আন্তর্জাতিক
- পৃথিবীর কান ছুঁয়ে বেরিয়ে গেল একটি ১৫০ মিটার চওড়া গ্রহাণু। তার নাম দেওয়া হয়েছে ২০২৪ এম কে। এটি পৃথিবীর মাটি থেকে দু’লক্ষ ৯৫ হাজার কিলোমিটার দূর হয়ে দিয়ে চলে যায়। নাসার ‘ডিপ স্পেস নেটওয়ার্কে’র ‘দ্য গোল্ড স্টোন সোলার সিস্টেম’ রেডারে তার ছবি ধরা পড়েছে।
- ২০২২ সালেও গাজা থেকে নিজেদের প্রয়োজন মেটানোর পর উদ্বৃত্ত কৃষি পণ্য রপ্তানি করা হয়েছিল। ভারতীয় মুদ্রায় সেই অংক ছিল ৪ কোটি ৪৬ লক্ষ টাকার। এই সমস্ত কৃষি জমিযুক্ত এলাকাকে ইজরায়েল হিউম্যানিটারিয়ান জোন বা মানবিক ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছিল। কিন্তু তার পরেও সেখানে লাগাতার ক্ষেপণাস্ত্র হানা চালিয়ে গেছে তারা। গাজার ৫৭ শতাংশ কৃষি জমি এই হামলায় নষ্ট হয়ে গিয়েছে বলে একটি রিপোর্টে জানা গেছে। রাষ্ট্রসঙ্ঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন একটি সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট প্রকাশ করেছে। তাদের তথ্য সহযোগিতা করেছে ইউএনও স্যাট।
- বিশ্বের একমাত্র দেশ নেদারল্যান্ডস যেখানে স্বেচ্ছামৃত্যু বৈধ। এবার সেখানে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন যথাক্রমে ৭০ ও ৭১ বছর বয়সী এক দম্পতি। তাদের দাম্পত্যের বয়স পঞ্চাশ অতিক্রম করেছে। দুজনেই জটিল রোগে আক্রান্ত ও দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁদের আবেদন অনুমোদন করল নেদারল্যান্ডস সরকার। তাদের ইচ্ছাকে বৈধতা দিয়ে সরকারি চিকিৎসকের দেওয়া বিষ ইঞ্জেকশনে মৃত্যুবরণ করলেন দুজনে।
জাতীয়
- সেই মহারাষ্ট্রেই পুনরায় বেপরোয়া গতিতে চলা বিলাসবহুল গাড়ি প্রাণ কেড়ে নিল বাইক আরোহীর। মুম্বইয়ের ওরলি অঞ্চলে একটি বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন স্কুটি চালক এক মহিলা। শিবসেনা নেতা রাজেশ শাহের ছেলে মিহির ওই গাড়িটি চালিয়েছিলেন বলে জানা গেছে। মহারাষ্ট্র যখন পুনে শহরে এক নাবালকের বেপরোয়া পোর্সে গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যুর ঘটনায় উত্তাল তখনই আবার অনুরূপ ঘটনা ঘটলো।
- কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গুলিতে স্নাতক স্তরে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা সিইউইটি ইউজি ২০২৪ এ পরীক্ষার্থী ছিলেন ১৩.৪ লক্ষ জন। এই পরীক্ষার আনসার কি প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তারা জানিয়েছে এই বিষয়ে কোন অভিযোগ বা সন্দেহের কথা স্বচ্ছন্দে প্রকাশ করতে পারে পরীক্ষার্থীরা। অভিযোগ প্রমাণিত হলে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এদিন ৩০ শে জুন এই পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও এখনো তা প্রকাশিত হয়নি। এদিন আনসার কি প্রকাশ করা হলো।
- প্রবল বৃষ্টির কারণে চারধাম যাত্রা আপাতত স্থগিত রাখল উত্তরাখন্ড সরকার।
খেলা
- কোপা আমেরিকা ২০২৪ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালেই হেরে গেল পাঁচ পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এদিন তাদের সঙ্গে উরুগুয়ের ম্যাচ নির্দিষ্ট সময়ে গোল শূন্য ছিল। এরপর টাইব্রেকারে উরুগুয়ে ৪-২ ব্যবধানে জয়ী হয়। কোপা আমেরিকায় ১৫ বার খেতাব জিতেছে উরুগুয়ে। ম্যাচের ৭৪ মিনিটে ডিফেন্ডার নান্দেজ লাল কার্ড দেখায় দীর্ঘক্ষন দশজনে খেলেছে উরুগুয়ে। তারপরও তাদের হারাতে ব্যর্থ হয় ব্রাজিল। কোপা আমেরিকার অন্য কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া ৫-০ গোলে হারিয়ে দিল পানামাকে। টানা সাতাশ ম্যাচ অপরাজিত রয়েছে কলম্বিয়া। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে।
- জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১০০ রানে জয়ী হলো ভারত। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম ম্যাচে জিম্বাবোয়ের কাছে ১৩ রানে হেরে গিয়েছিল ভারত। এই দল মূলত তরুণদের নিয়ে তৈরি। গত ম্যাচে অভিষেক হলেও কোন রান করতে পারেননি ভারতের ওপেনার অভিষেক শর্মা। এদিন তিনি মাত্র ৪৭ বলে শতরান করলেন। এদিন একটি অভিনব কীর্তি স্থাপন করেছেন অভিষেক আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম রান প্রথম অর্ধশতরান এবং প্রথম শতরান সবই এসেছে ওভার বাউন্ডারিতে। ২৩ বছর বয়সের এই বাঁহাতি ওপেনার নিজের দ্বিতীয় ম্যাচেই শত রান পেলেন। টি-টোয়েন্টি ফরম্যাটে এটা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। চলতি বছরে অভিষেকের ওভার বাউন্ডারির সংখ্যা হল ৪৬ যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।
বিবিধ
- পুরীতে রথযাত্রার সূচনা উৎসবে উপস্থিত থাকলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার ৫৩ বছর পর রথযাত্রা হচ্ছে দুদিন ধরে। পুরীর মন্দির থেকে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার তিনটি রথ যথাক্রমে তালধ্বজ, দর্পদলন ও নন্দীঘোষ রওনা দেওয়ার কিছু পরে তিথির নিয়মে থেমে যায়। পরের দিন পুনরায় রথ টানা হবে। ১৯৭১ সালের পর এবার ফের রথযাত্রা হচ্ছে দুই দিনে। এদিকে বাংলাদেশের বগুড়ায় এদিন রথযাত্রায় একটি রথ বিদ্যুতের তার স্পর্শ করার ফলে বিদ্যুৎ সৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন পাঁচজন।