কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে কাজের সুযোগ

392
0
St. Xavier's College Recruitment 2024

কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ডেটা সায়েন্স ল্যাবরেটরির জন্য ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। St. Xavier’s College Recruitment 2024

যোগ্যতাঃ কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন্স বা সম্পর্কিত বিষয়ে বিটেক বা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে।

পাশাপাশি কম্পিউটার সায়েন্সের মৌলিক বিষয় সম্পর্কিত ধারণা থাকা

এবং পাইথন/ সি প্লাসপ্লাস/আর -এর মধ্যে যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত জ্ঞান থাকা প্রয়োজন।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ

আবেদনের ফিঃ ১০০০ টাকা। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদনের ফি দিতে হবে।

ডিমান্ড ড্রাফট কাটতে হবে St. Xavier’s College –এর অনুকূলে এবং প্রদেয় হবে কলকাতায়।

আর্মিতে ৯০ অফিসার নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িট জেরক্স, বায়োডেটা ও ডিমান্ড ড্রাফট সহ আবেদন করতে হবে ২৫ মে ২০২৪ তারিখের মধ্যে।

বায়োডেটা পাঠানোর ঠিকানাঃ St. Xavier’s College (Autonomous), 30 Mother Teresa sarani, Kolkata- 700016.

St. Xavier’s College Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন