কারেন্ট অ্যাফেয়ার্স ১১ মার্চ ২০২৪

197
0
Current Affairs 11th March

আন্তর্জাতিক
  • পোপ প্রথম ফ্রান্সিসের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করল ইউক্রেন। ফেব্রুয়ারি মাসে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। এদিন সেটি সম্প্রচারিত হল। সেখানে ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেছেন, “যারা শক্তিশালী তারা পরিস্থিতি বিচার করে’ মানুষের কথা ভাবে এবং সাদা পতাকা দেখানোর সাহস রাখে, সমঝোতার চেষ্টা করে।” রাশিয়া তাঁর  এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে। তারা আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছে। কিন্তু ইউক্রেন বলেছে, তারা কখনোই আত্মসমর্পণ করবে না। তারা মনে করিয়ে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নাৎসি জার্মানির সঙ্গে হাত মিলিয়েছিল ক্যাথলিক গির্জা। এদিকে এই বিতর্কের দিনেও ইউক্রেনে অব্যাহত রয়েছে রাশিয়ার গোলাবর্ষণ। একটি জনবসতিপূর্ণ এলাকায় রাশিয়ার ছোঁড়া বোমায় প্রাণ গেছে তিনজন অসামরিক ব্যক্তির।
  • জেরুজালেমে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। গাজা ভূখণ্ডে মানবিক সহায়তা প্রদান নিয়ে কথা হয়েছে দুজনের। যদিও গাজায় অব্যাহত রয়েছে ইজরায়েলের হামলা। এদিন দক্ষিণ গাজায় ইজরায়েলের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে মৃত্যু হল প্যালেস্টাইনের ১৬ জন নাগরিকের। ইতিমধ্যেই গাজায় ইজরায়েলের হামলায় ৩১ হাজার জনের বেশি মানুষের প্রাণ গিয়েছে বলে জানিয়েছে প্যালেস্টাইনি কর্তৃপক্ষ।
জাতীয়
  • নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ দেশে কার্যকর করল কেন্দ্রীয় সরকার। ২০১৯ সালের ১১ ডিসেম্বর এই আইন সংসদে অনুমোদিত হয়েছিল। এই আইন অনুসারে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে সে দেশের ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা ধর্মীয় অত্যাচারের কারণে যদি ২০১৫ সালের আগে ভারতে এসে আশ্রয় প্রার্থী হন এবং সে দেশে ফেরত না যাওয়ার লিখিত প্রতিশ্রুতি দেন তাহলে তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।
  • দিব্যস্ত্র প্রকল্পে পরীক্ষামূলক অস্ত্র ক্ষেপণ সফল হল। যে ব্যবস্থায় একটি ক্ষেপণাস্ত্র অনেকগুলি লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে তারই পরীক্ষা চালাচ্ছে ভারত। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা এই ‘মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল  রি-এন্ট্রি ভেহিকেলস’ প্রযুক্তির সাহায্যে অগ্নি ৫ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার মহড়া দিল। এতদিন অনুরূপ প্রযুক্তি ব্যবহার করত মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স রাশিয়া ও চিন।
  • পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে তল্লাশিতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে তদন্ত পশ্চিমবঙ্গ পুলিশের বদলে সিবিআই করবে বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
খেলা
  • রঞ্জি ট্রফির ফাইনালে প্রথম ইনিংসে মাত্র ১০৫ রানে অলআউট হল বিদর্ভ। দ্বিতীয় ইনিংসে দুইকেট হারিয়ে ২৪১ রান তুলেছে মুম্বই। প্রসঙ্গত, রঞ্জি ট্রফিতে ৪১ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই।
  • ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। একই সঙ্গে সিরিজ জিতে নিল তারা। এর ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে তারা উঠে এল দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছে ভারত।
বিবিধ
  • ৯৬ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রদান করা হল। ‘ওপেনহাইমার’ ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন ক্রিস্টোফার নোলান। এই ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন কিলিয়ান মারফি। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন এমা স্টোন। মোট সাতটি বিভাগে পুরস্কার জিতেছে ‘ওপেনহাইমার’। চারটি বিভাগে পুরস্কার জিতেছে ‘পুওরও থিংস’।
  • ২৪ ঘন্টায় দুধ বা কোন খাবার না পাওয়া ৬ থেকে ২৩ মাস বয়সী শিশুদের বলা হয় জিরো ফুড শিশু। ভারতে এমন শিশুর সংখ্যা প্রায় ৬৭ লক্ষ। নাইজেরিয়া ও পাকিস্তানের এই সংখ্যাটা যথাক্রমে ৯ লক্ষ ৬২ হাজার এবং ৮ লক্ষ ৪৯ হাজার। বিশ্বের ৯২টি দেশে সমীক্ষা চালিয়ে এই তথ্য প্রকাশ করল করলেন হাভার্ডের একদল গবেষক। জে এ এম এ নেটওয়ার্ক ওপেন নামে একটি মার্কিন মেডিক্যাল জার্নালে এই গবেষণাপত্র প্রকাশিত হল।
  • আরব, বাংলাদেশ ও শ্রীলংকার সঙ্গে নিজেদের মুদ্রায় বাণিজ্য চালানোয় তৎপর হলো ভারত। বাস্তবিক পক্ষে এখনই রাশিয়া, সংযুক্ত আরব আমিরশাহি, নেপাল ও ভুটানের সঙ্গে ডলারের পরিবর্তে টাকায় আমদানি রপ্তানি শুরু করেছে ভারত।