কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ জুন ২০২৪

146
0
Current Affairs 24th June

আন্তর্জাতিক
  • সম্প্রতি ভিয়েতনাম সফরে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে দেশের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে বৈঠক করেন। তিনি পরমাণু বিদ্যুৎকেন্দ্র গড়তে ভিয়েতনামকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে। প্রসঙ্গত, এক দশক আগে ভিয়েতনাম সরকার দু’টি পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিলেও প্রয়োজনীয় আর্থিক ও প্রযুক্তিগত সমস্যার কারণে সেই পরিকল্পনা থেকে ২০১৬ সালে সরে এসেছিল।
  • রাশিয়ায় দু’টি গির্জা ও একটি ইহুদি উপাসনালয়ে আততায়ী হামলায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৯। অজ্ঞাতপরিচয় আততায়ীরা ওই হামলা চালায় । নিহতদের মধ্যে একজন ধর্মযাজক রয়েছেন।
জাতীয়
  • শুরু হল অষ্টাদশ লোকসভার কাজকর্ম এদিন প্রোটেম স্পিকার ভর্ত্রীহরি মহতাবার কাছে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সাংসদরা।
  • দিল্লিতে জল সমস্যার সমাধানে গত তিন দিন ধরে লাগাতার অনশন আন্দোলনে শামিল হয়েছেন দিল্লির আম আদমি পার্টির জল মন্ত্রী অতশী। গুরুতর অসুস্থ দিল্লির সোমবার  মধ্যরাতে তাঁকে নিয়ে যাওয়া হল দিল্লির এলএনজেপি হাসপাতালে।
খেলা
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সুপার এইট পর্যায়ে ভারত ২৪ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে। সেই সঙ্গে সঙ্গে ভারত পৌঁছে গেল সেমিফাইনালে। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ৪১ বলে ৯২ রান করেন। অপর ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকা হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। তারাও পৌঁছে গেল সেমিফাইনালে।
  • ইউরো কাপে ইতালি ও ক্রোয়েশিয়ার মধ্যে ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকল। তবে পয়েন্টের বিচারে প্রি কোয়ার্টার ফাইনালে উঠলো ইতালি। অপর ম্যাচে স্পেন ১-০ হারিয়ে দিল আলবানিয়াকে। স্পেনও ইউরোর প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল।
বিবিধ
  • কর্নাটকের বল্লারিতে একটি খোলামুখ খনি খননের সিদ্ধান্ত বাতিল করে দিল কর্ণাটক সরকার। এই সিদ্ধান্ত রূপায়িত হলে অন্তত এক লক্ষ গাছ কাটা পড়তো বলে জানা গেছে। পরিবেশের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে কর্নাটক সরকারের মাধ্যমে।
  • জানুয়ারি থেকে মার্চ এই ত্রৈমাসিকে দেশে বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে ৫৭০ কোটি ডলার। গত ১০ ত্রৈমাসিকের মধ্যে এই প্রথমবার বাণিজ্য ঘাটতির বদলে বাণিজ্য উদ্বৃত্ত হল ভারতে।