মস্কোয় আততায়ীদের যে হামলা হয়েছিল তা নিছক বন্দুকবাজের হামলা নয়। এই ঘটনার পিছনে খোরাসান গোষ্ঠীর আইএস জঙ্গিরা যুক্ত বলে জানা গেছে। হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৩ জন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, চারজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে ইউক্রেনের সীমান্তবর্তী এলাকা থেকে। তারাই এই হামলা চালিয়েছিল বলে দাবি করা হয়েছে। মস্কোর ক্রস্নোগ্ররস্কের ক্রকাশ সিটি হলে ‘পিকনিক’ নামে একটি গানের ব্যান্ডের অনুষ্ঠান চলার সময় দর্শক আসন থেকেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করেছিল। জঙ্গিরা সেখান থেকে পালানোর আগে ওই হলে আগুন লাগিয়ে দেয়। হেলিকপ্টার থেকে ১৬০ টন জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে। রাশিয়ার ফেডেরাল সিকিউরিটি সার্ভিস দাবি করেছে, মোট ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চার জন সরাসরি এই হামলার সঙ্গে যুক্ত।
জাতীয়
খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করল কেরলের রাজ্য সরকার। এই মামলায় রাষ্ট্রপতির সচিব, কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান এবং কেন্দ্রীয় সরকারকেও শরিক করা হয়েছে। সাতটি বিল প্রায় দু বছর ধরে রাজ্যপালের সম্মতির জন্য আটকে থাকার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেরলে পিনারাই বিজয়ন নেতৃত্বাধীন এলডিএফ সরকার দাবি করেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাদের জানিয়েছে যে চারটি বিলে রাষ্ট্রপতির সম্মতি মেলেনি। এর মধ্যে রয়েছে সমবায় সংশোধনী বিল, বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল প্রমুখ। তারা রাষ্ট্রপতির এই পদক্ষেপকে অসংবিধানিক বলে ঘোষণার দাবি জানিয়েছে।
পাঞ্জাবের সঙ্গরুরু জেলায় বিষমদ পান করে ২১ জনের মৃত্যু হল। এখনো ১৬ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ২০২০ সালে বিষমদ পান করে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল পাঞ্জাবে।
সন্ত্রাসবাদি সংগঠন আইএস-এ যোগদানের কথা জানিয়েছিল আইআইটি গুয়াহাটির বায়োটেকনোলজি ও বায়ো ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র তৌসিফ আলি ফারুকি। তাকে গ্রেফতার করেছে অসম পুলিশ। সে সামাজিক মাধ্যমে লিংকডয়িং ওয়েবসাইটে খোলা চিঠি লিখে ওই সংগঠনে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছিল।
২৬ শে মার্চ গুয়াহাটিতে নিজের দেড়শ তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। ওইদিন বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ রয়েছে ভারতের। প্রসঙ্গত, ২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয়েছিল সুনীলের। ১৮৯টি আন্তর্জাতিক ম্যাচে দেশের হয়ে ৯৩টি গোল করেছেন তিনি।
বিবিধ
প্রয়াত হলেন অভিনেতা পার্থসারথী দেব। ৬৮ বছর বয়স হয়েছিল তাঁর । নাট্যমঞ্চে তিনি ছিলেন অতি পরিচিত মুখ। ‘অশ্বমেধ’, ‘রতিকান্তর রঙ্গ’, ‘তোমাকে চাই’, ‘পটল বাবু ফিল্মস্টার’ প্রভৃতি বহু নাটকে তিনি অভিনয় করেছিলেন। ‘ছোট বকুলপুরের যাত্রী’, ‘লাঠি’, ‘কাকাবাবু হেরে গেলেন’ সহ বহু চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন।