কারেন্ট অ্যাফেয়ার্স ৯ মার্চ ২০২৪

255
0
Current Affairs 9th March

আন্তর্জাতিক
  • পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করলেন আসিফ আলি জারদারি। জারদারি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টোর স্বামী। পাকিস্তানের চতুর্দশ রাষ্ট্রপতি হচ্ছেন তিনি। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি। এই প্রথম কোন অসামরিক ব্যক্তি দ্বিতীয় বার পাকিস্তানের রাষ্ট্রপতি পদে বসলেন। পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৪১১-১৮১ ভোটে জয়ী হয়েছেন। জারদারি পরাজিত করলেন বিরোধী দলের প্রার্থী মহম্মদ খান আচাইজাইকে।
  • প্যারাসুটে করে ফেলা হচ্ছিল ত্রাণ সামগ্রী। গাজা ভূখণ্ডে এমন একটি খাবার ভর্তি বস্তার সঙ্গে বেঁধে রাখা প্যারাসুট খোলেনি। তীব্র গতিতে নিচে পড়া সেই খাদ্যের বস্তার আঘাতে প্রাণ হারালেন প্যালেস্টাইনের নাগরিক ৫ জন ত্রাণ প্রত্যাশী মানুষ। প্রসঙ্গত যুদ্ধ শুরুর পর গাজায় অন্তত তিন লক্ষ মানুষ ভয়াবহ খাদ্যাভাবের মধ্যে দিন কাটাচ্ছেন।
জাতীয়
  • অরুণাচল প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে সে লা  টানেল-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিন  ভারত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় তাওয়াং ও কামিং সেক্টরের সঙ্গে যোগাযোগ করা সহজ হবে, এর ফলে তেজপুর থেকে কামিংয়ের দূরত্বও কমেছে ৮ কিলোমিটার। এই টানেল নির্মাণে ৮২৫ কোটি টাকা ব্যয় হয়েছে। ১৩০০০ ফুটের বেশি উচ্চতায় অবস্থিত এই সুড়ঙ্গ গড়তে কাজে লেগেছে ৫ হাজার মেট্রিক টন ইস্পাত এবং ৭১ হাজার মেট্রিক টন সিমেন্ট। এই উচ্চতায় এটি বিশ্বের দীর্ঘতম দ্বিমুখী সুড়ঙ্গ। এদিনই অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে হাতির পিঠে চড়ে সফর করেন প্রধানমন্ত্রী। এই প্রথম দেশের কোন প্রধানমন্ত্রী কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ঘুরে দেখলেন। তিনি প্রদ্যুম্ন নামে একটি হাতির পিঠে সাওয়ার হয়েছিলেন। প্রসঙ্গত, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই অরণ্য ঘুরে দেখলেও তখনও জাতীয় উদ্যানের স্বীকৃতি পায়নি কাজিরাঙ্গা।
  • অবশেষে জাফর সাদিককে গ্রেপ্তার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। প্রায় দুই হাজার কোটি টাকার মাদক পাচার চক্রে যুক্ত থাকার অভিযোগে সাদিককে গ্রেপ্তার করা হয়েছে। গত দুই সপ্তাহ ধরে তিনি পলাতক ছিলেন তিনি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশে নিষিদ্ধ মাদক চোরাকারবারের অভিযোগ উঠেছে এই ব্যবসায়ীর বিরুদ্ধে। তিনি ডিএমকে দলের প্রাক্তন সদস্য বলে জানা গেছে। চলচ্চিত্র প্রযোজনাতেও যুক্ত ছিলেন তিনি। যুক্ত ছিলেন রিয়েল এস্টেট এবং হোটেল ব্যবসাতেও।
  • নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ গয়াল। ফলে এই মুহূর্তে তিনজন নির্বাচন কমিশনারের জায়গায় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ছাড়া অন্য কেউ থাকলেন না।
খেলা
  • ধর্মশালা টেস্টে ইনিংস ও ৬৪ রানে জয়ী হল ভারত। মাত্র আড়াই দিনে ইংল্যান্ডকে হারিয়ে এই টেস্ট জিতে নিল ভারত। ম্যান অফ দ্য ম্যাচ হলেন কুলদীপ যাদব। ২ ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছেন তিনি। মাত্র ১৩টি টেস্ট খেলে ৬০ উইকেট হয়ে গেল কুলদীপের। স্পিনারদের ক্ষেত্রে ক্রিকেটের ইতিহাসে তিনি দ্বিতীয় দ্রুততম হিসেবে ৬০ উইকেট নিলেন, ভারতীয় বোলারদের মধ্যে তা দ্রুততম। ভারতের রবিচন্দ্রন অশ্বিন এই টেস্টে ৮ উইকেট নিয়েছেন। তিনি দ্বিতীয় ইনিংসে নিলেন ৫ উইকেট। এই নিয়ে টেস্টে মোট ৩৬ বার এক ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। এটা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। এই পাঁচ ম্যাচের সিরিজে ২৬ টি উইকেট পেয়েছেন। ধর্মশালায় তিনি খেললেন নিজের শততম টেস্ট। এদিন ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার পেলেন তিনি। একই সঙ্গে ৪-১ ব্যবধানে তারা সিরিজ জিতে নিল। ইংল্যান্ড হারলেও তাদের দেশের বোলার জেমস অ্যান্ডারসন একটি অসাধারণ রেকর্ড করেছেন। এদিন তিনি কুলদীপ যাদবকে আউট করার সঙ্গে সঙ্গে টেস্ট ক্রিকেটে ৭০০তম উইকেট শিকারের নজির গড়লেন। এই প্রথম কোন পেস বোলার ৭০০ উইকেট পেলেন। তাঁর সামনে রয়েছেন একমাত্র মুথাইয়া মুরলীধরন (৮০০)  এবং শেন ওয়ার্ন (৭০৮)। তবে এই দুজনেই স্পিনার। জেমস অ্যান্ডারসন  ১৮৭ টি টেস্ট খেলে এই শিখরে পৌঁছলেন ৪১ বছর বয়সে।
  • সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল সার্ভিসেস। তারা ফাইনালে এক শূন্য গোলে হারিয়ে দিল গোয়াকে। এই নিয়ে সপ্তম বার সন্তোষ ট্রফি জিতল সার্ভিসেস।
  • মেয়েদের প্যারা শুটিং বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনার পদক জিতলেন ভারতের মোনা আগরওয়াল। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতেরই অবনী লেখারা।
বিবিধ
  • এবছর বিউটি কনটেস্ট ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার আসর বসেছিল মুম্বইয়ে। সেখানে মিস ওয়ার্ল্ড খেতাব জিতলেন ক্রিস্টিনা পিসকোভা। তিনি চেক প্রজাতন্ত্রের নাগরিক। লেবাননের ইয়াসমিনা জায়তুন দ্বিতীয় হয়েছেন। ভারতের সিনি শেট্টি পেয়েছেন অষ্টম স্থান।
  • প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা কমল হাসান আগেই একটি রাজনৈতিক দল এম এন এম গড়েছিলেন। এবার তিনি ডি এম কে দলের সঙ্গে রাজনৈতিক জোট গঠন করলেন।