কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ মে ২০২৪

191
0
Current Affairs 19th May

আন্তর্জাতিক
  • ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রইসি বিপদের মুখে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন তিনি ইরান আজারবাইজান সীমান্তে কিভ কাছালি বাঁধ উদ্বোধন করেন। সেখানে রইসি ছাড়াও আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ উপস্থিত ছিলেন। এরপর সেখান থেকে ইরানের উত্তর দিকে যাওয়ার জন্য হেলিকপ্টারে ওঠেন রইসি। কিন্তু আজ আরবাইজান সীমান্ত এলাকায় খারাপ আবহাওয়ার মধ্যে সেই বিমানটি ক্র্যাশ ল্যান্ডিং করতে বাধ্য হয় বলে অনুমান করা হচ্ছে। খারাপ আবহাওয়া থাকায় সেখানে পৌঁছতে অসুবিধা হচ্ছে ইরানের সেনাবাহিনীর। ওই হেলিকপ্টারে রইসি ছাড়াও ছিলেন ইরানের বিদেশ মন্ত্রী হোসেন আমিরাদোল্লাহিয়ান এবং উচ্চ পদস্থ কয়েকজন সরকারি কর্মচারী। প্রসঙ্গত, ২০২১ সালে ইরানের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন ইব্রাহিম রইসি। সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলিখামেনেই এর পরেই তাঁর স্থান।
  • কিরগিজস্থানে ভারত-বাংলাদেশ ও পাকিস্তানের ছাত্র-ছাত্রীদের অবস্থা বিপদের মুখে পড়েছে। সেখানে কিরগিজ ও মিশরীয় ছাত্রদের মধ্যে লড়াই হওয়ার পর থেকেই ভারতীয়রা আক্রান্ত হচ্ছে। আপাতত ছাত্রাবাসের মধ্যে লুকিয়ে রয়েছে। সেখানেও আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণ এশীয় ছাত্রদের।
জাতীয়
  • প্রাক্তন অতিরিক্ত জেলা বিচারক হিসেবে উমেশ কুমার শিরোহি আইনের চোখে কোন অতিরিক্ত ছাড় পাবেন না বলে জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট। প্রসঙ্গত, নিজের ভাইয়ের বিয়ের জন্য পণ চাওয়া, সেই বাড়ির লোকজনকে মিথ্যে অভিযোগে ফাঁসানোর অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন তিনি। নিজের পদকে কাজে লাগিয়ে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটকে প্রভাবিত করার চেষ্টাতেও তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। পুলিশি তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পর আর চাকরি চলে যায়। এই বিষয়ে তাঁর রিট পিটিশন খারিজ করে বিচারক হিসাবে তাঁর কর্তব্য কি ছিল তা মনে করিয়ে দিয়েছে হাইকোর্ট।
খেলা
  • থাইল্যান্ড ওপেন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন হলেন ভারতের সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। এই সুপার পাঁচশ প্রতিযোগিতায় পাঁচ বছর আগেও খেতাব জিতে ছিলেন তাঁরা।
  • ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি। এদিন ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারানোর পর তাদের খেতাব জয় নিশ্চিত হলো।৩৮ ম্যাচে একানব্বই পয়েন্ট পেয়েছে তারা। এর ফলে পরপর চার বার ই পি এল খেতাব জিতল ম্যানচেস্টার সিটি। এটা একটা রেকর্ড। এই প্রথম কোন দল পরপর চারবার ই পি এল খেতাব জিতলো। এবারের প্রতিযোগিতায় রানার আপ হলো আর্সেনাল।
বিবিধ
  • তিনবারের চেষ্টায় দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানুষের শুভেচ্ছায় ভেসে গেলেন দিবাকর। এর কারণ একসময় সশস্ত্র রাজনীতির পথে পা রেখেছিলেন দিবাকর। ছত্রিশগড়ের কবিরধামে পলাতক দিবাকরের মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১৪ লক্ষ টাকা। এরপর তিনি সমাজের মূল স্রোতে ফিরে আসেন। ২০২১ সালে আত্মসমর্পণ করার পর লেখাপড়া শুরু করেন।
  • মহাকাশে পর্যটক হিসাবে বিপুল টাকা খরচ করে ভ্রমণে যাচ্ছেন কোন কোন ধন কুবের। প্রথম ভারতীয় মহাকাশ পর্যটক হিসেবে সেই তালিকায় নাম নাম তুললেন গোপী থোটাকুড়া। তিনি অন্ধ্রপ্রদেশের একজন পাইলট। ব্লু অরিজিন সংস্থার টেক্সাস থেকে তাদের সপ্তম উড়ানে ১১ মিনিটের জন্য মহাকাশ ভ্রমণ করলেন তিনি।
  • ২০২৪ সালের কান চলচ্চিত্র উৎসবে ক্লাসিক চলচ্চিত্র বিভাগে প্রদর্শিত হল ১৯৭৬ সালে ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগালের নির্মিত ছবি ‘মন্থন’।