এবার ইউক্রেনের একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালালো রাশিয়া। কৃষ্ণসাগর তীরবর্তী ওডেসা শহরের একটি আইন শিক্ষা প্রতিষ্ঠানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র গিয়ে পড়লে মৃত্যু হয় পাঁচজনের। জখম হয়েছেন ৩৪ জন।
১৯৬৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দখল করে নিয়েছিলেন হ্যামিল্টন। সেখানে তারা টানা বিক্ষোভ ও আন্দোলন শুরু করেছিল এবার ইজরায়েলের গাজা হামলার প্রতিবাদে পুনরায় হ্যামিল্টন হল দখল করে নিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীরা।
একই সঙ্গে স্বাধীন হয়েছিল দুটি দেশ, তার একটি ভারত যখন বিশ্বে সুপার পাওয়ার হয়ে ওঠার স্বপ্ন দেখছে তখন পাকিস্তান দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে ভিক্ষা চাইছে। পাকিস্তানের সংসদে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন সেখানকার বিরোধী দল জমিয়ত উলেমা ই ইসলাম ফজল এর নেতা মাওলানা ফজলুর রহমান।
জাতীয়
ভারতীয় নৌসেনার প্রধান পদে দায়িত্ব নিলেন অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। তিনি নৌবাহিনীর ২৬ তম প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
নিরাপত্তা রক্ষীদের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে নিহত হলেন ৯ জন মাওবাদী। ছত্রিশগড়ের নারায়ণপুর এবং কাঁকে জেলার মাঝামাঝি অবস্থিত গভীর অরণ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাটি মহারাষ্ট্র সীমান্ত সংলগ্ন এলাকা।
দাবদাহে ক্লান্ত দক্ষিণ বঙ্গ। কলকাতার উষ্ণতা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস।কলাইকুন্ডার সর্বোচ্চ উষ্ণতা ছিল ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের তথ্য, গত পঞ্চাশ বছরে এপ্রিল মাসে সর্বোচ্চ উষ্ণতা কখনো এত বেশি হয়নি। শেষবার ১৯৫৪ সালে এপ্রিল মাসে সর্বোচ্চ ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
খেলা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ভারতীয় দল ঘোষণা করা হলো। এই দলের অধিনায়ক রোহিত শর্মা এবং সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। উইকেটরক্ষক পদে প্রত্যাবর্তন হল ঋষভ পন্থের। ২০২২ সালের ডিসেম্বর মাসে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি।
বাংলাদেশ সফরে দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেও ভারতের মহিলা ক্রিকেট দল জয় পেল। পরপর দুই ম্যাচ তারা জিতল।
বিবিধ
প্রয়াত হলেন রামকৃষ্ণ সারদা মিশন ও শ্রী সারদা মঠের অধ্যক্ষা প্রব্রাজিকা আনন্দপ্রাণা। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি ছিলেন শ্রী সারদা মঠের পঞ্চম অধ্যক্ষা।