কারেন্ট অ্যাফেয়ার্স ৩ জুলাই ২০২৪

141
0
Current Affairs 3rd July

আন্তর্জাতিক
  • যন্ত্রের মধ্যে কি সংবেদনশীলতা থাকতে পারে? সেও কি কাজের চাপে আক্রান্ত হতে পারে? এই প্রশ্নটিই তুলে দিল দক্ষিণ কোরিয়ার একটি ঘটনা। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সরকারি কাজে রোবটের ব্যবহার বহু পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সেখানে গুমি শহরের একটি সরকারি দপ্তরে একটি রোবট আত্মহনন  করেছে বলে সংবাদে প্রকাশ। গত এগারো মাস ধরে সরকারি কাজ করছিল ওই রোবটটি। এদিন সেটি বারবার গোল হয়ে ঘুরছিল। তারপর আট তলার সিঁড়ি থেকে ঝাঁপ দেয়। মুহূর্তে টুকরো টুকরো হয়ে যায় সেটি। ক্যালিফোর্নিয়ার একটি সংস্থা এই রোবটের প্রস্তুতকারক। প্রস্তুতকারক সংস্থার দাবি, রোবটের কোন অনুভূতি থাকে না। যান্ত্রিক ত্রুটিতে এই ঘটনা ঘটে থাকতে পারে।
  • ব্রাজিলের সংসদে সর্বসম্মতিভাবে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হল। ঠিক হল যে, প্রতি বছর ১৯ নভেম্বর তারিখটি ব্রাজিলে পেলে দিবস হিসেবে পালন করা হবে। এই প্রস্তাব আনেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা। ১৯৬৯ সালের ১৯ নভেম্বর নিজের কেরিয়ারের ১০০০ তম গোল করেছিলেন পেলে।
জাতীয়
  • উত্তরপ্রদেশের হাতরাসে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১২১। তাঁদের মধ্যে ১১৪ জনই মহিলা। প্রসঙ্গত, স্বঘোষিত ধর্মগুরু নারায়ণ সাকার হরি, ওরফে ভোলে বাবার ডাকা সৎসঙ্গের আসরে পদপিষ্টের ঘটনা ঘটেছে। সেখানে আড়াই লক্ষ মানুষ উপস্থিত হলেও ভিড় সামলানোর উপযুক্ত ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। পুলিশ এই ঘটনায় এফ আই আর করলেও ভোলেবাবার নাম সেখানে রাখা হয়নি বলে জানা গেছে। আরও জানা গেছে, ভোলে বাবার আসল নাম সুরজ পাল সিং জাটব। তিনি উত্তরপ্রদেশের বাহাদুরপুরের বাসিন্দা, প্রথম জীবনে পুলিশে চাকরি করতেন। পরে স্বঘোষিত ধর্মগুরু হয়ে যান। উত্তরপ্রদেশের মইনপুরীতে ভোলেবাবার বিশাল আশ্রম রয়েছে। সেখানে রয়েছে নিজস্ব নিরাপত্তা বাহিনী। তাদের নাম নারায়নী সেনা, গরুড় যোদ্ধা এবং হরিবাহক। এই নিরাপত্তাবাহিনীর তাড়া খেয়েই ভিড়ের মধ্যে পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পুলিশের।
  • ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন চম্পই সোরেন। প্রসঙ্গত, দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। অনুমান করা যাচ্ছে যে, পুনরায় হেমন্ত সোরেনের মুখ্যমন্ত্রী হওয়ার জন্যই পদত্যাগ করলেন তিনি।
  • বিহারে গণ্ডকী নদীর ওপর একটি সেতু ভেঙে পড়ল। বিহারের দেওরিয়া ব্লকের সঙ্গে মহারাজগঞ্জের যোগাযোগের মাধ্যম ছিল এই সেতু। গত ১৫ দিনে এই নিয়ে আটটি সেতু ভেঙে পড়ল বিহারে।
  • মহারাষ্ট্রের পুনে ও কোলাপুর জেলায় ৮ জন জিকা ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। প্রসঙ্গত, ২০১৬ সালের পর পুনরায় দেশে জিকা ভাইরাসে সংক্রমনের ঘটনা ঘটলো। আট বছর আগে দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে জিকা ভাইরাস সংক্রমনের ঘটনা ঘটেছিল।
খেলা
  • কোপা আমেরিকা ২০২৪ প্রতিযোগিতায় গ্রুপ লিগের ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যে খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকলো।
  • ইউরো কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তুরস্কের গোলরক্ষক মার্ট গুনকের একটি গোলরক্ষা নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে জোরালো চর্চা। অস্ট্রিয়ার ক্রিস্টোফ বমগার্টনারের হেড পোস্টের এক দিক থেকে অন্যদিকে ঝাঁপিয়ে বাইরে বের করে দেন তুরস্কের গোলরক্ষক। একে শতাব্দীর অন্যতম সেরা সেভ বলে মনে করা হচ্ছে।
বিবিধ
  • মহিলাদের স্বাস্থ্য নিয়ে রাজ্যসভায় প্রথমবার বক্তব্য পেশ করলেন রাজ্যসভায় রাষ্ট্রপতির মনোনীত সদস্য সুধা মূর্তি। মহিলাদের ক্যান্সার রুখতে টিকাকরণের পক্ষে মত দিয়েছেন তিনি।
  • ২০২০ সালে ভারতে পথচলা শুরু করেছিল মাইক্রো ব্লগিং সাইট ‘কু’। তাদের লোগো হলুদ পাখি। তখনকার টুইটারের নীল পাখির প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ শুরু করেছিল কু। কিন্তু শেষ পর্যন্ত প্রতিযোগিতায় টিকতে না পেরে এদিন বন্ধ হয়ে গেল সেটি। এ খবর জানিয়ে জানিয়েছেন কু এর প্রতিষ্ঠাতা অপরামেয় রাধাকৃষ্ণ ও মায়ানঙ্ক বিদওয়াটকা।
  • শেয়ার সূচক সেনসেক্স ৮০ হাজারের ঘরে পৌঁছে নতুন রেকর্ড গড়লো। মাত্র ৯ দিনে শেয়ার সূচক ৭৭ হাজারের ঘর থেকে ৮০ হাজারে পৌঁছল। এদিন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে অপর শেয়ার সূচক নিফটিও।