কারেন্ট অ্যাফেয়ার্স ২ জুলাই ২০২৪

183
0
Current Affairs 2nd July

আন্তর্জাতিক
  • নেপালে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার করলেন পুষ্পকমল দহল ওঠে প্রচন্ড। সংসদে তিনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন বলে দাবি উঠেছে। প্রসঙ্গত, নেপালে সংসদের নিম্নকক্ষে মোট আসন সংখ্যা ২৭৫ সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৩৮টি আসন। সম্প্রতি নেপালি কংগ্রেস এবং সি পি এন -ইউ এম এল জোট বাধায় প্রচন্ড নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বলে দাবি উঠেছে। জানা গেছে, নতুন সরকার গঠন হলে কি পি অলি এবং শের বাহাদুর দেউবা, দেড় বছর দেড় বছর করে ক্ষমতা ভাগ করে নেবেন বলে সমঝোতা হয়েছে।
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে সে দেশের কারাগারে বন্দি রাখার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে দাবি করল রাষ্ট্রসঙ্ঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন। ইমরানের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার ছিনিয়ে নেওয়া বিরুদ্ধেও তারা মত দিয়েছে। প্রসঙ্গত, গত মার্চ মাসে জেনিভায় রাষ্ট্রসঙ্ঘের এই মঞ্চের বৈঠকেও ইমরানের মুক্তির জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।
জাতীয়
  • উত্তরপ্রদেশের হাথরসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ঠ হয়ে অন্তত ১১৬ জন প্রাণ হারালেন। বেসরকারি মতে প্রাণহানির সংখ্যা আরো বেশি। স্বঘোষিত ধর্মগুরু নারায়ণ সাকার হরি, ওরফে ভোলে বাবা, হাত রস ও এটা জেলার সীমান্তে রতিভানপুরের সিকন্দ্রা রাও গ্রামে ধর্মীয় সৎসঙ্গের আয়োজন করেছিলেন। সেখানে লক্ষাধিক পুণ্যার্থী মানুষের সমাগম হয়েছিল।
খেলা
  • ‘ফুটবল আমাকে শিক্ষা দিয়েছে যারা ব্যর্থ হয় তারাই উঠে দাঁড়িয়ে চেষ্টা করে প্রত্যাবর্তনের।‘ এই মন্তব্য করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরো কাপে পর্তুগাল বনাম স্লোভেনিয়া ম্যাচে গোল মিস করেছিলেন রোনাল্ডো। এরপর টাইব্রেকারে তিনি সবার আগে  শট মারতে এসে গোল করেন। তাঁর দলও জয়ী হয়। পরে এই মন্তব্য করেছেন বিশ্ব ফুটবলের তারকার রোনাল্ডো। ইউরোর অন্য ম্যাচে নেদারল্যান্ডস ৩-০ গোলে হারিয়ে দিল রোমানিয়াকে। অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে দিল তুরস্ক। ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, তুরস্ক এবং নেদারল্যান্ডস।
  • কোপা আমেরিকায় উরুগুয়ে ১-০ গোলে হারিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্রকে।
  • জালিয়াতির অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে পুলিশ গ্রেপ্তার করল জনপ্রিয় ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক মোনা ঘোষকে। মোনা ঘোষ প্রগ্রেসিভ উইমেন্স হেলথ কেয়ার নামে একটি চিকিৎসা কেন্দ্র চালাতেন সেখানে । তিনি নিজে প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ। মার্কিন কংগ্রেস অবস্ট্রেট্রিকস অ্যান্ড গাইনোকোলজিস্ট এর সদস্য তিনি। অন্তত ১৩ জন বা তারও বেশি রোগীর তথ্য জালিয়াতি করে মার্কিন জাতীয় স্বাস্থ্য বীমা থেকে অতিরিক্ত অর্থ তুলেছিলেন বলে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
  • সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবর্তে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর যোগ দেবেন বলে জানানো হল। চিনের নেতৃত্বাধীন ওই আন্তর্জাতিক মঞ্চের পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কাজাখস্তানে ৪ জুলাই থেকে।
বিবিধ
  • লোকার্নো চলচ্চিত্র উৎসবে ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে অভিনেতা শাহরুখ খানকে এদিন এই ঘোষণা করা হয়েছে।
  • ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ১৮০ কোটি টাকার ঋণ খেলাপি মামলায় শিল্পপতি বিজয় মালিয়ার বিরুদ্ধে সিবিআইকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিল মুম্বাইয়ের বিশেষ আদালত। প্রসঙ্গত বিজয় মালিয়া দীর্ঘদিন ধরে দেশ থেকে পলাতক। তিনি লন্ডনে রয়েছেন বলে জানা গেছে।