ভারতীয় বায়ুসেনাতে অগ্নিবীর নিয়োগ

335
0
Indian Air Force Agniveer Recruitment

ইন্ডিয়ান এয়ারফোর্সে অগ্নিবীরবায়ু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিচের যোগ্যতার অবিবাহিত পুরুষ ও মহিলারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। Indian Air Force Agniveer Recruitment

বয়সঃ জন্মতারিখ হতে হবে ৩ জুলাই ২০০৪ থেকে ৩ জানুয়ারি ২০০৮ সালের মধ্যে।

যোগ্যতাঃ ম্যাথেমিটক্স, ফিজিক্স এবং ইংরেজি সহ ইন্টারমিডিয়েট/ ১০+২ বা সমতুল পাশ।

মোট নম্বরের ক্ষেত্রে এবং ইংরেজি বিষয়ের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

অথবা মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রিনক্স/অটোমোবাইল/কম্পিউটার সায়েন্স/ ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি/

ইনফরমেশন টেকনোলজিতে তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ন্যূনতম ৫০ শতাংশ নম্বল সহ এবং ইংরেজি বিষয়েও ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

শারীরিক মাপজোকঃ পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৫২.৫ সেন্টিমটার। বুকের ছাতির মাপ ৭৭ সেন্টিমটার,

অন্তত ৫ সেন্টিমটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে। মহিলা প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৫২ সেন্টিমটার।

বুকের ছাতি ৫ সেন্টিমটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা। উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখে ওজন হতে হবে।

শরীরে কোনোরকম স্থায়ী ট্যাটু থাকলে আবেদন করতে পারবেন না।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ অনলাইন পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস টেস্ট, নথিপত্র যাচাই ও মেডিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

পরীক্ষার ফিঃ ৫৫০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতিঃ https://agnipathvayu.cdac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৮ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত। Indian Air Force Agniveer Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন