কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুন ২০২৪

198
0
Current Affairs 6th June

আন্তর্জাতিক
  • যুদ্ধ বিরতি নিয়ে টালবাহানার মধ্যেই গাজা ভূখণ্ডে সামরিক হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। এবার তারা মধ্য গাজার নুসেরাতে একটি স্কুলে পরের পর ক্ষেপণাস্ত্র হামলা চালালো। এই ঘটনায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৬ জনই মহিলা ও শিশু। সেখানে রাষ্ট্রসঙ্ঘের একটি শরণার্থী শিবির ছিল। যদিও ইজরায়েলের দাবি, সেখানে হামাস জঙ্গিরা আশ্রয় নিয়েছিলেন।
  • কানাডার কাছে দেশের বাইরের সব থেকে বড় বিপদ চিন এবং তারপরেই ভারত। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দপ্তরে সেদেশের পার্লামেন্টারি প্যানেলের রিপোর্ট জমা পড়েছে। সেখানে বলা হয়েছে, কানাডার গণতন্ত্রের জন্য সবথেকে ক্ষতিকর দেশ হলো চিন। তাদের অভ্যন্তরীণ হিসেবে তাদের দেশের দ্বিতীয় বৃহত্তম বিপদ ছিল রাশিয়া, বর্তমানে রাশিয়ার বদলে ভারতকে তাদের গণতন্ত্রের পক্ষে দ্বিতীয় বৃহত্তম বিপদ বলে মন্তব্য করা হয়েছে।
জাতীয়
  • আগামী ৯ জুন রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানদের। তাঁদের মধ্যে রয়েছেন শ্রীলংকার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল, ভুটানের রাজা  জিগমে ওয়াংচুক, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথ, মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ  মুইজ্জু  এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • চন্ডিগড় বিমানবন্দরে সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে চড় মারার দায়ে সাসপেন্ড করা হলো সিআইএসএফ এর একজন মহিলা কনস্টেবলকে। তাঁর নাম কুলবিন্দর কাউর। সম্প্রতি হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন কঙ্গনা। জানা গেছে, পাঞ্জাবের সুলতানপুরের বাসিন্দা কুলবিন্দর। কৃষকদের লাগাতার আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ নিয়ে মহিলাদের প্রতি কঙ্গনার অসম্মানজনক উক্তির প্রতিবাদে কুলবিন্দর কাণ্ড ঘটিয়েছেন বলে একটি সূত্রে অভিযোগ করা হয়েছে।
খেলা
  • বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারত ও কুয়েতের মধ্যে ম্যাচ ড্র হলো। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। এই গ্রুপে পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রসঙ্গত, ফিফা বিশ্ব র‍্যাংকিংয়ে ভারতের থেকে ১৮ ধাপ পিছিয়ে রয়েছে কুয়েত। পূর্ব ঘোষণা মত এদিনের পরেই ফুটবলকে বিদায় জানালেন ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। ১১ নম্বর জার্সি নিয়ে খেলা সুনীল গত ১৯ বছর ধরে ভারতের নির্ভরযোগ্য খেলোয়াড়। ১৫১ টি আন্তর্জাতিক ম্যাচে দেশের হয়ে ৯৪টি গোল করেছেন সুনীল।
  • আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট জমিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এদিন তারা সুপার ওভারে হারিয়ে দিল পাকিস্তানকে। দু দলই ১৫৯ রান করেছিল। এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে পাকিস্তানের বোলার মোহাম্মদ আমির তিনটি ওয়াইড সহ ১৮ রান দেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে নামা, ভারতীয় বংশোদ্ভূত সৌরভ নেত্রভালকার ১৩ রানের বেশি খরচ করেননি। সৌরভ অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে খেলেছেন, তিনি লেখাপড়ার সূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন। অন্য ম্যাচে ৩৯ রানে ওমানকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে এদিন ৫৬ রান করেন ডেভিড ওয়ার্নার। সেই সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সবথেকে বেশি (৩১২০) রান করার রেকর্ডও করলেন তিনি। এদিন পাপুয়া নিউ গিনিকে তিন উইকেটে হারিয়ে দিল উগান্ডা।
  • ফরাসি ওপেনে পুরুষদের ডাবল সেমিফাইনালে হেরে গেল রোহন বোপান্না-ম্যাথু এবেডেন জুটি।
বিবিধ
  • ডিডে এর ৮০ তম বার্ষিকী পালিত হল প্যারিসে। ১৯৪৪ সালের ৬ জুন তারিখে জার্মানির কাছ থেকে ফ্রান্সের নরম্যান্ডি মুক্ত করতে সমর্থ হয়েছিল মিত্রশক্তি। সেদিন থেকেই মিত্রশক্তি এই দিনটিকে ডিডে হিসেবে পালন করে।
  • বার্ড ফ্লু সংক্রমণে এক ব্যক্তির মৃত্যু হল মেক্সিকোয়। এই মৃত্যুর পিছনে রয়েছে ইনফ্লুয়েঞ্জা এ বার্ড ফ্লু’র এইচ৫এন১ স্ট্রেইন। এই প্রথম এই স্ট্রেইন- এ কোন ব্যক্তির মৃত্যু হল।