কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ জুন ২০২৪

182
0
Current Affairs 23rd June

আন্তর্জাতিক
  • গাজায় লাগাতার হানাদারির প্রতিবাদে সারা বিশ্বে ইজরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। এবার ইজরায়েলের ভেতরেই এই যুদ্ধের বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশে অংশ নিলেন দেড় লক্ষাধিক মানুষ। তাঁদের দাবি, অবিলম্বে গাজায় হামলা বন্ধ করতে হবে, গাজা থেকে পনবন্দিদের মুক্ত করতে হবে এবং বেঞ্জামিন নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা  দিয়ে নতুন করে নির্বাচন সম্পন্ন করতে হবে। যদিও গাজায় ইজরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এদিন রাফা শহরে ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটির একটি দপ্তরের খুব কাছেই তারা ক্ষেপণাস্ত্র ছোঁড়ে । এই ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে।
  • ২০০২ সালে বাংলাদেশে বিলুপ্তপ্রায় প্রাণী বলে ঘোষণা করা হয়েছিল চন্দ্রবোড়া সাপকে। কিন্তু সাম্প্রতিককালে এই সাপের কামড়ে অস্বাভাবিক হারে মানুষের মৃত্যু হচ্ছে বলে দাবি করেছে একটি ব্রিটিশ সংবাদপত্র। প্রসঙ্গত, বাংলাদেশে প্রতিবছর অন্তত ৭০০০ মানুষের মৃত্যু হয় সাপের কামড়ে। সাম্প্রতিককালে বাংলাদেশের অন্তত ২৫ টি জেলায় চন্দ্রবোড়া সাপের প্রাদুর্ভাব বেড়েছে বলে জানা গেছে।
  • তিব্বতি ধর্মগুরু দলাই লামা মার্কিন যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্ক পৌঁছলেন। প্রসঙ্গত, মাত্র এক পক্ষ কাল আগেই তাঁর সঙ্গে দেখা করতে এসেছিল একটি মার্কিন প্রতিনিধি দল। মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ- এর প্রাক্তন স্পিকার ন্যান্সি পেলোসি ছিলেন সেই দলে।
জাতীয়
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তাঁর সঙ্গে বৈঠক হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ২২ জুন তারিখে নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে এই বৈঠক হয়। সেখানে ভারত বাংলাদেশ গঙ্গার জল বন্টন চুক্তির পুন: নবীকরণ নিয়ে একটি যৌথ কারিগরি কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ১৯৯৬ সালে গঙ্গাজল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ২০২৬ সালে ওই চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা।
  • যেসব কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সারোগেসি পদ্ধতিতে মা হবেন এখন থেকে তাঁরাও ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি পাবেন বলে এক নির্দেশিকায় জানালো কেন্দ্রীয় সরকার। একইভাবে যে মহিলা গর্ভ দান করবেন তিনিও ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি পাবেন বলে জানানো হলো।
  • বিহারে মতিহারী জেলায় ভেঙে পড়লো একটি সেতু। এই সেতুটি নির্মাণে নিম্নমানের মালপত্র ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ। এই নিয়ে সিওয়ান, আরারিয়ার পর মতিহারী মিলিয়ে এক সপ্তাহের মধ্যে বিহারে তিনটি সেতু ভাঙার ঘটনা ঘটলো। প্যাট কামিন্স এদিনও হ্যাটট্রিক করেন। এই নিয়ে চলতি বিশ্বকাপে তিনি দুবার হ্যাটট্রিক করে রেকর্ড করলেন। কিন্তু তিনিও তাঁর দেশকে জেতাতে পারলেন না।
খেলা
  • ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সুপার এইট পর্যায়ে তারা ২১ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে। প্রথমে ব্যাট করে ১৪৮ রান তুলেছিল আফগানিস্তান। অন্য খেলায় ইংল্যান্ড ১০ উইকেটে হারিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্রকেকে। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছালো তারা। ইংল্যাণ্ডের ক্রিস জর্ডান এদিন হ্যাটট্রিক করেন। চলতি বিশ্বকাপে এটি তৃতীয় হ্যাটট্রিক।
  • চেন্নাইয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামে মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারত ৬ উইকেটে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে। ভারতের স্মৃতি মন্ধনা তিন ম্যাচে ৩৪৩ রান করলেন। তিনিই সিরিজ সেরা হলেন। এই সিরিজে ৩-০ব্যবধানে জয়ী হল ভারত।
  • ‘পকেট রকেট ‘এই নামেই ভারতের ক্রিকেটার ঋষভ পন্থকে ডাকলেন স্যার ভিভিয়ান রিচার্ড। বিশ্বকাপ ক্রিকেটের অবসরে ভারতীয় ক্রিকেটারদের ড্রেসিংরুমে এসেছিলেন তিনি।
বিবিধ
  • পুষ্পকের পরীক্ষামূলক অবতরণ সফল হল। প্রসঙ্গত, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) -এর পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকল হল পুস্পক।