কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে কাজের সুযোগ

530
0
SRFTI Recruitment 2024

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ৫৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। SRFTI Recruitment 2024

যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল- ক্যাম্পাস ডিরেক্টর, ডেপুটি রেজিস্ট্রার, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর,

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র টেকনিক্যাল অফিসার, সিনিয়র পারচেস অফিসার, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার,

সিনিয়র অ্যাকাউন্টস অফিসার, ক্যামেরাম্যান, প্রোডাকশন ম্যানেজার, সিস্টেম ম্যানেজার (ইনফরমেশন টেকনোলজি), আপার ডিভিশন ক্লার্ক,

লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইট বয়, ক্যামেরা অ্যাটেন্ড্যান্ট, মিডিয়া ল্যাব অ্যাটেন্ড্যান্ট, গ্রিপ অ্যাটেন্ড্যান্ট, মেডিক্যাল অফিসার (পার্ট টাইম)।

আবেদনের ফিঃ ১২০০ টাকা। এসবিআই কালেক্টের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতিঃ https://forms.gle/L2gLyoeo8FUmZjQf6 লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৮ জুন ২০২৪ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

উত্তর-পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে Registrar, Satyajit Ray Film & Television Institute, EM Bypass Road, Panchasayar`, Kolkata: 700094 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ৮ জুলাই ২০২৪ তারিখের মধ্যে।

যোগ্যতা, বয়স, বেতন ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত https://srfti.ac.in/ ওয়েবসাইট থেকে জানা যাবে। SRFTI Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন