কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ মার্চ ২০২৪

235
0
Current Affairs 18th March

আন্তর্জাতিক
  • রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ‘ইসলামোফোবিয়ার মোকাবিলা’ নিয়ে একটি প্রস্তাব আনল পাকিস্তান। ১১৫ টি দেশ এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। ভারত, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স প্রভৃতি ৪৪টি দেশ ভোটধানে বিরত ছিল। প্রসঙ্গত এই দিনটি ছিল আন্তর্জাতিক ইসলামভীতি মোকাবিলা দিবস।
  • ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হানায় অন্তত ২০ জন অসামরিক ব্যক্তি নিহত হলেন। রুশ অধিকৃত ক্রিমিয়া থেকে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
  • সুদানে খাদ্য সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে আগামী কয়েক মাসের মধ্যে সেখানে পঞ্চাশ লক্ষাধিক মানুষ অনাহারের পরিস্থিতির মুখোমুখি হবেন। রাষ্ট্রসঙ্ঘের একটি রিপোর্টে এই দাবি করা হয়েছে। প্রসঙ্গত, গত দীর্ঘ দিন ধরেই সুদানে নির্বাচিত সরকার নেই। সেনাপ্রধান ও তাঁর সহযোগীদের মধ্যে যুদ্ধ চলছে। ভেঙে পড়েছে প্রশাসন ব্যবস্থা।
জাতীয়
  • দেশে অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করলেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত সাত দফায় এই নির্বাচন নেওয়া হবে। তিনি জানিয়েছেন,  বেশি শক্তি অর্থশক্তি আদর্শ আচরণবিধি ভাঙার প্রবণতা এবং ভূও তথ্যের প্রচার- এই চারটি চ্যালেঞ্জের মোকাবিলা নির্বাচন কমিশনকে করতে হবে এই ভোটে। এবার ভোটার লিস্টে আটচল্লিশ হাজার তৃতীয় লিঙ্গের মানুষের নাম রয়েছে বলে তিনি জানিয়েছেন। দেশের বাইশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট নেওয়া হবে একদিনে। অন্যদিকে বিহার, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে ভোট নেওয়া হবে সাত দিনে। ভোটের ফল প্রকাশিত হবে চার জুন তারিখে। এবছর লোকসভার সঙ্গে বিধানসভা নির্বাচনও সম্পন্ন হবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুনাচল প্রদেশ এবং সিকিমে। পশ্চিমবঙ্গে এ বছর বুথের সংখ্যা ৮০৫৩০। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারের সংখ্যা গড়ে ৯৪৩। এবার মহিলাদের দ্বারা পরিচালিত বুথের সংখ্যা হবে ৫৯৪২টি। দেশে মোট লোকসভার আসন সংখ্যা ৫৪৩। এর মধ্যে একমাত্র মণিপুরের একটি আসনে দু’দফায় ভোট নেওয়া হবে। ৮৫ বছরের বেশি বয়স দেশে এমন প্রবীণ ভোটারের সংখ্যা ২১ লক্ষের বেশি বলে জানা গেছে। এই ভোটাররা ১২ ডি ফরম পূরণ করলে বাড়িতে বসেই ভোট দেয়ার সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।।
  • ফরওয়ার্ড ব্লক ভেঙে তৈরি হল একটি নতুন রাজনৈতিক দল ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লক।

 

খেলা
  • কলকাতা হকি প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। এদিন ফাইনালে তারা কাস্টমস কে ৫-২ গোলে হারিয়ে দিল। এই প্রতিযোগিতায় অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলো লাল হলুদ বাহিনী। এই নিয়ে তারা ১১ বার এই খেতাব জিতল।
  • সৌদি লিগে ৫০ তম গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসেরের হয়ে তিনি এই কীর্তি স্থাপন করলেন।
  • অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ছেলেদের সিঙ্গলস  ফাইনালে ভারতের লক্ষ্য সেন হেরে গেলেন ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিষ্টির কাছে। এর ফলে এই নিয়ে দ্বিতীয় বার এই প্রতিযোগিতায় রানার আপ হলেন ২২ বছরের লক্ষ্য। এর আগে ২০২২ সালেও তিনি ফাইনালে উঠেছিলেন।
  • মেয়েদের সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতা ডাব্লিউ পি এল-এর ফাইনালে উঠেছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস। নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে। তাদের মধ্যে কোন দলই এর আগে এই কাপ জেতেনি।
বিবিধ
  • লাক্ষাদ্বীপে পেট্রোলিয়াম ও ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকার বেশি করে কমলো। বলা যায়, এবার মূল ভূখণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ হল সেখানে তেলের দাম। এর কারণ, দুর্গম অঞ্চলে পেট্রোপণ্য পৌঁছে দেওয়ার জন্য  যে অতিরিক্ত ব্যয় ধরা হতো তা প্রত্যাহার করা হয়েছে।
  • শিক্ষক শিক্ষিকাদের জন্য পোশাক বিধি চালু করল মহারাষ্ট্র সরকার। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের জন্য এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
  • প্রসার ভারতের নতুন চেয়ারপারসন নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত আই এ এস অফিসার নবনীত কুমার সেহগাল। প্রসঙ্গত, এ সূর্যপ্রকাশ অবসর নেওয়ার পর দীর্ঘ চার বছর এই পদটি ফাঁকা পড়েছিল।