তোষাখানা মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের বিশেষ আদালত। এই একই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে। তাঁকে পাকিস্তানি মুদ্রায় ৭৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে। প্রসঙ্গত, মাত্র একদিন আগেই গোপন তথ্য ফাঁসের মামলায় ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড হয়েছিল।
বিশ্বের কোন দেশে দুর্নীতির প্রকোপ কেমন তা নিয়ে সমীক্ষা চালিয়ে প্রতি বছরই কোরাপশন পারসেপশন ইনডেক্স প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সেই হিসেবে ২০২৩ সালের তালিকা প্রকাশ করল তারা। ১৮০ টি দেশে সমীক্ষা চালিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে। এই ইনডেক্স অনুযায়ী বিশ্বের সবথেকে কম দুর্নীতিগ্রস্ত দেশ হল ডেনমার্ক। তার পরে রয়েছে ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড। এশিয়ার মধ্যে সবথেকে কম দুর্নীতির দেশ হলো সিঙ্গাপুর। ভারত রয়েছে ৯৩ তম স্থানে। এক বছর আগে ভারতের ক্রম ছিল ৮৫। চিনের ক্রম ৭৬। এক বছর আগে তাদের ক্রম ছিল ৬৫। পাকিস্তান ১৩৩ এবং বাংলাদেশ ১৮৯তম স্থানে রয়েছে।
জাতীয়
সংসদের শীতকালীন অধিবেশনের সূচনা হলো, প্রথমেই যৌথ অধিবেশনে উদ্বোধনী বক্তব্য পেশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এতদিন সংসদের সেন্ট্রাল হলে বসত যৌথ অধিবেশন। নতুন সংসদ ভবনে লোকসভার কক্ষেই বসেছিল যৌথ অধিবেশনের আসর। এই প্রথম নতুন সংসদ ভবনে বক্তব্য পেশ করলেন রাষ্ট্রপতি।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন হেমন্ত সোরেন। আর তারপরেই তাঁকে গ্রেপ্তার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেআইনি ভাবে জমি বিক্রির মামলায় বেশ কিছুদিন ধরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছিল ইডি। রাঁচিতে প্রতিরক্ষা মন্ত্রকের ৭.১৬ একর জমি বেআইনি ভাবে বিক্রির অভিযোগ উঠেছে হেমন্ত সরেনের বিরুদ্ধে। এই অভিযোগে ইতিমধ্যেই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। রাঁচিতে জল্পনা ছড়িয়েছিল যে, পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন। কিন্তু যে এম এম দলের কিছু বিধায়কের আপত্তিতে তা হচ্ছে না বলে জানা গেছে।
খেলা
পুনরায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হলেন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই এর সচিব জয় শাহ। তিনি এই নিয়ে তৃতীয়বার এই পদে বসলেন।
বিবিধ
সল্টলেকের সেন্ট্রাল পার্কে সমাপ্ত হলো পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড আয়োজিত ৪৭ তম কলকাতা পুস্তক মেলা। এবারের বইমেলায় ২৯ লক্ষ মানুষের পা পড়েছে। বিক্রি হয়েছে ২৮ কোটি টাকার বই। বিগত বছরের থেকে তিন কোটি টাকার বই বেশি বিক্রি হয়েছে।
বিশ্বভারতীতে প্রতিচী বাড়িটি থেকে অমর্ত্য সেনকে উচ্ছেদ করা যাবে না বলে রায় দিল সিউড়ি আদালত। প্রসঙ্গত, অবৈধভাবে জমি দখলের অভিযোগ এনে নোবেলজয়ী অর্থনীতিবিদ, প্রফেসর অমর্ত্য সেনের বিরুদ্ধে মামলা করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ।