কারেন্ট অ্যাফেয়ার্স ১ মে ২০২৪

330
0
Current Affairs 1st May

আন্তর্জাতিক
  • গাজায় প্যালেস্টাইনীদের ওপর ইজরায়েল সেনার নৃশংস অত্যাচারের ছবি রোজই প্রকাশ্যে আসছে। এমনকি হাসপাতালগুলিকেও রেহাই দেয়নি তারা। প্রথম থেকেই ইজরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেনেটে ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে ইজরায়েলকে বিপুল পরিমাণ অর্থ সাহায্যের প্রস্তাব। কিন্তু মার্কিন মূলকের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে তীব্র হয়ে উঠলো ইজরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ এর মধ্যে বেশ কিছু কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করেছে। এদিন নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং নিউইয়র্কের সিটি বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের পাঠাতে পুলিশ ডাকা হয়। তিন শতাধিক ছাত্র-ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষোভের ভয়ে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ১৫ মে থেকে পঠন-পাঠন বন্ধ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জাতীয়
  • একসঙ্গে শতাধিক স্কুলে বোমাতঙ্ক। দিল্লি, নয়ডা এবং বৃহত্তর নয়ডার বেসরকারি স্কুলগুলিতে ইমেইল মারফত ওই হুমকি যায়। পৌঁছে যায় পুলিশ এবং বম্ব স্কোয়াডের কর্মীরা, তবে কোথাও কোন বোমা পাওয়া যায়নি। বিদেশের সার্ভার ব্যবহার করে ওই মেইলগুলি পাঠানো হয়েছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।
  • নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে, সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত চালিয়ে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিআরএস এর প্রধান কে চন্দ্রশেখর রাও এর যে কোন রকম নির্বাচনী প্রচার ৪৮ ঘণ্টার জন্য নিষিদ্ধ করল ভারতের নির্বাচন কমিশন।
খেলা
  • চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম পর্বে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মধ্যে ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত থাকলো।
  • অবশেষে দেউলিয়া মামলা থেকে মুক্তি পেলেন বরিস বেকার। ইংল্যান্ডের একটি আদালত তাঁকে এই মামলা থেকে অব্যাহতি দিল।
  • আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া তাদের দলে রাখেনি প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথকে।
বিবিধ
  • দেশে কর সংগ্রহে নতুন নজির স্থাপিত হল। এপ্রিল মাসে জিএসটি বাবদ আদায় হয়েছে ২.১ লক্ষ কোটি টাকা। এটি এযাবতকালের মধ্যে সর্বোচ্চ জিএসটি আদায়। এই প্রথম এক মাসে জিএসটি সংগ্রহ ২ লক্ষ কোটি টাকা অতিক্রম করে গেল। ২০২৩ সালের এপ্রিল মাসের থেকে  তা ১২.৪ শতাংশ বেশি। এতদিন পর্যন্ত ২০২৩ সালের এপ্রিল মাসে ১.৮৭ লক্ষ কোটি টাকা ছিল সর্বোচ্চ জিএসটি আদায়।
  • বিদ্যুৎ চাহিদার নতুন রেকর্ড স্থাপিত হল বাংলায়। এদিন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সরবরাহ নিগম এলাকায় বিদ্যুতের সর্বোচ্চ ১০১৬৫ মেগাওয়াট চাহিদা নথিভুক্ত হয়। সি ই এস সি এলাকায় এদিন সর্বোচ্চ চাহিদা ছিল রেকর্ড ২৬৮৬ মেগাওয়াট।