কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ মে ২০২৪

192
0
Current Affairs 15th May

আন্তর্জাতিক
  • আততায়ীর হাতে গুলিবিদ্ধ হলেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফি। স্লোভাকিয়ার রাজধানী বাতিস্লাভা থেকে দেড়শ কিলোমিটার দূরে হান্দোলভা শহরে সমর্থকদের কথা বলার সময় তিনি গুলিবিদ্ধ হন। অন্তত চারটি গুলি তাঁর শরীরে লেগেছে, তিনি গুরুতর যখন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
  • পাকিস্তানের রাজনীতিতে ঝড় তুলল ‘দুবাই আনলকড’ নামে একটি সংস্থার তদন্ত রিপোর্ট। সেখানে দাবি করা হয়েছে, পাকিস্তানের বিভিন্ন রাজনীতিক, আমলা, সেনা অফিসার দুবাইয়ে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছেন। অন্তত ১৭ হাজার পাকিস্তানি নাগরিক সেখানে তেইশ হাজার আবাসন কিনে রেখেছেন। নওয়াজ শরিফ এবং আসিফ আলি জারদারির পরিবারের সদস্যদের নামও রয়েছে সেখানে।
  • ব্রিটেনের রাজা চার্লস নিজের প্রথম প্রতিকৃতির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। এই প্রতিকৃতিটি এঁকেছেন ব্রিটিশ রাজ পরিবারের শিল্পী জোনাথন ইয়ো।
জাতীয়
  • নিউজক্লিক সংস্থার প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে জেল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২০২৩ সালের ৩ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইন এবং ইউএপিএ ধারায় গ্রেপ্তার করা হয়েছিল প্রবীরবাবুকে।
  • মুম্বাইয়ের ঘাটকাপরে বিশাল ধাতব বিলবোর্ড ভেঙে পড়ায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৬। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এই ঘটনার উদ্ধারকার যে হাত লাগিয়েছে এই বিলবোর্ড ভেঙ্গে ৭৫ জন গুরুতর জখম হয়েছেন।
  • রাজস্থানে একটি খনিতে নামার লিফট ছিঁড়ে পড়ে মৃত্যু হল হিন্দুস্তান কপার লিমিটেডের চিফ ভিজিলেন্স অফিসার উপেন্দ্রকুমার পান্ডের। রাজস্থানের ক্ষেত্রিনগরে লিফটের তার ছিঁড়ে ১৮৭৫ ফুট নিচে গড়িয়ে পড়ে।
  • সিন্ধিয়া রাজ পরিবারের বধু মাধবী রাজে সিন্ধিয়া প্রয়াত হলেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মা এবং প্রয়াত কংগ্রেস নেতা মাধব রাও সিন্ধিয়ার স্ত্রী।
খেলা
  • মেয়েদের ফুটবলে জাতীয় চ্যাম্পিয়ন হল মণিপুর। ফাইনালে তারা হরিয়ানাকে ২-০ গোলে হারিয়ে গেল এই প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মনিপুরের বালা দেবী। ফাইনাল প্রতিযোগিতাতেও তিনি ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন।
  • ভুবনেশ্বরে অনুষ্ঠিত ফেডারেশন কাপ অ্যাথলেটিক্সে জ্যাভলিন থ্রো বিভাগে সোনা পেলেন নীরজ চোপড়া। তিনি ৮২.২৭মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছেন।
বিবিধ
  • ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী সৌমা স্বামীনাথন ২০১৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। কোভিড মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। এই কাজের জন্য স্বামীনাথনকে ২০২৪ সালের বসন্তকালীন সমাবর্তনে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করার ঘোষণা করল কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়।
  • এদিন আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গে বিএসএনএল শুরু করল ফোর জি পরিষেবা। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বিএসএনএলের টাওয়ার রয়েছে ১৭২০টি। আরও ২৩০টি নতুন টাওয়ার বসানো হবে বলে জানানো হলো।
  • ভারতীয় সংস্থা এভারেস্টের মসলা নিয়ে এর আগে তদন্তের নির্দেশ দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। এবার নিউজিল্যান্ডের খাদ্য নিয়ন্ত্রক সংস্থাও ওই সংস্থার পণ্য নিয়ে পরীক্ষা করার সিদ্ধান্ত জানাল।