কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ মে ২০২৪

245
0

আন্তর্জাতিক
  • ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগর থেকে ফলভূমিতে প্রবেশ করেছে বাংলাদেশের মংলা বন্দরের দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে। এর প্রভাবে বিপুল ক্ষতি হয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়। ঝড়ের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। বাংলাদেশের দক্ষিণে ১৯ টি জেলায় দেড় লাখের  বেশি বেশি ঘরবাড়ি ভেঙে গিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৩৮ লক্ষ মানুষ। ৯৪২৪টি আশ্রয় কেন্দ্রে ৮ লক্ষাধিক মানুষকে স্থানান্তরিত না করলে আরো বড় বিপর্যয় হতে পারত। প্রায় একই সময়ে বিশ্বের অপর প্রান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস, কেন্টাকি, আরকানস, ওকলাহোমা প্রদেশে আছড়ে পড়ে শক্তিশালী টর্নেডো। এই টর্নেডোর প্রবাহে অন্তত ১৮ জনের প্রাণহানির খবর জানা গেছে।
  • পাপুয়া নিউগিনিতে মাউন্ট মুঙ্গালোর একটি অংশ ধ্বসে পড়ে নিশ্চিহ্ন হয়ে গেল একটি গ্রাম। সেখানকার ২০০০ নাগরিকের জীবন্ত চাপা পড়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পাপুয়া নিউগিনির প্রত্যন্ত এন্গা প্রদেশের মাউন্ট মুঙ্গালোর এক পাশে ওই গ্রামটি ছিল। এখন আর তার অস্তিত্বই নেই।
  • আন্তর্জাতিক অপরাধ দমন আদালত গাজা ভূখণ্ডের রাফায় সেনা অভিযান বন্ধের জন্য ইজরায়েলকে যে স্পষ্ট নির্দেশ দিয়েছিল তা অমান্য করল ইজরায়েলের সেনাবাহিনী। রাফায় তাদের নির্বিচার আকাশ পথে হামলায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে  অধিকাংশই শিশু ও মহিলা। মৃতদের সংখ্যা আসলে একশোর বেশি বলে দাবি করেছে স্থানীয় সংবাদমাধ্যম। এই পরিস্থিতিতে গোটা গাজা ভূখণ্ডেই চিকিৎসা ব্যবস্থা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। অধিকাংশ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর প্রাণহানি হয়েছে। জীবন দায়ী ওষুধ নেই। অস্ত্রোপাচার-এর উপকরণও নেই গাজায়।
জাতীয়
  • ঘূর্ণিঝড় রেমাল এর দাপটে দক্ষিণবঙ্গে মৃত্যু হয়েছে ৮ জনের। এই ঘটনায় ২৯ হাজার ৫০০ বাড়ি ভেঙে গিয়েছে। তার মধ্যে আড়াইহাজার বাড়ি একেবারেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ২১৪০টিরও বেশি গাছ ভেঙে পড়েছে। ১৭০০ বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে। এই ঝড়ের দাপটে ২১ ঘন্টা বন্ধ রাখতে হয়েছিল কলকাতা বিমানবন্দর।
  • পুনেতে এক নাবালকের মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে বিলাসবহুল গাড়ি চালিয়ে মোটরসাইকেল আরোহী দুজন প্রযুক্তি ইঞ্জিনিয়ারকে হত্যার ঘটনায় দুজন চিকিৎসককে গ্রেফতার করলো পুলিশ। পুনের সসুন হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক অজিত তাওরে এবং ওই হাসপাতালের চিফ মেডিকেল অফিসার হরি হলনো অভিযুক্ত নাবালকের রক্তের নমুনা বদলে দিয়ে একজন সুস্থ নেশা মুক্ত ব্যক্তির রক্ত রেখে দিয়েছিলেন বলে অভিযোগ। পুলিশ যেহেতু অভিযুক্তের রক্ত পরীক্ষা দ্বিতীয় আরেকটি হাসপাতাল থেকেও করিয়েছিল তাই এই গরমিল প্রমাণিত হয়েছে। তদন্তকে ভুল পথে পরিচালনার অভিযোগে ইতিমধ্যেই ওই নাবালকের বাবা ও দাদুকে গ্রেফতার করেছে পুলিশ।
  • দিল্লিতে বিবেক বিহারে বেবি কেয়ার নিউ বর্ন হাসপাতালে অগ্নিকাণ্ডে সাত সদ্যজাত শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতালের মালিককে গ্রেফতার করল পুলিশ। ওই হাসপাতালটি বেআইনিভাবে চালানো হচ্ছিল বলে অভিযোগ।
খেলা
  • ফরাসি ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন রাফায়েল নাদাল। আলেকজান্ডার জেরেভের কাছে তিনি তিন সেটে পরাস্ত হলেন ৩-৬,৬-৭(৭),৩-৬। চোদ্দবার ফরাসি ওপেন জয়ী নাদালের কাছে এই হার অপ্রত্যাশিত তো বটেই! পুরুষদের সিঙ্গেলসে ভারতের সুমিত নাগালও ফরাসি ওপেনের প্রথম রাউন্ডেই হার মানলেন তিনি পরাজিত হলেন রাশিয়ার কারেন হচেনভের কাছে। এই প্রথমবার ফরাসি ওপেন এর পুরুষদের সিঙ্গেলসে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন সুমিত।
বিবিধ
  • লন্ডনে অবস্থিত ব্রিটিশ মিউজিয়াম থেকে বহু মূল্য কিছু প্রশ্ন সামগ্রী চুরির ঘটনায় তদন্তের সাহায্য করবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। প্রায় দু বছর আগে ওই সামগ্রীগুলি চুরি গিয়েছিল। তখন অভিযোগ উঠলেও তা স্বীকার করেনি ব্রিটিশ মিউজিয়াম।বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি নিলাম কেন্দ্রে তা বিক্রি হতে দেখা যায়। এরপর বাধ্য হয়ে ব্রিটিশ মিউজিয়াম চুরির কথা স্বীকার করে।