কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ মে ২০২৪

170
0
Current Affairs 28th May
PORTO, PORTUGAL - JUNE 05: Cristiano Ronaldo of Portugal looks on during the UEFA Nations League Semi-Final match between Portugal and Switzerland at Estadio do Dragao on June 05, 2019 in Porto, Portugal. (Photo by TF-Images/Getty Images)

আন্তর্জাতিক
  • পাকিস্তানই লাহোর চুক্তি ভেঙ্গেছিল বলে এদিন প্রকাশ্যে স্বীকার করে নিলেন প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এটা তাঁদের দেশের ভুল বলে তিনি স্বীকার করে নিয়েছেন। প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২১ ফেব্রুয়ারি লাহোরে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি শীর্ষ  সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে শান্তি ও স্থিতাবস্থা রক্ষার জন্য একটি চুক্তি স্বাক্ষর হয়। তখনকার দুই দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং নওয়াজ শরিফ সেই লাহোর ঘোষণাপত্রে সই করেছিলেন। এই ঘটনার তিন মাসের মধ্যেই কারগিলে নিয়ন্ত্রণ রেখা ভেঙে ভারত এর ভূমি দখল করতে চেষ্টা করেছিল পাকিস্তান। এই ঘটনায় তখনকার পাকিস্তানি সেনাপ্রধান পারভেজ মোশারফ দায়ী বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন নওয়াজ ,এদিন তিনি প্রকাশ্যে পাকিস্তানের স্বীকার করে নিলেন  যে তাঁরাই লাহোর চুক্তি ভেঙেছিলেন।
  • উত্তর কোরিয়ার দ্বিতীয় উপগ্রহ উৎক্ষেপণ প্রক্রিয়া ব্যর্থ হল। এদিন উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই উপগ্রহটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে পিতসাগরের উপর। প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নজরদারির জন্য এই চর উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল। ছ’মাস আগে তাদের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ প্রক্রিয়া অবশ্য সফল হয়েছিল।
  • আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। এর ফলে বর্তমানে রাষ্ট্রসঙ্ঘের ১৯৩টি দেশের মধ্যে ১৪৫টি দেশ প্যালেস্টাইনকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে। এখনো মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ডেনমার্ক প্রভৃতি দেশ প্যালেস্টাইনকে আলাদা দেশ হিসাবে মানে না।
  • পাকিস্তানের মহেঞ্জোদারোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত হলো ৫২.২ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে এটি সে দেশের একটি রেকর্ড।
জাতীয়
  • উপকূল থেকে ক্রমশ এগিয়ে উত্তর-পূর্ব ভারতেও বিপুল ক্ষয়ক্ষতি সৃষ্টি করল ঘূর্ণিঝড় রেমাল। মাত্র ৭ দিনে এই ঘূর্ণিঝড় অতিক্রম করেছে প্রায় পাঁচ হাজার কিলোমিটার পথ। ঝড়ের প্রভাবে অসম ও নাগাল্যান্ডের সাতজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে একমাত্র মিজোরামেই ২৭ জনের মৃত্যু হয়েছে। আইজলের মেলথাম এলাকায় একটি পাথর খাদানে ভয়ংকর ধস নেমে চাপা পড়েছেন খনি কর্মীরা। তাঁদের কারোরই আর বাঁচার আশা নেই।
  • কলেজের মধ্যেই একজন কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করা হলো পাটনায়। নিহত ছাত্র ছিলেন পাটনার বি এন কলেজে ভোকেশনাল ইংরেজির তৃতীয় বর্ষের পড়ুয়া। তাঁর নাম হর্ষ রাজ। তিনি সুলতানগঞ্জ ল কলেজে পরীক্ষা দিয়ে বেরোনোর সময় একদল ছাত্র তাঁকে লাঠিপেটা করে হত্যা করে। এই ঘটনায় পাটনা কলেজেরই ছাত্র চন্দন যাদবকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুরনো একটি ঘটনায় তাদের মধ্যে শত্রুতা ছিল বলে জানা গেছে।
  • মুম্বাইয়ের কোস্টাল রোডে সমুদ্রের নিচে অবস্থিত সুড়ঙ্গে ফাটল দেখা দিয়েছে। সেখানে জল ঢুকছে বলে জানা গেছে। সুড়ঙ্গের এই অংশটি সমুদ্রের প্রায় কুড়ি মিটার নিচে অবস্থিত।
খেলা
  • হেডে গোল করে নতুন রেকর্ড স্থাপন করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিনি মোট ১৪৫টি গোল করলেন হেড দিয়ে। এক্ষেত্রে তিনি ভেঙ্গে দিলেন জার্মানির গার্ড মুলারের ১৪৪টি হেডে গোল করার রেকর্ড। এদিন আল নাসের ক্লাবের হয়ে দুটি গোল করেছেন রোনাল্ডো। এই মৌসুমে এই ক্লাবের হয়ে মোট ৩৫টি গোল করে তিনি আরব লিখে সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে এসেছেন। এক্ষেত্রে তিনি ভেঙ্গে দিলেন ২০১৯ সালে সর্বোচ্চ ৩৪ গোল করা আপদেরাজাক হামদাল্লাহর রেকর্ড।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত মেজর লিগ ক্রিকেটকে এবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি লিস্ট এ স্বীকৃতি দিল।
বিবিধ
  • আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন রাষ্ট্রসঙ্ঘের শান্তি রক্ষা বাহিনীর ভারতীয় সদস্য মেজর রাধিকা সেন। মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ড পাবেন তিনি। তাঁর হাতে এই সম্মান তুলে দেবেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস । আট বছর আগে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন রাধিকা সেন। পরে তিনি আন্তর্জাতিক শান্তি রক্ষা বাহিনীর বিভিন্ন শাখায় বিশ্বের বিভিন্ন প্রান্তে দুঃসাহসিক কাজে নেতৃত্ব দিয়েছেন।
  • টেলিফোন নম্বর নিয়ে নতুন একটি মেমোরেন্ডাম জারি করল কেন্দ্রীয় টেলিকম দপ্তর। তারা জানিয়েছে, এখন থেকে সরকার, সরকারি নিয়ন্ত্রক সংস্থা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি থেকে পরিষেবা বা লেনদেন সংক্রান্ত ফোন গ্রাহকের কাছে গেলে তার নম্বর হবে ১০ ডিজিটের এবং প্রথম তিনটি সংখ্যা হবে ১৬০।
  • যে সকল খুচরো লগ্নীকারী সরকারি ঋণপত্র কিনতে চান তাঁদের জন্য প্রভা নামের একটি পোর্টাল চালু করল ভারতের রিজার্ভ ব্যাংক। এছাড়াও একটি মোবাইল অ্যাপেরও উদ্বোধন করা হলো এদিন।