কারেন্ট অ্যাফেয়ার্স ২ জুন ২০২৪

129
0
Current Affairs 2nd June

আন্তর্জাতিক
  • বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের মাটিতে দ্বিতীয়বার কোন মহাকাশযান সাফল্যের সঙ্গে অবতরণ করাতে পারল চিন। এদিন চিনের মহাকাশ যান চাং এ ছয় নিরাপদে অবতরণ করল চাঁদের দক্ষিণ মেরুর অ্যাটকিন বেসিন  নামে একটি বিশাল আকারের গহ্বরে। এই অংশটি দুর্গম এবং পৃথিবী থেকে দেখা যায় না। এর আগে ২০১৯ সালে চিন আরো একবার মহাকাশযান সফলভাবে অবতরণ করিয়েছিল চাঁদের দক্ষিণ মেরুতে। তার নাম চাং  এ চার। চিনা ভাষায় চাং কথাটির অর্থ চাঁদের দেবী। এবার যে চাং  এ ছয় যান পাঠানো হয়েছে তাতে ল্যান্ডার, রোভার এবং অর্বিটার রয়েছে।
  • গাজা ভূখণ্ড নিয়ে এখনো কোনো সমঝোতা সূত্র মিলল না। মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া সমঝোতা সূত্র নিয়ে এখনো প্রকাশ্যে কোন মন্তব্য করেনি ইজরায়েল। তারা রাফায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে।
জাতীয়
  • অরুণাচল প্রদেশ এবং সিকিমে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। অরুণাচল প্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই দশটি আসনে জিতেছিল শাসক দল বিজেপি। ফল প্রকাশের পর দেখা গেছে ৬০ আসনের বিধানসভায় তারা জিতেছে মোট ৪৬টি আসনে। এখানে এই নিয়ে তৃতীয় বার মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন প্রেমা খান্ডু। অন্যদিকে সিকিমে ৩২টি আসনের মধ্যে ৩১টিতে জয়ী হল শাসক দল সিকিম ক্রান্তিকারী মোর্চা। মুখ্যমন্ত্রী পদে ফলে পুনরায় থাকছেন প্রেম সিং তামাং। এই নিয়ে তিনি পরপর দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী পদে বসছেন। অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী পবন চামলিং-এর দল এসডিএফ পেয়েছে একটি আসনে জয়। সিকিমে একটি বিধানসভা আসনে নির্বাচনে দাঁড়িয়ে পরাজিত হলেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া।
  • এক বছর আগে ২০২৩ সালের ২ জুন ওড়িশার বাহানাগা বাজারে করমন্ডল এক্সপ্রেস ধাক্কা মেরেছিল একটি মালগাড়ির পিছনে। পরে সেখানেই এসে আছড়ে পড়ে যশোবন্তপুর হাওড়া এক্সপ্রেস। এই দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার ঠিক এক বছরের মাথায় পাঞ্জাবের শিরহিন্দে দিল্লি অমৃতসর রেল লাইনে একটি মালগাড়ি গিয়ে ধাক্কা মারল অন্য একটি মালগাড়িতে। দুটি মালগাড়ির শক্তি ছিল বারো হাজার হর্সপাওয়ার। এই ঘটনায় কোন প্রাণহানি না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
  • উপকূল থেকে উত্তর-পূর্ব ভারতে পৌঁছে ঘূর্ণিঝড় রেমাল ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। মিজোরামে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে এই ঘূর্ণিঝড়ে। ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তর। কেন্দ্রের কাছে এই বিপর্যয় প্রতিরোধে এক হাজার কোটি টাকার অর্থ সাহায্য চাইল মিজোরাম।
খেলা
  • উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ী হল রিয়াল মাদ্রিদ। তারা এই নিয়ে ১৫ বার এই খেতাব জিতল। ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে তারা ২-০ ব্যবধানে হারিয়ে দিল বরসিয়া ডর্টমুন্ডকে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম থেকে শেষ পর্যন্ত অপরাজিত থেকেই খেতাব জিতল রিয়াল মাদ্রিদ। ১৮ বার ফাইনালে উঠে এই নিয়ে তারা ১৫ বার এই খেতাব জিতল। অন্যদিকে ২০১৩ সালের পর পুনরায় ফাইনালে উঠেও শেষ হাসি হাসতে পারল না বরুসিয়া ডর্টমুন্ড।
  • শুরু হল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। উদ্বোধনী ম্যাচে কানাডাকে সাত উইকেটে হারিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্য ম্যাচ ম্যাচে পাপুয়া নিউগিনিকে ছয় উইকেটে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ।
বিবিধ
  • এদিন থেকে আর অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসাবে হায়দারাবাদের নাম বলা যাবে না। বলতে হবে তেলেঙ্গানার নাম। ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হয়েছিল আলাদা রাজ্য তেলেঙ্গানা। কথা ছিল সেদিন থেকে দশ বছর অর্থাৎ ২০২৪ সালের ২ জুন পর্যন্ত হায়দারাবাদ থাকবে দুটি রাজ্যের রাজধানী। এদিন সেই সময়সীমায়ই উত্তীর্ণ হল।