কারেন্ট অ্যাফেয়ার্স ১২ ফেব্রুয়ারি ২০২৪

308
0
Current Affairs 12th February

আন্তর্জাতিক
  • পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনের ফল শেষ পর্যন্ত ত্রিশঙ্কুই হয়ে উঠলো। সবথেকে বেশি আসন পাওয়া (নির্দল সমর্থকদের নিয়ে ১০২ আসনে জয়) ইমরান খানের দল পিটিআই জানিয়ে দিল তারা বিরোধী আসনে বসবে। শত্রু দলের সঙ্গে তারা কোন জোট বাঁধবে না। এদিকে এদিন বিলাবল ভুট্টোর বাসভবনে পিপিপি এর সঙ্গে বৈঠক হলো পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর। সেখানে জোট সরকারের বিষয়ে কথা হয়েছে বলে জানানো হয়েছে। এই দুই দল প্রধানমন্ত্রীর আসন ভাগাভাগি করে নিতে চেয়েছে। সেক্ষেত্রে আড়াই বছর করে এক একটি দল প্রধানমন্ত্রীর দপ্তর সামলাবে।
  • গাজায় সাংবাদিক হিসেবে কাজ করছেন মহম্মদ ওয়াসা।। তিনি একটি টেলিভিশন সংস্থার সংবাদদাতা বলে জানা ছিল। এদিন ইজরায়েল দাবি করল যে, তিনি আসলে হামাস জঙ্গি গোষ্ঠীর একজন স্বঘোষিত কমান্ডার। তাঁর অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার ছবিও প্রকাশ করেছে ইজরায়েল।
জাতীয়
  • অবশেষে কাতার মুক্তি দিল আট জন প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসারকে। তাঁদের মধ্যে সাতজন দেশে ফিরে এলেন এদিন। অষ্টম জনও দ্রুত ফিরবেন বলে জানা গেছে। প্রসঙ্গত নৌ বাহিনী থেকে অবসর নেওয়ার পর এই আট জন প্রাক্তন অফিসার দাহরা গ্লোবাল কোম্পানির হয়ে কাজ করতেন। চর বৃত্তির অভিযোগে প্রথমে তাঁদের গ্রেপ্তার করে কাতার প্রশাসন। এরপর তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। ভারতের বিদেশ মন্ত্রক কাতারের সঙ্গে দৌত্য স্থাপন করে। কাতারের আদালতে শাস্তি পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। তখন মৃত্যুদণ্ড রদ করে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তারপর এই আটজনকে শেষ পর্যন্ত মুক্তিই দেওয়া হলো।
  • বিহারে আস্থা ভোটে জয়ী হলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। জনতা দল (সংযুক্ত) এবং বিজেপি জোট সরকার ২৪৩ আসনের মধ্যে ১৩০ জন বিধায়কের সমর্থন পেয়েছে।
  • তামিলনাড়ু বিধানসভার বাজেট অধিবেশনে নজিরবিহীন কান্ড ঘটলো। বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের ভাষণ থাকে। কিন্তু এদিন নিজের ভাষণ শেষ না করেই বিধানসভা ছেড়ে চলে যান রাজ্যপাল আর এন রবি। এরপর তাঁর অসমাপ্ত ভাষণ শেষ করেন বিধানসভার স্পিকার এম আপ্পাভু।
খেলা
  • কেনিয়ায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বিশ্বরেকর্ডধারী অ্যাথলিট কেলভিন কিপটাম। গত অক্টোবর মাসে শিকাগো ম্যারাথন দৌড়ে দু’ঘণ্টা ৩৫ সেকেন্ড সময়ে ৪২ কিলোমিটার দৌড়ে বিশ্ব রেকর্ড করেছিলেন কিপটাম। এদিন নিজেই গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়েন তিনি। মাত্র ২৪ বছর বয়স হয়েছিল তাঁর । একই গাড়িতে থাকা কিপটামের কোচ হাকিজিমানাও প্রাণ হারিয়েছেন।
  • অলিম্পিকের বাছাই পড়বে গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার কাছে ০-১ গোলে হেরে গেল ব্রাজিল। যার ফলে অলিম্পিক প্রতিযোগিতায় ফুটবল বিভাগ থেকেই তারা ছিটকে গেল। ফলে পরবর্তী অলিম্পিকে লাতিন আমেরিকা থেকে সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে।
  • রঞ্জি ট্রাফির ম্যাচে বাংলা ১০৯ রানে হেরে গেল কেরলের কাছে। এর ফলে ছয় ম্যাচে বাংলার পয়েন্ট হল ১২।
বিবিধ
  • ডিজিটাল লেনদেনের ব্যবস্থা ইউপিআই চালু হল শ্রীলংকা ও মরিশাসে। এদিন এক বিশেষ বৈঠকের মাধ্যমে এই পরিষেবার সূচনা করা হলো। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রীলংকার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জগন্নাথ,  ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস।
  • গত জানুয়ারি মাসে দেশে খুচরো মুদ্রাস্ফীতি কমে হয়েছে ৫.১ শতাংশ। শেষ তিন মাসের মধ্যে এই হার সর্বনিম্ন।
  • মুর্শিদাবাদের লালগোলায় পদ্মা নদীর ওপর ময়া  নদীবন্দর পরীক্ষামূলকভাবে চালু হলো। এই বন্দর থেকে পণ্যবাহী জাহাজ বাংলাদেশের সুলতানগঞ্জ বন্দর হয়ে যেতে পারবে। সে ক্ষেত্রে বাংলাদেশে পণ্য পাঠাতে অনেক সুবিধা হবে। বাংলাদেশের আরিচা হয়ে আসামের ধুবড়িতে পণ্য পাঠানোর ক্ষেত্রে ৯৩০ কিলোমিটার দূরত্ব কমে যাবে।