মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পেট্রো ডলার চুক্তি আর পুনর্নবীকরণ করল না সৌদি আরব। গত ৫০ বছর ধরে অক্ষত ছিল এই চুক্তি। ১৯৭৪ সালের ৮ জুন তারা এই চুক্তিতে স্বাক্ষর করেছিল। এই চুক্তির ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরব থেকে যে পরিমাণ খনিজ তেল রপ্তানি করত তার বিনিময়ে ডলারের পরিবর্তে সামরিক সহায়তা দিত। অন্যদিকে সৌদি আরব অন্যান্য দেশগুলিকে খনিজ তেল বিক্রি করলেও বিনিময় মুদ্রা হিসাবে ডলার ব্যবহারে বাধ্য থাকতো। এই চুক্তি পুনরায় স্বাক্ষরিত না হওয়ায় তাদের আর সেই বাধ্যবাধকতা থাকল না।
খালিস্থানপন্থী নেতা গুরপৎবৎ সিং পুপ্পুনকে হত্যায় অভিযুক্ত নিখিল গুপ্তকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হলো। এই ভারতীয় নাগরিক পুপ্পুন হত্যায় অভিযুক্ত। তাকে গ্রেপ্তার করা হয়েছে চেক প্রজাতন্ত্র থেকে। নিখিল গুপ্ত ২০২৩ সাল থেকেই চেক প্রজাতন্ত্রে কারাবন্দি রয়েছেন।
জাতীয়
এক ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকলো উত্তরবঙ্গ। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৯ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। জখম হয়েছেন অন্তত ৪০ জন যাত্রী।আগরতলা থেকে শিয়ালদহের দিকে যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পর সিগন্যাল না থাকায় নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দাঁড়িয়েছিল ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পরে সেই লাইনেই এসে পড়ে একটি মালগাড়ি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মেরে লাইনচ্যুত হয় মালগাড়ি। তার উপর উঠে পড়ে এক্সপ্রেসের ট্রেনের একাধিক বগি। প্রবল বৃষ্টি চলার সময় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মালগাড়ির চালকেরও মৃত্যু হয়েছে। প্রায় এক বছর আগে ২০২৩ সালের ২ জুন ওড়িশার বাহানাগা স্টেশনে করমন্ডল এক্সপ্রেস এর সঙ্গে মালগাড়ির সংঘর্ষ এবং সেই ধ্বংসস্তূপের ওপর যশবন্তপুরম এক্সপ্রেস এসে পড়ায় ২৯৬ জনের প্রাণহানি হয়েছিল।
খেলা
ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল ফ্রান্স। তারা ১-০ গোলে হারিয়ে দিল অস্ট্রিয়াকে। গ্রুপ ‘ই’ তে অন্য ম্যাচে অঘটন ঘটালো স্লোভাকিয়া। তারা বেলজিয়ামকে হারিয়ে দিল ১-০ ব্যবধানে। প্রসঙ্গত, ফিফা বিশ্ব র্যাঙ্কিং-এ বেলজিয়ামের ক্রম ৩ এবং স্লোভাকিয়ার ক্রম ৪৮। এই ম্যাচে ভিডিও প্রযুক্তি ব্যবহার করা হয় যা ইউরোর যে কোন ম্যাচে প্রথমবার করা হলো। স্লোভাকিয়ার বিরুদ্ধে গোল করেছিলেন বেলজিয়ামের রোমেলু লুকাকু। কিন্তু ভার প্রযুক্তিতে সেই গোল বাতিল হয়। এক্ষেত্রে স্নিকো মিটার ব্যবস্থা ব্যবহার করা হয়। ক্রিকেটের মাঝে হামেশাই ডিআরএস প্রযুক্তিতে এই ব্যবস্থা কাজে লাগানো হয়। ফুটবলে এই প্রথম যা কোন সিদ্ধান্ত নিতে সাহায্য করল। অন্য ম্যাচে রোমানিয়া ৩-০ গোলে হারিয়ে দিল ইউক্রেনকে।
আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ড নিয়মরক্ষার ম্যাচে পাপুয়া নিউ গিনিকে হারিয়ে দিল। তবে এই ম্যাচে অভিনব নজির গড়লেন লকি ফার্গুসন। নিউজিল্যান্ডের এই বোলার টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবথেকে কৃপণতম বোলিংয়ের নজির স্থাপন করলেন। ফার্গুসন চার ওভার বল করেন কিন্তু তিনি কোনও রান দেননি। চারটি ওভারই মেডেন। সঙ্গে তিনটি উইকেট নিয়েছেন তিনি। শুধুমাত্র বিশ্বকাপ নয়, টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রেও এটি একটি বিশ্ব রেকর্ড । এর আগে ২০২১ সালে পানামার বিরুদ্ধে কানাডার সাদ বিন জাফরও চারটি মেডেন ওভার করেছিলেন। কিন্তু তিনি পেয়েছিলেন দুটি উইকেট। নিউজিল্যান্ড এই বিশ্বকাপের সুপারএইট পর্বে ঠাঁই না পেলেও রেকর্ডের দিক থেকে ফার্গুসন এদিন অতীতের সব নজিরই ছাপিয়ে গিয়েছেন। অন্য ম্যাচে বাংলাদেশ হারিয়ে দিল নেপালকে। প্রতিযোগিতার অষ্টম দল হিসেবে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্যায়ে পৌঁছল।
ইগর স্তিমাচকে ভারতের জাতীয় ফুটবল দলের কোচ কোচের পদ থেকে সরিয়ে দিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। প্রসঙ্গত, এবারও বিশ্বকাপের বাছাই পর্ব থেকে খালি হাতেই ফিরতে হয়েছে ভারতকে। তারপরই কোচ বদলের সিদ্ধান্ত নেওয়া হল।
বিবিধ
পশ্চিমবঙ্গের সব সরকারি চাকরিতে রূপান্তরকামীদের জন্য ১ শতাংশ সংরক্ষণ চালু করতে হবে । একটি মামলার সূত্রে রাজ্যের মুখ্য সচিবকে এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রাথমিক শিক্ষক পদে চাকরিপ্রার্থী মৃণাল বারিক নামে এক ব্যক্তির করা মামলায় সম্প্রতি বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত , ২০১৪ সালে সুপ্রিম কোর্ট পিছিয়ে থাকা শ্রেণি হিসাবে রূপান্তরকামীদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে একটি পরিসর তৈরির কথা বলেছিল। কর্নাটক, তামিলনাডু, কেরল, মহারাষ্ট্র ,ওড়িশাসহ বিভিন্ন রাজ্য ইতিমধ্যেই রূপান্তরকামীদের জন্য সরকারি চাকরিতে এক শতাংশ সংরক্ষণ কার্যকর করেছে।