ইজরায়েলকে নির্দেশ দিয়েছে। কোথাও গণহত্যায় ইন্ধন দেওয়া হচ্ছে কিনা তা দেখতে, এমন কোন অভিযোগ এলে তার নথি সংরক্ষণ করতেও বলেছে। প্রসঙ্গত গাজায় গণহত্যার অভিযোগ নিয়ে ইজরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। দ্য হেগ এ অবস্থিত এই আদালতে ১৫ জন বিচারক ওই মামলার শুনানিতে অংশ নিলেন।  এক অন্তর্বর্তী রায় তাঁরা এ কথা বলেছেন।
  • নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির। মার্কিন যুক্তরাষ্ট্রের আলবামা প্রদেশে এই ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বিষ ইনজেকশন প্রয়োগ করে। সেখানে এই প্রথমবার কাউকে নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো
জাতীয়
  • দেশে যথাযত মর্যাদায় পালিত হল ৭৫তম সাধারণতন্ত্র দিবস। এবছর নয়া দিল্লির সামরিক কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকর। এবার সাধারণতন্ত্র দিবসে এক অসাধারণ দৃশ্য প্রত্যক্ষ করা গেল। এবার আক্ষরিক অর্থেই ছিল নারী শক্তির জয়জয়কার। এদিন তিনটি বাহিনীর প্রধান হিসেবে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করলেন দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর আবাহন অংশে দেশের ১১২ জন মহিলা শিল্পী বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সহ কুচকাওয়াজে অংশ নিলেন। সেখানে যেমন ছিল মহারাষ্ট্রের ঢোল তাসা তেমনি ছিল বাংলার ঢাক ঢোল এবং শাঁখ। দিল্লি পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), সিআইএসএফ, এস এস বি, কেন্দ্রীয় পুলিশের সশস্ত্র বাহিনী, সিআরপিএফ এবং আইটিবিপি -এর বাহিনীর পুরোটাতেই ছিল মহিলাদের উপস্থিতি। বায়ুসেনার যে যুদ্ধবিমানগুলি আকাশপথে এদিন কসরৎ দেখালো তার ১৫ জন পাইলট ছিলেন মহিলা।
  • বর্তমানে ফ্রান্সে বিদেশি পড়ুয়ার সংখ্যা প্রায় আড়াই লক্ষ। তাদের মধ্যে ভারতীয় পড়ুয়া সাফল্যে দশ হাজার জন। আগামী ২০৩০ সালের মধ্যে ফ্রান্সে ভারতীয় পড়ুয়ার সংখ্যা ৩০ হাজারে নিয়ে যাওয়া হবে ভারত সফরে এসে ঘোষণা করলেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাকর।
খেলা
  • হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারত প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৪২১ রান তুলেছে। প্রথম দিন ইংল্যান্ড ২৬৪ রান তুলে অলআউট হয়ে যায়।
  • আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক।সার্বিকভাবে আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কমিন্স। স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি পাচ্ছেন তিনি। উল্লেখ্য, ২০২৩ সালে ১১ টেস্টে মোট ৪২টি উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। একদিনের ক্রিকেটে তাঁর সংগ্রহ ১৩ ম্যাচে ১৭ উইকেট। রিকি পন্টিং (২০০৬ ও ২০০৭), মিচেল জনসন (২০০৯ ও ২০১৪), মাইকেল ক্লার্ক (২০১৩) ও স্টিভ স্মিথের (২০১৫) পর পঞ্চম অস্ট্রেলীয় ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন কমিন্স। অন্য দিকে আইসিসি’র বর্ষসেরা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। এই নিয়ে তিনি চুতুর্থ বার, ২০১২, ২০১৭, ২০১৮ সালের পর আবার ২০২৩ সালে এই পুরস্কার পেলেন! এই নাম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ২০২৩ সালে তিনি করেছেন মোট ১৩৭৭ রান। রয়েছে ছ’টি শতরানও। একদিনের ক্রিকেটে এখন সর্বাধিক সেঞ্চুরির তালিকায় শীর্ষে তিনি (৫০)।
  • প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ত্রিশতরান করলেন তন্ময় আগরওয়াল। বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এদিন রঞ্জি ট্রফির ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে হায়দরাবাদের এই ব্যাটার করলেন ১৬০ বলে ৩২৩ রান। তিনি ত্রিশতরান করতে মাত্র ১৪৭ বল নিয়েছেন, যা প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল মার্কো মারাইসের। ২০১৭ সালে তিনি বর্ডার দলের হয়ে ইস্টার্ন প্রভিন্সের বিরুদ্ধে ১৯১ বলে ৩০০ রান করেছিলেন।
  • রঞ্জি ট্রফির ম্যাচে আসামের বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে চার উইকেট হারিয়ে করল ২৪২ রান। এদিন শতরান( ১২০ ) করলেন বাংলার অনুস্টুপ মজুমদার । এদিন ৬৮ রানে অপরাজিত রয়েছেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি । প্রথম শ্রেণীর ক্রিকেটে এদিন তিনি ১০০০০ রান পূর্ণ করলেন।
বিবিধ
  • আগামী ১ ফেব্রুয়ারি সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে তিনি ষষ্ঠবার কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন । সেই সঙ্গে সঙ্গে তিনি পেরিয়ে যাবেন মনমোহন সিং, যশবন্ত সিং, অরুণ জেটলি প্রমুখ অর্থমন্ত্রীদের। তাঁরা প্রত্যেকেই পাঁচবার করে সংসদে বাজেট পেশ করেছিলেন। তবে ভারতের অর্থমন্ত্রীদের মধ্যে সবথেকে এগিয়ে মোরারজি দেশাই। তিনি মোট ১০ বার সংসদে বাজেট পেশ করেছেন।