রাশিয়ায় জঙ্গি হানায় মৃতের সংখ্যা বেড়ে হল দেড়শত। রাশিয়া দাবি করেছে এই ঘটনায় যুক্ত জঙ্গিরা তাজাকিস্তানের বাসিন্দা। তবে তাজাকিস্তান এই দাবি উড়িয়ে দিয়েছে।
ভারত মহাসাগরে উত্তেজনা বৃদ্ধি পেল চিনের চারটি জাহাজকে কেন্দ্র করে। শ্রীলংকার অদূরে ভারত মহাসাগরে ওই চারটি জাহাজকে ভ্রমণ করতে লক্ষ্য করেছে ভারত। এই জাহাজগুলোর উদ্দেশ্য ভারতের সেনাবাহিনীর প্রতি গুপ্তচর বৃত্তি বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, আগামী কিছুদিনের মধ্যেই এই উপকূল দিয়ে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার কথা রয়েছে ভারতের। তবে শ্রীলংকা এই জাহাজগুলিকে নোংর করতে দেয় কিনা সেটাই এখন দেখার। সাম্প্রতিক অতীতে শ্রীলংকার অর্থনৈতিক দুর্দিনে তাদের পাশে দাঁড়িয়েছিল ভারত।
ভয়ানক ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল ব্রাজিলের দক্ষিণপূর্ব উপকূলে রিও ডি জেনিরো প্রদেশের বিস্তীর্ণ এলাকা। অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জাতীয়
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আগেই আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। যদিও কেজরিওয়াল তারপরও মুখ্যমন্ত্রী পদে থেকে ইস্তফা দেননি। এদিন তিনি ইডির হেফাজত থেকেই রাজধানীর জল সরবরাহ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছেন। আম আদমি পার্টির নেত্রী তথা দিল্লি সরকারের পানীয় জল মন্ত্রী আতিশি এই নির্দেশিকার উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, হেফাজতে থেকেই সরকার চালাবেন অরবিন্দ কেজরিওয়াল। প্রসঙ্গত, স্বাধীন ভারতে এই প্রথম কোন মুখ্যমন্ত্রী হেফাজতে থেকে সরকার পরিচালনার নির্দেশিকা জারি করলেন।
গুয়াহাটি আইআইটির আরো একজন পড়ুয়াকে গ্রেপ্তার করল অসাম পুলিশ। অভিযোগ তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আই এস এর সঙ্গে যুক্ত ছিলেন।
খেলা
আন্তর্জাতিক ফুটবল ম্যাচে সবথেকে কম সময়ে গোল করার রেকর্ড করলেন জার্মানের ফ্লোরিয়ান উইট্রজ। এদিন প্যারিসে জার্মানি ২-০ গোলে হারিয়ে দিল ফ্রান্সকে আর খেলা শুরুর মাত্র সাত সেকেন্ডের মধ্যে গোল করলেন জার্মানির ফ্লোরিয়ান উইট্রজ।
আন্দ্রিক ফিলিপে সৌসা। মাত্র ১৭ বছর ২৪৬ দিনে তিনি আন্তর্জাতিক ফুটবল ম্যাচে গোল করলেন। ব্রাজিলের এই বিস্ময় প্রতিভার করা গোলে ১৫ বছর পর ব্রাজিল হারিয়ে দিল ইংল্যান্ডকে। ম্যাচ হলো ওয়েম্বলি স্টেডিয়ামে। শেষ কুড়িটি ম্যাচে এই স্টেডিয়ামে অপরাজিত ছিল ইংল্যান্ড।
বিবিধ
নিজে সফল চলচ্চিত্র পরিচালক। নবীন পরিচালকরা প্রায়শই নিজেদের কাজকর্ম দেখানোর জন্য দ্বারস্ত হোন অনুরাগ কাশ্যপের কাছে। এখন থেকে জুনিয়র পরিচালকদের সময় দেওয়ার জন্য নির্দিষ্ট ফি নেবেন বলে জানিয়ে দিলেন এই পরিচালক। তাতে ১৫ মিনিটের জন্য এক লক্ষ টাকা এবং এক ঘন্টা কথা বলার জন্য পাঁচ লক্ষ টাকা ফি ধার্য করলেন তিনি। স্বভাবতই অনুরাগের এই ঘোষণায় বিতর্ক ছড়িয়েছে।