কারেন্ট অ্যাফেয়ার্স ৫ মার্চ ২০২৪

239
0
Current Affairs 5th March

আন্তর্জাতিক
  • কৃষ্ণ সাগরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ধ্বংস করল ইউক্রেন। ইউক্রেনের তরফে এদিন এই দাবি করা হয়েছে। অন্যদিকে একটি রুশ সংবাদ চ্যানেল একটি অডিও টেপ প্রকাশ করেছে। সেখানে শোনা যায় জার্মান বায়ু সেনাদের বক্তব্য। সেখানে প্রকাশ পেয়েছে যে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে সরাসরি সহযোগিতা করছে ব্রিটিশ সেনাবাহিনী। তবে ফ্রান্সের সেনা সরাসরি যুদ্ধক্ষেত্রে কোন সহযোগিতা করেনি। জার্মান প্রতিরক্ষা মন্ত্রক মেনে নিয়েছে যে এই কথোপকথন তাদের বায়ু সেনা সদস্যদেরই।
  • বসন্তকালীন সামরিক মহড়া শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া। বিগত বছরের তুলনায় এবার আকারে আয়তনে দ্বিগুণ হয়েছে এই সেনা মহড়া। এই মহড়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া।
জাতীয়
  • দ্বিতীয় দফায় পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শাহবাজ শরিফ। তাঁকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • ১০ মে তারিখের পর ভারতের সামরিক বাহিনীর বা অসামরিক বাহিনীর কোন সদস্য মলদ্বীপে থাকবেন না বলে পুনরায় স্পষ্ট করে দিলেন মলদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু। প্রসঙ্গত, ২০১০ সালের একটি প্রতিরক্ষা চুক্তির ফলে মলদ্বীপের সেনাবাহিনীকে সহযোগিতা করতে এবং সেদেশে বিপর্যয় মোকাবিলায় হাত লাগাতে ৮৮ জন ভারতীয় সেনা মোতায়েন করা ছিল মলদ্বীপে। সেখানে ভারতীয় সেনার তিনটি হেলিকপ্টার ঘাঁটিও রয়েছে। বর্তমানে মলদ্বীপ ভারতের থেকে মুখ ঘুরিয়েছে চিনের দিকে। চিনের সঙ্গে তারা অনুরূপ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে  ৪ মার্চ তারিখে।
  • দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জি এন সাইবাবাকে বেকোসুর মুক্তি দিল বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। নিষিদ্ধ ঘোষিত মাওবাদী সংগঠনের সঙ্গে যোগ থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল ২০১৪ সালে। এই মামলায় সাংবাদিক প্রশান্ত রাহী, মহেশ  টিকরি প্রমুখ ব্যক্তিও মুক্তি পেয়েছেন।
  • সন্দেশখালি ঘুরে তদন্ত চালিয়ে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করল জাতীয় মহিলা কমিশন। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে সন্দেশখালির রিপোর্ট জমা দেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। এর আগে জাতীয় তফশিলি কমিশনও একই সুপারিশ করেছিল। এদিকে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে তদন্তের দায়িত্ব সিবিআই এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। তবে পশ্চিমবঙ্গ সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে।
খেলা
  • ধর্মশালায় ভারত ও ইংল্যান্ডের মধ্যে সিরিজের পঞ্চম তথা চূড়ান্ত টেস্টে একটি অভিনব কীর্তি ঘটতে চলেছে। এখানে একইসঙ্গে শততম টেস্ট খেলবেন দুদলের দুজন ক্রিকেটার। তাঁরা  হলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে মাত্র তিনবার একসঙ্গে দুজন ক্রিকেটার একই ম্যাচে শততম টেস্ট খেলার নজির স্পর্শ করেছিলেন।
  • ক্রিকেটকে বিদায় জানালেন ঝাড়খণ্ডের ক্রিকেটার শাহবাজ নাদিম। তিনি ভারতের হয়ে টেস্ট খেলেছেন। এই বাঁ হাতি স্পিনারের প্রথম শ্রেণীর ক্রিকেটে ৮৪২ টি উইকেট রয়েছে।
বিবিধ
  • পুনরায় চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হল বন্য হাতির। অসমের লখিমপুর জেলার দুলুং সংরক্ষিত অরণ্যে শিঙ্গিজান নদীর পাশে এই ঘটনা ঘটেছে। নিজের শাবককে রক্ষা করতে গিয়ে রঙিয়া মুরকংসেলেক  আপ যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় পূর্ণবয়স্ক মহিলা হাতিটি প্রাণ হারায়। তবে শাবকটি নিরাপদে আছে।