এই ২০২৪ সালেও পৃথিবী মুক্ত হতে পারল না বর্ণবিদ্বেষের থেকে। অভিযোগ উঠেছে, একটি মার্কিন উড়ান সংস্থা কেবলমাত্র কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে আট জন বিমান যাত্রীকে একটি বিমান থেকে নামিয়ে দিয়েছে। এই ঘটনা ঘটেছে গত পাঁচ জানুয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজনার ফিনিক্স থেকে আমেরিকান এয়ারলাইন্সের নিউইয়র্কে যাওয়ার উড়ানে এই ঘটনা ঘটে। পরস্পর অপরিচিত এই ব্যক্তিদের বলা হয়েছিল, যে তাঁদের গায়ে দুর্গন্ধ। এই ঘটনা নিয়ে যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেনি সংশ্লিষ্ট সংস্থা। এই ঘটনায় আমেরিকান এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা করেছেন এই ঘটনায় মর্মাহত তিনজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি।
গাজা ভূখণ্ডে সামরিক আগ্রাসন চালালেও নিজের দেশেই বেকায়দায় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রতি তিনি সংসদে রাফায় হামলার জন্য ক্ষমাপ্রার্থনা করেছেন। এবার সংসদ ভেঙে দিয়ে দ্রুত নির্বাচনের জন্য একটি বিল পেশ করলেন মন্ত্রিসভার সদস্য বেনি গানজ। নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এখনই নির্বাচনের বিরুদ্ধে কিন্তু সরকারের অন্যতম শরিক দল ন্যাশনাল ইউনিয়ন পার্টি এখনই সংসদ ভেঙে দিয়ে সাধারণ নির্বাচনের পক্ষে।
হংকংয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং চিনের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে যখন আন্দোলন তীব্র হয়ে উঠেছিল তখন নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছিল অনেককে। তাদের মধ্যে ১৪ জনকে এদিন চিনের জাতীয় সুরক্ষা আইনে দোষী সাব্যস্ত করা হলো। শুধু তাই নয়, ভবিষ্যতে এই ব্যক্তিদের নির্বাচনে দাঁড়ানোর অধিকার হরণ করা হয়েছে আদালতের রায়ে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক মহল।
জাতীয়
আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করল কেরলে। সাধারণত ১ জুন তারিখে কেরলে বর্ষা প্রবেশ করে। মৌসম ভবন সূত্রে জানা গেছে, এ বছর দুদিন আগেই বর্ষা প্রবেশ করল। প্রসঙ্গত, গত ৫০ বছরের মধ্যে এর আগে ১৯৯০ সালে, ১৯৯৯ সালে এবং ২০০৯ সালে বর্ষা নির্ধারিত সময়ের আগে ভারতে প্রবেশ করেছিল।
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি তথা জেডিএস দলের সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে গ্রেপ্তার করল বেঙ্গালুরু পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। সাংসদ হিসেবে তিনি যে কূটনৈতিক পাসপোর্ট পান তা বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। এদিন জার্মানির মিউনিখ থেকে বিমানে বেঙ্গালুর বেঙ্গালুরুর ক্যাম্পেগোরা বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই প্রজ্জ্বলকে হেফাজতে নেয় সিট। প্রসঙ্গত, শতাধিক মহিলার সঙ্গে গুরুতর নিগ্রহের অভিযোগ উঠেছে রেভান্নার বিরুদ্ধে।
খেলা
নরওয়ে দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে ভারতের প্রতিযোগী আর প্রজ্ঞানন্দ হারিয়ে দিলেন নরওয়েই দাবারু তথা বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেনকে এই প্রথম ক্লাসিক্যাল ফরম্যাটে হারালেন তিনি। তবে র্যাপিড এবং ব্লিতজ ফরম্যাটে আগেই কার্লসেনকে হারিয়েছিলেন প্রজ্ঞানন্দ। হারিয়েছিলেন অনলাইন র্যাপিড মাস্টার্ড দাবাতেও। প্রজ্ঞানন্দের বয়স মাত্র ১৮ বছর। প্রজ্ঞানন্দ এবং তার দিদি বৈশালী ভারতের একমাত্র ভাই-বোন যারা দুজনেই দাবায় গ্র্যান্ডমাস্টার হয়েছেন। এই প্রতিযোগিতাতেও দুই ভাইবোনই খেলছেন।
একটানা ১৯ বছর ধরে ফরাসি ওপেনের অন্তত তৃতীয় রাউন্ডে ওঠার অবিস্মরণীয় রেকর্ড করলেন নোভাক জোকোভিচ।
সিঙ্গাপুর ওপেনস এর দ্বিতীয় রাউন্ডে মহিলাদের সিঙ্গেলসে পি ভি সিন্ধু এবং পুরুষদের সিঙ্গেলসে এইচ এস প্রণয় পরাজিত হলেন।
বিবিধ
দেশে প্রথম বেসরকারি উদ্যোগে রকেট উৎক্ষেপণ সফল হলো। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে অগ্নিবান নামে ওই রকেটের উৎক্ষেপণ সফল হয়েছে। এই প্রথম বিশ্বে সিঙ্গেল পিস থ্রিডি প্রিন্টেড সেমি ক্র্যায়োজনিক ইঞ্জিনের উৎক্ষেপণ সফল হল।
বর্তমানে দেশে যত টাকা রয়েছে মূল্যের বিচারে তার অধিকাংশই ৫০০ টাকার নোট, ৮৬.৫ শতাংশ। বর্তমানে দেশে মোট ৫.১৬ লক্ষ ৫০০ টাকার নোট রয়েছে। এরপরেই রয়েছে ১০ টাকার নোট। দেশে ২.৪৯ লক্ষ ১০ টাকার নোট রয়েছে।