কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ জুন ২০২৪

149
0
Current Affairs 28th June

আন্তর্জাতিক
  • ইরানে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন সেখানকার সাধারণ মানুষ। একমাস আগে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রইসি নিহত হন। তার ফলে নির্ধারিত সময়ের দু’বছর আগেই রাষ্ট্রপতি নির্বাচন নেওয়া হচ্ছে ইরানে। এই নির্বাচনে মূল লড়াই হচ্ছে মাসুদ পেজেসকিয়ান, সইদ জালিলি এবং মহম্মদ বাগের গালিবাফের মধ্যে। এই তিনজনের মধ্যে মাসুদ উদারপন্থী হিসেবে পরিচিত এবং অপর দুজন কট্টরপন্থী হিসেবে পরিচিত। প্রয়াত ইব্রাহিম রইসি ছিলেন অতিরক্ষণশীল কট্টরপন্থী। সকাল থেকে রাত আটটা পর্যন্ত ভোট নেওয়া হলেও ইরানের রীতি মেনে ভোটদানের হার ছিল বেশ কম।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন আসন্ন। নভেম্বর মাসে সেই নির্বাচনের আগে এদিন প্রকাশ্য বিতর্ক সভায় মুখোমুখি হলেন বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ৯০ মিনিটের এই বিতর্ক সভায় ৮১ বছর বয়সি বাইডেন ছিলেন স্পষ্টতই ম্রিয়মাণ।
জাতীয়
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৩ সালের ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত রিপোর্টে ভারত সম্পর্কে যে বিশ্লেষণ করা হয়েছে তা প্রত্যাখ্যান করল ভারতের বিদেশ মন্ত্রক। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল একটি বিবৃতিতে এ কথা জানিয়েছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ, হিংসা, জাতিবিদ্বেষ প্রভৃতি বিষয়গুলি নিয়েও প্রশ্ন তুলেছেন।
  • দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের একাংশের ছাদ ভেঙে মৃত্যু হল একজনের। জখম হয়েছেন ৬ জন।
  • জামিন পেয়ে রাঁচির বিরসা মুন্ডা কারাগার থেকে প্রায় পাঁচ মাস পরে মুক্তি পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খন্ড মুক্তি মোর্চার সভাপতি হেমন্ত সোরেন।
  • ভারতের পরবর্তী বিদেশ সচিব হবেন বিক্রম মিস্ত্রি। তিনি বিনয় কোয়াত্রার স্থলাভিষিক্ত হবেন। আগামী ১৫ জুলাই দায়িত্বভার গ্রহণ করবেন বিক্রম মিস্ত্রি। তিনি চিন বিশেষজ্ঞ বলে জানা গেছে। অতীতে চিন ,স্পেন ও মায়ানমারে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও তিনি ছিলেন ভারতের উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
  • ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-এর অত্যাধুনিক ড্রোন ‘অভ্যাস’ -এর পরীক্ষামূলক উড়ান সফল হল।
খেলা
  • ভারতের মেয়েরা ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি করল। চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথম দিনে এদিন তারা একের পর এক রেকর্ড করেছে। তার মধ্যে সবথেকে চমকপ্রদ হল মোট রানের রেকর্ড। ভারত এদিন এক দিনে চার উইকেট হারিয়ে ৫২৫ রান করেছে। এটা বিশ্ব রেকর্ড। এর আগে ইংল্যান্ড একদিনে সর্বোচ্চ ৪৩১ রান করেছিল দুই উইকেট হারিয়ে। চিদম্বরম স্টেডিয়ামে এদিন ভারতের শেফালী বর্মা এবং স্মৃতি মন্ধনা যে বিধ্বংসী ব্যাটিং করেছেন তাকে অনেকেই ‘ভারত বল’ বলে চিহ্নিত করছেন। ওপেনিং জুটিতে এই দুজনে তুলেছেন ২৯২ রান যা বিশ্বরেকর্ড। পাকিস্তানের কিরণ বালুচ এবং  সাজিদা শাহের ২৪১ রানের বিশ্ব রেকর্ড তাঁরা ভেঙে দিলেন। এদিন শেফালী বর্মা ১৯৭ বলে ২০৫ রান করেন, মেয়েদের টেস্ট ক্রিকেটে এটি দ্রুততম দ্বিশতরান। এর আগে ভারতীয় মহিলাদের মধ্যে একমাত্র  মিতালী রাজ মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্বিশতরান করেছিলেন। শেফালির বয়স এখন ২০ বছর ১৫২ দিন। সেই হিসেবে ভারতের মহিলা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় কনিষ্ঠ হিসেবে তিনি টেস্ট শতরান করলেন। এদিন প্রথম সেঞ্চুরি করতে শেফালী নেন ১১৩ বল। মেয়েদের টেস্ট ক্রিকেটে এটি দ্রুততম তিনি ভাঙলেন ইংল্যান্ডের জ্যান বৃটিনের ১৬৭ বলে টেস্ট শতরানের রেকর্ড। অপর শতরানকারী  স্মৃতি মন্ধনা ১৬১ বলে ১৪৯ রান করেন। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকাকে একদিনের ক্রিকেটে ভারতের মেয়েরা ৩-০ ব্যবধানে পরাস্ত করেছে।
বিবিধ
  • এই একবিংশ শতকেও ‘কালাজাদু’ করার অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে কাউকে। যদিও তিনি দেশের একজন মন্ত্রী। এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে মলদ্বীপে। সেখানকার পরিবেশ প্রতিমন্ত্রী ফতিমাত শাম্মাজ আলি সলিমকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুকে কালাজাদু করার অভিযোগ আনা হয়েছে।
  • দেশের ঋণ নীতি পর্যালোচনা বৈঠকের পর ভারতের রিজার্ভ ব্যাংক জানালো যে, আপাতত সুদের হার পরিবর্তিত হচ্ছে না। জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ঋণ-নীতি পর্যালোচনা করা হয়েছে।
  • একটি কৃত্রিম উপগ্রহের ভাঙা অংশ এসে ধাক্কা মারতে পারে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রকে। ফলে বিপন্ন হতে পারে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র। এদিন এই সতর্কবার্তাই পাঠায় নাসা, মহাকাশ কেন্দ্রে কর্মরত মহাকাশচারীদের তখন নিজ নিজ মহাকাশ যানে উঠে পড়তে হয়। তবে শেষ পর্যন্ত কোন বিপদ হয়নি বলে জানা গেছে।