ইতালিতে অনুষ্ঠিত জি ৭ শীর্ষ বৈঠকে এদিন অংশ নিলেন পোপ প্রথম ফ্রান্সিস। এই প্রথম কোন পো প জি ৭ বৈঠকে যোগ দিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে এই বইটাকে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূল বৈঠকের অবসরে এদিন তিনি আলাদা আলাদা করে পার্শ্ব বৈঠক করেন ফরাসি রাষ্ট্রপতি এমানওয়েল মাকর, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। চলতি বছরে ফরাসি রাষ্ট্রপতির সঙ্গে এই নিয়ে চতুর্থবার বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটলেও এদিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রীকে।
কুয়েতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একই আবাসনে থাকা ৪৯ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে ভারতীয় ৪৫ জন। এদিন বায়ুসেনার বিশেষ বিমানে তাদের মৃতদেহ ভারতে পৌঁছল। কুয়েত থেকে সেই বিমানে ই দেশে ফিরেছেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কে ভি সিং।
জাতীয়
অরুণাচল প্রদেশের রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন দাসাঙলু পুল। ৪৬ বছর বয়সি এই নেত্রী অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কালিখো পুলের স্ত্রী। এর ফলে ৩৬ বছর পর ফের কোন মহিলা মন্ত্রী হলেন অরুণাচল প্রদেশে। এর আগে ১৯৮৮ সালে অরুণাচল প্রদেশের প্রথম মহিলা মন্ত্রী হয়েছিলেন কমলি মোসান। দাসাঙলু পুল হলেন অরুণাচল প্রদেশের দ্বিতীয় মহিলা মন্ত্রী।
খেলা
ফ্লোরিডায় বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার ম্যাচ। এর ফলে পয়েন্টের বিচারে সুপারএইটে পৌঁছে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। এদিন অন্য ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৭ উইকেটে হারিয়ে দিল আফগানিস্তান। তারাও পৌঁছলো সুপারএইটে। আগেই ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সুপারএইটে পৌঁছেছে। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল পাকিস্তান, নামিবিয়া, ওমান, নিউজিল্যান্ড, উগান্ডা, পাপুয়া, নিউগিনি এবং শ্রীলংকা। সুপারএইটে দুটি স্থানে পৌঁছনোর জন্য এখনো লড়াইয়ে রয়েছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, বাংলাদেশ ও স্কটল্যান্ড। ইংল্যান্ড এ দিন ৮ উইকেটে হারিয়ে দেয় ওমানকে।
মে মাসে পাইকারি বাজারে দেশে খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধির হার বেড়ে হল ৯.৮২ শতাংশ। এই হার গত দশ মাসের মধ্যে সবথেকে বেশি। এর মধ্যে শাক সবজির দাম বৃদ্ধি পেয়েছে ৩২.৪২ শতাংশ। আলুর দর বৃদ্ধি পেয়েছে ৬৪ শতাংশ।
মে মাসে দেশের রপ্তানি বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ। তারপরেও দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে হয়েছে ২৩৭৮ কোটি ডলার, যা গত সাত মাসের মধ্যে সবথেকে বেশি।