কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ মার্চ ২০২৪

240
0
Current Affairs 18th March

আন্তর্জাতিক
  • গাজা ভূখণ্ডের উত্তরে আল শিফা হাসপাতালে পুনরায় তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইজরায়েল। তাদের দাবি, সেখানে হামাস জঙ্গিরা সঙ্ঘবদ্ধ হয়েছে। অন্যদিকে রাষ্ট্রসঙ্ঘের কাছে এই হাসপাতাল রক্ষার দাবি জানিয়েছে হামাস। তাদের বক্তব্য, সাধারণ নাগরিক ও অসুস্থদের ওপর হামলা করা ছাড়া আর কোন সামরিক সাফল্য পায়নি ইজরায়েল। অন্যদিকে দক্ষিণ গাজার রাফাতেও সাধারণ নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইজরায়েল। এবার তারা সেখানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, উত্তর গাজা থেকে শরণার্থীরা আশ্রয় নিয়েছিলেন দক্ষিণ গাজায়। সব মিলিয়ে ইজরায়েল হামাস  যুদ্ধে সংঘর্ষ বিরতির সম্ভাবনা এখনো দূর অস্ত। ইতিমধ্যেই পাঁচ মাসের যুদ্ধে গাজায় ৩১,৭২৬ জন প্যালেস্টাইনি  প্রাণ হারিয়েছেন। সেখানে হতাহতের সংখ্যা এক লক্ষ অতিক্রম করে গেছে।
  • আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের সেনাবাহিনী বিমান থেকে বোমা বর্ষণ করে আট জনকে হত্যা করেছে বলে অভিযোগ তুলল আফগানিস্তানের তালিবান প্রশাসন। এই হামলায় আট জন অসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
জাতীয়
  • দেশে স্বচ্ছ নির্বাচনের স্বার্থে ছ’টি রাজ্যের মুখ্যসচিবকে নির্বাচন ব্যতীত অন্য কোন বিভাগে বদলি করে দিল ভারতের নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, ঝাড়খন্ড, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্য সচিবদের বদলি করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেল রাজিব কুমারকেও বদলি করা হয়েছে। তাঁর পরিবর্তে বিবেক সহায়কে রাজ্য পুলিশের ডিজিপি পদে বসানো হল।
  • নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য স্পষ্ট ও নিরপেক্ষভাবে প্রকাশ করতে ভারতের স্টেট ব্যাঙ্ককে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন ৫ জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্টেট ব্যাংক অব ইন্ডিয়া নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য ভারতের নির্বাচন কমিশনের কাছে তুলে দিয়েছে কিন্তু কোন কর্পোরেট সংস্থা কোন রাজনৈতিক দলকে কত টাকা চাঁদা দিয়েছে তা চিহ্নিত করার নির্দিষ্ট সংখ্যা তারা প্রকাশ করেনি। এবার সেই তথ্য প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই তথ্য গোপন রাখা উচিত বলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আদিশ আগরওয়াল প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিলেন। কিন্তু তা খারিজ করে দিয়েছে আদালত।
  • কলকাতার গার্ডেনরিচে আজহার মোল্লা বাগানে ঘিঞ্জি এলাকায় একটি নির্মীয়মান পাঁচতলা বাড়ি ভেঙে প্রাণ হারালেন অন্তত নয় জন। এই ঘটনায় জখম হয়েছেন ১৭ জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। অনুমোদন ছাড়াই এই বহুতল নির্মাণ করা হচ্ছিল বলে কলকাতা পৌরসভা সূত্র জানিয়েছে। কলকাতা শহরে ১৯৯৫ সালের ২৭ জুলাই শরৎ বসু রোডের বহুতল ‘শিবালিক’ ভেঙে ১৬ জনের মৃত্যুর পর পুনরায় বাড়ি ভেঙে এত বড় বিপর্যয় ঘটল।
খেলা
  • ইন্ডিয়ান ওয়েলস টেনিস পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন আলকারাস। স্পেনের আলকারাস ফাইনালে হারিয়ে দিলেন রাশিয়ার দানিল মেদভেদেভকে। মেয়েদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন পোল্যান্ডের কিগা সিয়নটেক।
বিবিধ
  • তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের সবথেকে কম বয়সে কোটিপতি শেয়ারহোল্ডার হলো একাগ্র মূর্তি। একাগ্র’র বয়স মাত্র চার মাস। ইনফোসিস-এর প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির ছেলে রোহন মূর্তির পুত্র হল একাগ্র। দাদু নারায়ণ মূর্তি নাতিকে ১৫ লক্ষ শেয়ার উপহার দিয়েছেন যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৪০ কোটি টাকা।