মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাল্টিমোর বন্দরে জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল ফ্রান্সিস স্কটকি সেতু। পণ্যবাহী জাহাজ ‘দালি’ এর ধাক্কায় সেটি ভেঙে পড়ে। সেই সময় সেতুটিতে যানবাহন চলছিল। বেশ কিছু গাড়ি পড়ে যায় নিচের প্যাটপক্স নদীতে। এতে অন্তত ছয় জন নিখোঁজ হয়েছেন। মার্কিন নৌ বাহিনী, পুলিশ ও দমকল বাহিনীর সহায়তায় অনেককে উদ্ধার করা হয়েছে। কলম্বোগামী জাহাজ দালিতেও আগুন লেগে যায়। ওই জাহাজের ২২ জন কর্মীই ভারতীয়। তাদের সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারালেন চিনের পাঁচজন ইঞ্জিনিয়ার। ইসলামাবাদ থেকে পাখতুনখোয়া প্রদেশেরই দাশুতে একটি জলবিদ্যুৎ কেন্দ্র ও বাঁধ তৈরি হচ্ছে চিনের প্রত্যক্ষ সহযোগিতায়। সেই কাজে তদারকির জন্যই ইসলামাবাদ থেকে দাশু যাচ্ছিল বিশেষ প্রযুক্তিবিদদের একটি দল। পথে সাংলা জেলায় ওই কনভয় এর মধ্যে সন্ত্রাসবাদীদের আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। প্রসঙ্গত পাকিস্থানে চিনের অর্থনৈতিক বিনিয়োগের বিরোধিতা করে এসেছে বালুচিস্থান লিবারেশন আর্মি। এই জঙ্গিরা এদিনই পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌসেনা ঘাঁটি পিএনএস সিদ্দিকিতে আক্রমণ চালায়। সেখানে পাঁচ জন সন্ত্রাসবাদি নিহত হয়েছে বলে জানা গেছে।
সাইবার হানা নিয়ে চিনের ‘এটিপি ৪০’ গোষ্ঠীর বিরুদ্ধে একযোগে চিন প্রশাসনকে হুঁশিয়ারি দিল নিউজিল্যান্ড, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই গোষ্ঠী বিভিন্ন দেশের সরকারি ও প্রশাসনিক ওয়েবসাইট হ্যাক করে বা হ্যাক করার চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে। এই গোষ্ঠীর পিছনে চিনের সরকারি মদত থাকতে পারে বলেও কিছু কিছু মহল থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
জাতীয়
সক্ষম এই নামেই একটি মোবাইল অ্যাপ চালু করল ভারতের নির্বাচন কমিশন। প্রসঙ্গত, ৮৫ বছরের বেশি যাঁদের বয়স এবং ৪০ শতাংশের বেশি প্রতিবন্ধী যাঁরা, সেই ভোটাররা বাড়িতে বসেই ভোট দিতে পারবেন। সেই প্রক্রিয়াকে সহজ তরো করতে এই অ্যাপ আনা হলো।
লাদাখকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার যে ঘোষণা করেছিল তা রূপায়নের দাবিতে অনশন আন্দোলন শুরু করেছিলেন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। ২১ দিনের মাথায় তিনি সেই অনশন প্রত্যাহার করলেন। তবে মূল দাবি থেকে সরছেন না তিনি।
জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি পদে জয়ী হলেন বিহারের ছাত্র ধনঞ্জয়। তিনি একজন দলিত ব্যক্তি। ১৯৯৮ সালে বাটটি লাল বারওয়ার পর ফের কোন দলিত ব্যক্তি জে এন ইউ এর ছাত্র সংসদের সভাপতি হচ্ছেন।
খেলা
ঘরের মাঠে ফিফা বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জনের ম্যাচে আফগানিস্তানের কাছে ১-২ গোলে হেরে গেল ভারত। এর আগে আবুধাবিতে প্রথম ম্যাচে দু দলের খেলা গোলশূন্যভাবে শেষ হয়েছিল। প্রসঙ্গত, ফিফা ক্রমতালিকায় ভারত ১১৭ তম স্থানে রয়েছে এবং আফগানিস্তান রয়েছে ১৫৮ তম ক্রমে। অন্যদিকে ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী এদিন ১৫০ তম ম্যাচ খেললেন। এদিন সুনীলের গোলেই ভারত এগিয়ে গিয়েছিল। নিজের ১,২৫,৫০, ৭৫,১২৫ এবং ১৫০ তম ম্যাচে গোল করে অনন্য কীর্তি স্থাপন করলেন সুনীল। ২০০৫ সালের ১২জুন দেশের জার্সিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। ২০১৮ সালের ৪ জুন কেনিয়ার বিরুদ্ধে শততম ম্যাচ খেলেন। তিনি ভারতের হয়ে তিনি সব থেকে বেশি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছেন। বাইচুং ভুটিয়া খেলেছেন ১০৭ টি ম্যাচ।
বিবিধ
তথ্যপ্রযুক্তি সংস্থায় শীর্ষে বসলেন আরো এক ভারতীয়। মাদ্রাজ আইআইটি -এর প্রাক্তন ছাত্র পবন দাভুলুরি মাইক্রোসফটের উইন্ডোজ ও সারফেস বিভাগের প্রধান হিসাবে নিযুক্ত হলেন।
বিশ্বে সব থেকে ধনী মানুষের বাসস্থান এখন মুম্বই। এতদিন এই তালিকার শীর্ষে ছিল বেজিং। হুরুন গ্লোবাল রিচ লিস্ট এই তথ্য জানিয়েছে। ১০০ কোটি ডলারের মালিক এমন ৯২ জনের বসবাস মুম্বই শহরে, বেজিংয়ে সেই সংখ্যাটা ৯১। এই তালিকায় বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক। তার সম্পত্তির পরিমাণ ২৩১০০ কোটি ডলার। মুকেশ আম্বানি ভারতের সব থেকে ধনী ব্যক্তি। আর এই সমীক্ষা অনুযায়ী বিশ্বে তিনি ধনীদের ক্রমতালিকায় দশম স্থানে রয়েছেন।