কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ মে ২০২৪

157
0
Current Affairs 31st May

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে কোন ফৌজদারী মামলায় দোষী সাব্যস্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের নিম্ন আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছে। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে মুখ বন্ধ রাখার জন্য ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া  ও নিজেরই ব্যবসায়িক নথিপত্র জাল করাসহ ৩৪টি অভিযোগ আনা হয়েছিল ট্রাম্পের বিরুদ্ধে। তিনি তার সবগুলোতেই দোষী সাব্যস্ত হয়েছেন। এরপরেও অবশ্য আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াতে কোন বাধা নেই ট্রাম্পের। কারণ, মার্কিন আইন এমনই। প্রসঙ্গত, ২০২০ সালে ক্যাপিটাল হিল দাঙ্গায় উস্কানি দেওয়া অভিযোগে মামলা এখনো শুরু হয়নি। আগামী দিনে সেই মামলাও শুরু হওয়ার কথা ট্রাম্পের বিরুদ্ধে।
  • গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় প্রাণহানির সংখ্যা ৩৮ হাজার পেরিয়ে গেছে। এই ঘটনায় প্রথম থেকেই ইজরায়েলের পাশে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এদিন সেই জায়গা থেকে পিছিয়ে এসে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন গাজায় ছয় সপ্তাহের জন্য যুদ্ধ বিরতির প্রস্তাব রাখলেন। শুধু তাই নয়, গাজার থেকে ইজরায়েলের সেনা প্রত্যাহার এবং হামাসকে দেওয়ার প্রস্তাব করেছেন তিনি। যদিও গাজায় হামলা চালানোয় কোন বিরতি দিচ্ছে না ইজরায়েল। এদিনও ২৮০ জনের নিহত হয়েছেন তাদের হানাদারিতে।
জাতীয়
  • উত্তর, পূর্ব ও মধ্য ভারত জ্বলছে দাবদাহে। সেখানে এদিন গরমে ৭৯ জনের মৃত্যু হয়েছে। বিহারে ৪৪ জন প্রাণ হারিয়েছেন গরমের কারণে। নির্বাচনের দায়িত্বে থাকা ২৩ জন ভোটকর্মীর মৃত্যু হয়েছে গরমে। এর মধ্যে নাগপুরে দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা ৫৬ ডিগ্রি সেলসিয়াস হয়েছে বলে জানা গেছে। তবে সরকারিভাবে এই তথ্য স্বীকার করা হয়নি। পদ্ধতিগত ত্রুটির জন্য ফুল তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। অন্যদিকে উত্তর-পূর্ব ভারত বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবল বৃষ্টিতে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সেখানে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
  • বিদেশী মুদ্রার সংকট থেকে রক্ষা পেতে একটা সময় বন্ধক হিসেবে বিদেশের ব্যাংকে সোনা জমা রাখতে হয়েছিল ভারতকে। পরবর্তীকালে ধাপে ধাপে সেই সোনা ফিরিয়ে আনা হয়েছে। এবার ব্রিটেনের ব্যাংক অব  ইংল্যান্ড থেকে ১০০ টন সোনা নিজেদের ভোল্টে ফিরিয়ে আনলো কেন্দ্রীয় সরকার। ফলে ভারতের স্বর্ণভান্ডারের পরিমাণ বেড়ে হল ৮২২ টন।
খেলা
  • সিঙ্গাপুর ওপেনের মহিলাদের ডাবলসে সেমিফাইনালে উঠল ভারতের অবাছাই জুটি। তৃষা জোলি ও গায়ত্রী গোপিচাঁদ হারিয়ে দিলেন ষষ্ঠ বাছাই দক্ষিণ কোরিয়ার কিম শ ইয়াং- কং হি ইয়ং জুটিকে।
  • ছেলেদের বক্সিংয়ে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে প্যারিস অলিম্পিকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করলেন ভারতের নিশান্ত দেব।
বিবিধ
  • ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে (জানুয়ারি থেকে মার্চ) দেশের আর্থিক বৃদ্ধি হয়েছে ৭.৮ শতাংশ। আশঙ্কা করা হয়েছিল যে, এই হার ৭ শতাংশের নিচে নেমে যাবে। এর ফলে ২০২৩-২৪ অর্থবর্ষে মোট বৃদ্ধির হার হয়েছে ৮.২ শতাংশ। বিভিন্ন আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা থেকে ৬.৭ থেকে ৭.৬ শতাংশ বৃদ্ধি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। এর আগে ২০২২-২৩ অর্থবর্ষে বৃদ্ধির হারছিল ৭ শতাংশ।
  • শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই এবার অভিনয় শুরু করছেন। ২৬ বছরের মালালাকে ব্রিটিশ কমেডি সিরিজ ‘উই আর লেডি পার্টস’-এ অভিনয় করতে দেখা যাবে।